ETV Bharat / state

Drinking Water Problem: পানীয় জলের দাবিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ এলাকাবাসীর

দীর্ঘদিন ধরে অব্যাহত পানীয় জলের সমস্যা ৷ বিধায়ককে সামনে পেতেই ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা (Durgapur News)৷

ETV Bharat
বিধায়ককে ঘিরে ক্ষোভ
author img

By

Published : Mar 27, 2023, 10:20 PM IST

বিধায়ককে ঘরে ক্ষোভের ঘটনায় স্থানীয়দের প্রতিক্রিয়া

দুর্গাপুর, 27 মার্চ: গরম পড়তে না পড়তেই খনি অঞ্চলে তীব্র হয়েছে পানীয় জলের সংকট (Drinking water problem in Durgapur)। অণ্ডালের কাজোড়া-সহ বিস্তীর্ণ এলাকার পানীয় জলের সমস্যা মেটানো গেলেও উখড়া অঞ্চলে সমস্যা রয়েই গিয়েছে ৷ সেই কারণে সোমবার স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী ।

অণ্ডালের উখড়ার ময়রাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট অব্যাহত । এই জল সরবরাহ করে পিএইচই (PHE)। একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে জানান তাঁরা । স্থানীয়দের অভিযোগ, সব দলের নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয় না । সোমবার তৃণমূল বিধায়ক ওই এলাকায় যেতেই স্থানীয়রা একত্রিত হয়ে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন (Locals Protest in Front of MLA) । তাঁদের এই সমস্যা দ্রুত পূরণ করা জন্য দাবি জানাতে থাকেন ।

এই বিষয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "যান্ত্রিক ত্রুটির জেরে এই সমস্যা দেখা দিচ্ছে । ইতিমধ্যেই পিএইচই বিভাগে বিষয়টি জানানো হয়েছে । দ্রুত এই সমস্যার সমাধান হবে । আমরা মানুষের জন্য কাজ করি । তাই মানুষের সমস্যা শুনতে তাদের দরজায় আসি । দীর্ঘ 35 বছর বাম আমলে কিছুই হয়নি । তাই এই ক্ষোভ যুক্তিসংগত । তবে আমরা খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় জল প্রকল্পের কাজে হাত দিয়েছি । আমরা চাইছি বিভিন্ন জায়গায় ভালভ বসিয়ে নলবাহিত জলের সুষ্ঠু বন্টন । আর সেই কাজে একটু বিলম্ব হচ্ছে ।"

যদিও স্থানীয় বাসিন্দা মিঠু গড়াই এবং মিতালী গড়াইদের কথায়, "ভোট আসে ভোট যায় । আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় শুধু । কিন্তু কাজের কাজ কিছু হয় না । তাই আজ আমরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালাম ৷ আবার বিধায়কের কথাই ভরসা রাখলাম । দেখা যাক কবে সমস্যার সমাধান হয় ।"

আরও পড়ুন : পানীয় জলের সংকট, আসানসোল পৌরনিগমে কংগ্রেসের বিক্ষোভ

বিধায়ককে ঘরে ক্ষোভের ঘটনায় স্থানীয়দের প্রতিক্রিয়া

দুর্গাপুর, 27 মার্চ: গরম পড়তে না পড়তেই খনি অঞ্চলে তীব্র হয়েছে পানীয় জলের সংকট (Drinking water problem in Durgapur)। অণ্ডালের কাজোড়া-সহ বিস্তীর্ণ এলাকার পানীয় জলের সমস্যা মেটানো গেলেও উখড়া অঞ্চলে সমস্যা রয়েই গিয়েছে ৷ সেই কারণে সোমবার স্থানীয় তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা । এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী ।

অণ্ডালের উখড়ার ময়রাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট অব্যাহত । এই জল সরবরাহ করে পিএইচই (PHE)। একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি বলে জানান তাঁরা । স্থানীয়দের অভিযোগ, সব দলের নেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি মিললেও তা পূরণ হয় না । সোমবার তৃণমূল বিধায়ক ওই এলাকায় যেতেই স্থানীয়রা একত্রিত হয়ে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন (Locals Protest in Front of MLA) । তাঁদের এই সমস্যা দ্রুত পূরণ করা জন্য দাবি জানাতে থাকেন ।

এই বিষয়ে বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "যান্ত্রিক ত্রুটির জেরে এই সমস্যা দেখা দিচ্ছে । ইতিমধ্যেই পিএইচই বিভাগে বিষয়টি জানানো হয়েছে । দ্রুত এই সমস্যার সমাধান হবে । আমরা মানুষের জন্য কাজ করি । তাই মানুষের সমস্যা শুনতে তাদের দরজায় আসি । দীর্ঘ 35 বছর বাম আমলে কিছুই হয়নি । তাই এই ক্ষোভ যুক্তিসংগত । তবে আমরা খনি অঞ্চলের বিভিন্ন জায়গায় জল প্রকল্পের কাজে হাত দিয়েছি । আমরা চাইছি বিভিন্ন জায়গায় ভালভ বসিয়ে নলবাহিত জলের সুষ্ঠু বন্টন । আর সেই কাজে একটু বিলম্ব হচ্ছে ।"

যদিও স্থানীয় বাসিন্দা মিঠু গড়াই এবং মিতালী গড়াইদের কথায়, "ভোট আসে ভোট যায় । আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় শুধু । কিন্তু কাজের কাজ কিছু হয় না । তাই আজ আমরা বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখালাম ৷ আবার বিধায়কের কথাই ভরসা রাখলাম । দেখা যাক কবে সমস্যার সমাধান হয় ।"

আরও পড়ুন : পানীয় জলের সংকট, আসানসোল পৌরনিগমে কংগ্রেসের বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.