ETV Bharat / state

Asansol Bye Poll 2022 : জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী না করার আবেদন, বিজেপির লিফলেট ঘিরে আসানসোলে রাজনৈতিক তরজা - Leaflet Against Jitendra Tiwari

দল যেন জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী না করে (Leaflet Against Jitendra Tiwari) ৷ বারাবনির রাস্তায় এই মর্মে বিজেপির বাংলাভাষীদের তরফে ছাপা লিফলেট পড়ে থাকায় আসানসোলে শুরু রাজনৈতিক চাপানউতোর ৷

Asansol Bye Poll 2022
রাস্তায় পড়ে রয়েছে লিফলেট
author img

By

Published : Mar 14, 2022, 7:59 PM IST

Updated : Mar 14, 2022, 8:59 PM IST

আসানসোল, 14 মার্চ : জিতেন্দ্র তিওয়ারিকে যেন লোকসভা উপনির্বাচনে প্রার্থী না করা হয় ৷ এই আবেদন জানিয়ে সোমবার বারাবনির মাজিয়াড়া গ্রামের রাস্তায় লিফলেট পড়ে থাকতে দেখা যায় (Leaflet of BJP Against Jitendra Tiwari in Asansol) । যাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিজেপির বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে এটি ছড়ানো হয়েছে বলে উল্লেখ রয়েছে লিফলেটে । তাতে স্পষ্ট লেখা রয়েছে, জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপি কর্মীদের উপর অনেক অত্যাচার করেছেন ৷ যখন থেকে বিজেপিতে এসেছেন তখন থেকে সব ভোটেই বিজেপি হেরে যাচ্ছে । তাই জিতেন্দ্র তিওয়ারিকে যেন আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না করে । এমনকি লিফলেটে লেখা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে লেখা এটি (BJPs Leaflet against Jitendra Tiwari in Asansol)।

লোকসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই আসানসোলে (Asansol Bye Poll 2022) শাসকদল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ ইতিমধ্যেই উপনির্বাচনে প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছে তৃণমূল । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । অন্যদিকে, শহরজুড়ে গুঞ্জন ছড়াচ্ছে লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি । তারপরই এই ঘটনা ৷

Asansol Bye Poll 2022
বারাবনির রাস্তায় পড়ে রয়েছে লিফলেট

বিষয়টি নিয়ে বারাবনি মণ্ডলের বিজেপি সভাপতি সাধন রাউত বলেন, ''এটা তৃণমূলের কাজ । রাজনৈতিক লড়াইয়ে জিততে পারবে না বলে এই ধরনের ঘৃণ্য কাজ করছে । আমাদের জননেতা জিতেন্দ্র তিওয়ারির নামে কুৎসা করছে । তবে ওনারা যাই করে নিন, আমরা তিন লাখ ভোটে জিতছি ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাবনির তৃণমূল বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমাদের প্রচুর কাজ আছে । দলের কর্মীরা এখন প্রচার ও দেওয়াল লিখনে ব্যস্ত । আর বিজেপি চিরকাল মিথ্যাচার করে । আমাদের কোনও দরকার পড়েনি কারওর নামে লিফলেট ছড়ানোর ।"

জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী না করার লিফলেট ছড়ানো নিয়ে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার দেওয়াল লিখন শুরু

আসানসোল, 14 মার্চ : জিতেন্দ্র তিওয়ারিকে যেন লোকসভা উপনির্বাচনে প্রার্থী না করা হয় ৷ এই আবেদন জানিয়ে সোমবার বারাবনির মাজিয়াড়া গ্রামের রাস্তায় লিফলেট পড়ে থাকতে দেখা যায় (Leaflet of BJP Against Jitendra Tiwari in Asansol) । যাকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷

বিজেপির বাংলা ভাষাভাষী মানুষের পক্ষ থেকে এটি ছড়ানো হয়েছে বলে উল্লেখ রয়েছে লিফলেটে । তাতে স্পষ্ট লেখা রয়েছে, জিতেন্দ্র তিওয়ারি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপি কর্মীদের উপর অনেক অত্যাচার করেছেন ৷ যখন থেকে বিজেপিতে এসেছেন তখন থেকে সব ভোটেই বিজেপি হেরে যাচ্ছে । তাই জিতেন্দ্র তিওয়ারিকে যেন আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না করে । এমনকি লিফলেটে লেখা রয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে লেখা এটি (BJPs Leaflet against Jitendra Tiwari in Asansol)।

লোকসভা উপনির্বাচনের দিন ঘোষণা হতেই আসানসোলে (Asansol Bye Poll 2022) শাসকদল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন ৷ ইতিমধ্যেই উপনির্বাচনে প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণা করেছে তৃণমূল । যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । অন্যদিকে, শহরজুড়ে গুঞ্জন ছড়াচ্ছে লোকসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি । তারপরই এই ঘটনা ৷

Asansol Bye Poll 2022
বারাবনির রাস্তায় পড়ে রয়েছে লিফলেট

বিষয়টি নিয়ে বারাবনি মণ্ডলের বিজেপি সভাপতি সাধন রাউত বলেন, ''এটা তৃণমূলের কাজ । রাজনৈতিক লড়াইয়ে জিততে পারবে না বলে এই ধরনের ঘৃণ্য কাজ করছে । আমাদের জননেতা জিতেন্দ্র তিওয়ারির নামে কুৎসা করছে । তবে ওনারা যাই করে নিন, আমরা তিন লাখ ভোটে জিতছি ।"

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বারাবনির তৃণমূল বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমাদের প্রচুর কাজ আছে । দলের কর্মীরা এখন প্রচার ও দেওয়াল লিখনে ব্যস্ত । আর বিজেপি চিরকাল মিথ্যাচার করে । আমাদের কোনও দরকার পড়েনি কারওর নামে লিফলেট ছড়ানোর ।"

জিতেন্দ্র তিওয়ারিকে প্রার্থী না করার লিফলেট ছড়ানো নিয়ে বিজেপি ও তৃণমূলের বক্তব্য

আরও পড়ুন : Asansol Bye Election 2022 : আসানসোল উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার দেওয়াল লিখন শুরু

Last Updated : Mar 14, 2022, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.