আসানসোল, 27 অক্টোবর: হোমের চার দেওয়াল থেকে আকাশপথে ইন্দোর ৷ যা বোধহয় স্বপ্নেও ভাবেনি পারমিতা ৷ কিন্তু সেই না ভাবা স্বপ্নই আজ সত্যি হয়ে গেল সুনীলের হাত ধরে ... কীভাবে ?
একদিন পিতামাতাহীন যে কন্যের ঘর হারিয়ে ঠাঁই হয়েছিল হোমে, এবার তিনিই নিজের ঘর খুঁজে পেলেন(Life Changing Story of a Home Girl in Asansol)৷ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবন শুরু করলেন আসানসোল স্বশক্তি স্বধার গৃহহোমের আবাসিক পারমিতা সিং ।
শুরুটা ছিল এই রকম ...
ইন্দোর নিবাসী যুবক সুনীল মোহ দিন চারেক আগে হোমের মেয়েকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশ করার পরই আসানসোলের স্বশক্তি হোমের আবাসিক পারমিতার ছবি পাঠানো হয় । তারপরই পছন্দ হয়ে যায় ৷ তারপর শুভদিন দেখে বুধবার কলকাতার নিউটাউনে পারমিতা ও সুনীলের শুভ পরিণয় সম্পন্ন হয় । এরপর বৃহস্পতিবারই দু'জনে আকাশপথে ইন্দোরের উদ্দেশ্যে রওনা দেয়(Human Interest Story of Asansol)।
আসানসোল স্বশক্তি স্বধার গৃহের সুপারিন্টেন্ডেন্ট সেরিনা মণ্ডল জানান, বহু বছর আগে গ্রামের মানুষজন কুড়িয়ে পেয়ে ছোট্ট পারমিতাকে পুলিশের হাতে তুলে দিয়ে যায় । সম্ভবত বাবা-মা তাকে ফেলে গিয়েছিল । এরপর শত চেষ্টা করেও খোঁজ মেলেনি পারমিতার বাবা-মার । প্রথমে ছোট্ট পারোর ঠাঁই হয় লিলুয়া হোমে । পরবর্তীতে বর্ধমান হোম । 2016 থেকে পারমিতা আসানসোলে স্বশক্তি স্বধার গৃহহোমে থাকতে শুরু করে ৷ বর্তমানে তার বয়স 21 । স্বাভাবিকভাবেই পারমিতা হয়ত ভেবেই নিয়েছিল যে জীবনের বাকি দিনগুলো হয়ত এইভাবেই কাটবে । কিন্তু হঠাৎ সব কিছু পালটে যায় ইন্দোরের ছেলে সুনীলের মনোভাব জানার পরই ।
আরও পড়ুন : ভালবাসার কাছে হার মানল বয়স, বৃদ্ধাশ্রমেই বিয়ের ফুল ফুটল সুব্রত-অপর্ণার
অন্যদিকে, আসানসোল রেল ডিভিশনের প্রাক্তন ডিআরএমএসএস গেহলতের ইন্দোরের বাড়িতে প্রায় 15 বছর ধরে কেয়ারটেকারের কাজ করেন সুনীল মোহ । তিনিই ইচ্ছেপ্রকাশ করেন কোনও হোমের অনাথ মেয়েকে বিয়ে করতে চান । সেই মতো রেলের প্রাক্তন ডিআরএম আসানসোলের রেল আধিকারিকদের বিষয়টি জানান । এরপর আসানসোলের টিটিই মলয় মজুমদার ও তাঁর স্ত্রী মিলি মজুমদার সুনীলের ইচ্ছে অনুসারে বিয়ের প্রস্তাব নিয়ে যান আসানসোল স্বশক্তি স্বধার গৃহ হোমের সুপারিন্টেন্ডেন্ট সেরিনা মণ্ডলের কাছে । এরপর পারমিতাকেই যোগ্য পাত্রী বিবেচনা করে তার ছবি সুনীলের কাছে পাঠায় সেরিনা । এদিকে সুনীলের ছবিও দেখানো হয় পারমিতাকে । এরপরই দু'জনের দু'জনকে পছন্দ হয়ে যায় । তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নেয় হোম কর্তৃপক্ষ । সেই মতোই বুধবার কলকাতার নিউটাউনে সেই বিয়ে অনুষ্ঠিত হয়েছে । আজই নতুন বৌ নিয়ে বিমানে ইন্দোর ফিরে যাবেন সুনীল ।
এই বিষয়ে সেরিনা মণ্ডল ফোনে ইটিভি ভারতকে বলেন, "সুনীলের মানসিকতা দেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম । এমন সৎ ও উদার মানসিকতার ছেলে খুব কম পাওয়া যায়, যে নিজে থেকে হোমের মেয়েকে বিয়ে করতে চায় ।"
খুশি পারমিতাও । সেই ছোট থেকে বিভিন্ন হোমের চার দেওয়ালের ভিতর থাকতে থাকতে সাদা কালো হয়ে উঠেছিল তাঁর জীবন । এবার শুরু নতুনের উদ্দেশ্যে পথ চলা । রঙিন জীবনের আস্বাদে ভালো থাকুক পারমিতা-সুনীল ৷ ইটিভি ভারতের পক্ষ থেকেও তাঁদের দু'জনের জন্য রইল অনেক শুভেচ্ছা ।
আরও পড়ুন : সততার নজির ! বিক্রি হওয়া চালের বস্তায় গয়না পেয়ে গৃহকর্ত্রীকে ফেরালেন আড়তদারের স্ত্রী