ETV Bharat / state

Vandalized Hospital At Jamuria : চিকিৎসা পরিষেবা অমিল, জামুড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভাঙচুর

স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা না মেলায় ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে (Vandalized Hospital At Jamuria)। ঘটনাটি জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রের ৷ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷

Vandalized Hospital At Jamuria
চিকিৎসা পরিষেবা না মেলায় স্বাস্থ্যকেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালাল স্থানীয়রা
author img

By

Published : Mar 9, 2022, 8:35 AM IST

জামুড়িয়া, 9 মার্চ : জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা না মেলায় ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে (Vandalized Hospital At Jamuria) । ভাঙচুর করা হয় হাসপাতালের স্ট্রেচার, টেবিল, চেয়ার । হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ।

জামুড়িয়া বাহাদুরপুর গ্রামে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় । বাহাদুরপুরে মণ্ডলপাড়ায় গৃহস্থের বাড়িতে মঙ্গলবার রাতে হঠাৎ করেই বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে পাকা বাড়ি একেবারে ভেঙে যায় । পাশে দু'টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনায় আহত হয়েছেন 7 জন । যাদের মধ্যে গুরুতর 4 জনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । স্থানীয়দের ধারণা, এটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ । কিন্তু পাকা দালান বাড়ি যেভাবে ভেঙে পড়েছে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

চিকিৎসা পরিষেবা না মেলায় জামুড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রে চলে ব্যাপক ভাঙচুর

আরও পড়ুন: জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণের আহত একই পরিবারের 7 জন

জামুরিয়া থানার বাহাদুরপুর মণ্ডলপাড়ায় সদাময় মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ হয় । মণ্ডল ভাইদের মধ্যে সদাময়, দয়াময়-সহ চার ভাই ও তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন । বিস্ফোরণে বাড়ির বড় অংশ ভেঙে পড়লে অনেকেই চাপা পড়েন । ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হন । বাহাদুরপুরের মণ্ডলপাড়ায় হঠাৎই বিস্ফোরণ হয় । পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

জামুড়িয়া, 9 মার্চ : জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা না মেলায় ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে (Vandalized Hospital At Jamuria) । ভাঙচুর করা হয় হাসপাতালের স্ট্রেচার, টেবিল, চেয়ার । হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ।

জামুড়িয়া বাহাদুরপুর গ্রামে রান্না করার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় । বাহাদুরপুরে মণ্ডলপাড়ায় গৃহস্থের বাড়িতে মঙ্গলবার রাতে হঠাৎ করেই বিস্ফোরণ হয় । বিস্ফোরণের জেরে পাকা বাড়ি একেবারে ভেঙে যায় । পাশে দু'টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনায় আহত হয়েছেন 7 জন । যাদের মধ্যে গুরুতর 4 জনকে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । স্থানীয়দের ধারণা, এটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ । কিন্তু পাকা দালান বাড়ি যেভাবে ভেঙে পড়েছে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

চিকিৎসা পরিষেবা না মেলায় জামুড়িয়ায় স্বাস্থ্যকেন্দ্রে চলে ব্যাপক ভাঙচুর

আরও পড়ুন: জামুড়িয়ায় সিলিন্ডার বিস্ফোরণের আহত একই পরিবারের 7 জন

জামুরিয়া থানার বাহাদুরপুর মণ্ডলপাড়ায় সদাময় মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ হয় । মণ্ডল ভাইদের মধ্যে সদাময়, দয়াময়-সহ চার ভাই ও তাঁদের পরিবারের সদস্যরাও ছিলেন । বিস্ফোরণে বাড়ির বড় অংশ ভেঙে পড়লে অনেকেই চাপা পড়েন । ঘটনায় একই পরিবারের সাতজন সদস্য আহত হন । বাহাদুরপুরের মণ্ডলপাড়ায় হঠাৎই বিস্ফোরণ হয় । পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.