জামুড়িয়া, ১৮ জুলাই : পরকীয়ার শাস্তি, বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে এক সিভিক ভলেন্টিয়রকে মারধর স্থানীয় বাসিন্দাদের ৷ খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করতে এলে এলাকাবাসীর সঙ্গে পুলিশের বচসা বাধে । চলে ধাক্কা-ধাক্কি ৷ ঘটনাস্থানে জামুড়িয়া থানার পুলিশবাহিনী গিয়ে সিভিক ভলেন্টিয়র ও মহিলাকে আটক করেছে ।
ঘটনাটি জামুড়িয়া থানার ৯ নম্বর ওয়ার্ডের বোগড়া কলোনি এলাকার । স্থানীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই ভলেন্টিয়র ৷ এলাকাবাসীর বক্তব্য, প্রতিদিন মহিলার স্বামী কাজে বেরিয়ে গেলে দেখা করতে আসত যুবক ৷ গতকাল তাদের হাতেনাতে ধরার জন্য অপেক্ষায় ছিল স্থানীয় বাসিন্দারা ৷ সকালে মহিলার ঘর থেকে ওই ভলেন্টিয়র বের হতেই তাকে ধরে ফেলে তারা ৷ তাদের বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে রাখে স্থানীয় বাসিন্দারা । তারপর শুরু হয় গণধোলাই । জখম সিভিক ভলেন্টিয়রকে উদ্ধার করতে এসে হেনস্থার শিকার হতে হয় জামুড়িয়া থানার পুলিশকে।
রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশের সঙ্গে । পরে জামুড়িয়া থানার পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সিভিক ভলেন্টিয়র ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় ।