দুর্গাপুর, 14 জানুয়ারি : শুরু হয়েছে জয়দেব-কেন্দুলি মেলা ৷ পশ্চিম বর্ধমানের কাঁকসায় শিবপুরে অজয় নদের ধারে এই মেলা প্রায় 400 বছরের পুরোনো ৷ এই মেলা 'মানুষের মেলা' নামেই পরিচিত । বাউল মেলাও বলা হয় জয়দেব-কেন্দুলিতে । কিন্তু এবার কোভিড আবহে নেই কোনও আখাড়া ৷ তাই গ্রামীণ এই মেলায় মানুষের ভিড় চোখে পড়ল না (Less crowd in Joydev Kenduli Mela 2022 due to Covid) ।
আখাড়া না থাকায়, বাউল কিংবা কীর্তন গানের জমাটি আসরও হয়নি । শুক্রবার সকালে অজয় নদের জলে পুণ্যস্নান করতে এসেছেন হাতেগোনা কয়েকজন । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (কাঁকসা, বুদবুদ) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়, কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মলানদীঘি ক্যাম্পের ইনচার্জ-সহ প্রশাসনিক আধিকারিকেরা নদীর ঘাট পরিদর্শন করেন ।
আরও পড়ুন : joydev kenduli mela 2022 begins: হাতে গোনা পুণ্যার্থী, শুরু হল 400 বছরের প্রাচীন জয়দেব মেলা
ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে শুরু হয়েছে নজরদারি, রয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা ৷ বহু সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে মেলায় । বৃহস্পতিবার দুপুরের পর থেকে দুই জেলায় পুলিশ জয়দেব মেলার কড়া নজরদারি শুরু করেছে । এই মেলা উপলক্ষ্যে দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সাধু-মহন্তদের উপস্থিতিও এবার কম ।
এই মেলার আরেকটি বৈশিষ্ট্য, গ্রামীণ কুটির ও হস্তশিল্পীদের তৈরি উপকরণের সম্ভার । মেলা জমেনি, তাই শিল্পীরাও আসেননি । কোভিড পরিস্থিতিতে মেলা ও মন্দিরে পুজোর আয়োজনটুকুই এবার টিকিয়ে রেখেছে জয়দেব-কেন্দুলির ধারাবাহিকতাকে ৷ এযেন এক অন্য জয়দেব মেলা ।