রানিগঞ্জ, 8 সেপ্টেম্বর : অতিবৃষ্টির জেরে আজ ভোরে রানিগঞ্জের শিশু বাগান মোড় সংলগ্ন এলাকায় 60 নম্বর জাতীয় সড়কে ধস নামে ৷ ধসের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে ৷ ঘটনার পর ওই এলাকা ব্যারিকেড করে দেওয়া হয় ৷ ঘটনাস্থানে আসেন আসানসোল পৌরনিগমের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ ৷
স্থানীয় বাসিন্দা মামনি দাস বলেন, "একমাস আগেই এই শিশু বাগান মোড়ে ধস নেমেছিল ৷ আজ একই জায়গায় ফের ধস নামে ৷ আপাতত ভারী যান চলাচল বন্ধ করেছে পুলিশ ৷ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ধস নামছে ৷"
এবিষয়ে দিব্যেন্দু ভগৎ বলেন, "60 নম্বর জাতীয় সড়কের শিশু বাগান মোড়ে এর আগে যখন ধস নেমেছিল তখন তা মেরামত করে দেওয়া হয়েছিল ৷ রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কটি ব্রিটিশ আমলের ৷ রাস্তার নিচে হাইড্রেন তৈরি করা হয়েছিল ৷ গতরাতে হালকা ধসে যায় ৷ আজ ভোর নাগাদ সেই ধস আরও বেড়ে যায় ৷ খুব তাড়াতাড়ি মেরামতির কাজ শুরু হবে ৷"