ETV Bharat / state

জমিদাতাদের বিক্ষোভ, বন্ধ অন্ডাল বিমানবন্দরের কাজ - Landlord protests in Andal airport

জমি দিয়ে পাওয়া যায়নি জমি, মেলেনি কাজ । এই অভিযোগে আজ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ করে দিলেন জমিদাতারা ।

agitation at andal airport
অন্ডাল বিমানবন্দরে জমিদাতাদের বিক্ষোভ
author img

By

Published : Jan 27, 2020, 9:09 PM IST

অন্ডাল, 27 জানুয়ারি : জমিদাতাদের বিক্ষোভের জেরে বন্ধ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ । উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিমাননগরী তৈরির জন্য 2009 সালে অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে 11টি মৌজার জমি অধিগ্রহণ করা হয় । জমিদাতাদের দাবি, সেই সময় তাদের এক একর জমির বদলে বিমাননগরীর ভিতরে উন্নত এককাঠা জমি ও বিমানবন্দরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু জমিদাতাদের অভিযোগ, দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও সব প্রতিশ্রুতি পূরণ হয়নি । বারবার অবরোধ, ধরনা করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।

প্রতিশ্রুতি পূরণের দাবিতে আজ সকালে থেকে অন্ডাল, পাঠশাওড়া ও দক্ষিণখণ্ড গ্রামের প্রায় হাজারখানেক জমিদাতা বিমানবন্দরের ভিতরে নির্মীয়মাণ কাজ বন্ধ করে দেন । আজ সকালে বিমানবন্দর এলাকায় কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন জমিদাতারা । জমিদাতাদের হুঁশিয়ারি, এই বিক্ষোভের পরেও যদি কাজ না হয়, তাহলে আগামীদিন রানওয়ে বন্ধ করে বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে । বিমানবন্দরের আবাসন প্রকল্পের জেনারেল ম্যানেজার অংশু কুমার জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ।

অন্ডাল বিমানবন্দরে জমিদাতাদের বিক্ষোভ

ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অন্ডাল বিমানবন্দর । 'সুজালাম দ্য স্কাই সিটি'-র মধ্যে বিমানবন্দর ছাড়াও বেসরকারি হোটেল, রেস্তরাঁ, স্কুল, আইটি পার্ক, কলেজ, শপিং মল, হাসপাতাল, আবাসন ও ছোটো ছোটো কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । জমিদাতাদের বিক্ষোভের জেরে সেই কাজ আপাতত বন্ধ । এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে জমিদাতাদের ক্ষোভ মিটিয়ে ফের বিমানবন্দরের কাজ শুরু করতে পারে ।

অন্ডাল, 27 জানুয়ারি : জমিদাতাদের বিক্ষোভের জেরে বন্ধ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরের উন্নয়নমূলক প্রকল্পের কাজ । উল্লেখ্য, দেশের প্রথম বেসরকারি বিমাননগরী তৈরির জন্য 2009 সালে অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকে 11টি মৌজার জমি অধিগ্রহণ করা হয় । জমিদাতাদের দাবি, সেই সময় তাদের এক একর জমির বদলে বিমাননগরীর ভিতরে উন্নত এককাঠা জমি ও বিমানবন্দরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় । কিন্তু জমিদাতাদের অভিযোগ, দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও সব প্রতিশ্রুতি পূরণ হয়নি । বারবার অবরোধ, ধরনা করেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ ।

প্রতিশ্রুতি পূরণের দাবিতে আজ সকালে থেকে অন্ডাল, পাঠশাওড়া ও দক্ষিণখণ্ড গ্রামের প্রায় হাজারখানেক জমিদাতা বিমানবন্দরের ভিতরে নির্মীয়মাণ কাজ বন্ধ করে দেন । আজ সকালে বিমানবন্দর এলাকায় কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন জমিদাতারা । জমিদাতাদের হুঁশিয়ারি, এই বিক্ষোভের পরেও যদি কাজ না হয়, তাহলে আগামীদিন রানওয়ে বন্ধ করে বিমানবন্দরের সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে । বিমানবন্দরের আবাসন প্রকল্পের জেনারেল ম্যানেজার অংশু কুমার জানিয়েছেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে ।

অন্ডাল বিমানবন্দরে জমিদাতাদের বিক্ষোভ

ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে অন্ডাল বিমানবন্দর । 'সুজালাম দ্য স্কাই সিটি'-র মধ্যে বিমানবন্দর ছাড়াও বেসরকারি হোটেল, রেস্তরাঁ, স্কুল, আইটি পার্ক, কলেজ, শপিং মল, হাসপাতাল, আবাসন ও ছোটো ছোটো কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে । জমিদাতাদের বিক্ষোভের জেরে সেই কাজ আপাতত বন্ধ । এখন দেখার বিষয়, প্রশাসন কীভাবে জমিদাতাদের ক্ষোভ মিটিয়ে ফের বিমানবন্দরের কাজ শুরু করতে পারে ।

Intro:অন্ডাল বিমানবন্দরের ডেভলপমেন্টের কাজ বন্ধ করল জমিদাতা রা ।

অন্ডাল - সোমবার অন্ডাল বিমানবন্দরের ভেতরে আবাসন প্রকল্পসহ সমস্ত কাজ বন্ধ করল ক্ষুব্ধ জমিদাতা রা। জমিদাতা দের দাবি দীর্ঘ দশ বছর আগে তারা বিমানবন্দরের জন্য জমি দিয়েছিলেন এই শর্তে যে,তাদের জমির বিনিময়ে তাদের কে অন্ডাল বিমাননগরীর ভেতরে উন্নত এককাঠা জমি ও বিমান বন্দরে বিভিন্ন কাজে জমিদাতাদের ও এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার কথা বলা হয়। কিন্তু জমিদাতা দের দাবি দীর্ঘ দশ বছরেও তাদের দাবী পূরণ হয়নি। বারবার অবরোধ ধর্না করেও সেভাবে তাদের কাজ হয়নি।
তাই সোমবার সকাল থেকেই অন্ডাল,পাঠশাওড়া ,দক্ষিণখন্ড প্রভৃতি গ্রামের প্রায় হাজারখানেক জমিদাতা বিমান বন্দরের ভেতরের নির্মীয়মাণ কাজ বন্ধ করে দেন। তাদের একটায় দাবি তাদের প্রাপ্য অধিকার তাদেরকে অবিলম্বে দিতে হবে। বিক্ষোভকারীদের মধ্যে এক জমিদাতা দেবাশীষ ঘোষাল জানান,এই বিক্ষোভের পর ও যদি কাজ না হয় আগামীদিনে রানওয়ে বন্ধ করে বিমান বন্দরের সমস্ত পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।আবাসন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান ওই আবাসন প্রকল্পের জেনারেল ম্যানেজার অংশু কুমার। উল্লেখ্য অন্ডালে দেশের মধ্যে প্রথম বেসরকারি বিমাননগরীর জন্য অন্ডাল ও দুর্গাপুর-ফরিদপুর এই দুই ব্লকের ১১ টি মৌজার জমি অধিগ্রহন হয় ২০০৯ সালে।""স্যুজলাম দ্য স্কাই সিটি "" র মধ্যে বিমানবন্দর ছাড়াও বেসরকারি হোটেল,রেঁস্তোরা, স্কুল,আইটি পার্ক,কলেজ,শপিং মল,হাসপাতাল, আবাসন প্রকল্প ছাড়াও ছোট ছোট কলকারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।বিমানবন্দর ইতিমধ্যেই চালু হয়েছে।বহু প্রকল্পের কাজ চলছিল আপাতত সেই কাজ বন্ধ করে দিলেন আশাহত জমিদাতারা।।Body:HConclusion:H
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.