ETV Bharat / state

কোজাগরীতে 'লক্ষ্মীলাভ' আসানসোলের অভু্ক্ত পরিবারের - দীপক ভট্টাচার্য

অনাহারে দিন কাটানো মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্যর বাড়িতে হই-হই রব ৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়দের সহায়তায় আয়োজন করা হয়েছে লক্ষ্মী পুজোরও ৷ দেওয়া হয়েছে নতুন জামাও ৷ পুরো ব্যাপারটাই তাঁর কাছে স্বপ্নের মতো ৷

আসানসোলের সেই অনাহারে থাকা পরিবারে এলেন লক্ষ্মী
author img

By

Published : Oct 13, 2019, 11:03 PM IST

Updated : Oct 13, 2019, 11:21 PM IST

মহিশিলা, 13 অক্টোবর : অনাহারেই দিন কাটছিল আসানসোলের মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্য ও তাঁর পরিবারের ৷ এই খবর পেয়েই তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্টজন ও স্থানীয়রা ৷ এগিয়ে আসে বেশ কিছু সংগঠনও ৷ 'ব্রাদারহুড' নামে একটি সংগঠন এই বাড়িতে আজ লক্ষ্মীপুজোরও ব্যবস্থা করে দিল৷

বাড়িটা যেন অনেকটাই পরিষ্কার৷ সিঁড়িতে, দরজার চৌকাঠে আঁকা হয়েছে আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ ৷ নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না দীপকের ৷ সবটাই তাঁর কাছে স্বপ্নের মতো ৷

শুক্রবার নিজের অনাহারের কথা জানিয়েছিলেন দীপক ৷ আজ পরনে নতুন জামা ৷ বললেন, ''খুব ভালো লাগছে ৷ এইরকমই যেন থাকতে পারি৷''

দেখুন ভিডিয়ো

বিকেল থেকেই হইচই দীপকের বাড়িতে ৷ ভিড় জমেছে তাঁর বাড়ির সামনে ৷ কারও হাতে লক্ষ্মী প্রতিমা, কারও ফুল, ফল ৷ কেউ বা ধুনুচি নিয়ে আরতির ব্যবস্থা করছেন৷ কেউ বাড়ির চারপাশে আলপনা দিতে ব্যস্ত ৷ ভোল পালটে গেছে মুহূর্তের মধ্যে ৷ উলুধ্বনি, শঙ্খধ্বনিতে কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজনে মেতে উঠেছেন সবাই ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টুঙ্কা ভট্টাচার্য বলেন, "সোশাল মিডিয়া থেকে খবরটা পেয়ে আমরা গতকালই আসি ৷ খাবারের জিনিসপত্র দিয়ে গেছি ৷ মনে হয়েছিল এই বাড়িতে সারা বছর লক্ষ্মী থাকুক ৷ আর সেই কারণেই আজ লক্ষ্মীপুজোর আয়োজন করতে এসেছি আমরা ৷"

দীপক ভট্টাচার্য বলেন, "পাঁচ বছর পর আমার বাড়িতে লক্ষ্মীপুজো হল ৷ বহু মানুষ এসেছেন সাহায্য করতে ৷ অনেক দিনের খাবারের জিনিস আমাদের কাছে রয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর, লোকাল থানার OC-ও এসেছেন ৷ তাঁরাও যথাসাধ্য দিয়ে গিয়েছেন ৷ একটাই আবেদন, এইরকমভাবেই যেন থাকতে পারি ৷"

মহিশিলা, 13 অক্টোবর : অনাহারেই দিন কাটছিল আসানসোলের মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্য ও তাঁর পরিবারের ৷ এই খবর পেয়েই তাঁদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বিশিষ্টজন ও স্থানীয়রা ৷ এগিয়ে আসে বেশ কিছু সংগঠনও ৷ 'ব্রাদারহুড' নামে একটি সংগঠন এই বাড়িতে আজ লক্ষ্মীপুজোরও ব্যবস্থা করে দিল৷

বাড়িটা যেন অনেকটাই পরিষ্কার৷ সিঁড়িতে, দরজার চৌকাঠে আঁকা হয়েছে আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ ৷ নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না দীপকের ৷ সবটাই তাঁর কাছে স্বপ্নের মতো ৷

শুক্রবার নিজের অনাহারের কথা জানিয়েছিলেন দীপক ৷ আজ পরনে নতুন জামা ৷ বললেন, ''খুব ভালো লাগছে ৷ এইরকমই যেন থাকতে পারি৷''

দেখুন ভিডিয়ো

বিকেল থেকেই হইচই দীপকের বাড়িতে ৷ ভিড় জমেছে তাঁর বাড়ির সামনে ৷ কারও হাতে লক্ষ্মী প্রতিমা, কারও ফুল, ফল ৷ কেউ বা ধুনুচি নিয়ে আরতির ব্যবস্থা করছেন৷ কেউ বাড়ির চারপাশে আলপনা দিতে ব্যস্ত ৷ ভোল পালটে গেছে মুহূর্তের মধ্যে ৷ উলুধ্বনি, শঙ্খধ্বনিতে কোজাগরী লক্ষ্মীপূজার আয়োজনে মেতে উঠেছেন সবাই ৷

স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে টুঙ্কা ভট্টাচার্য বলেন, "সোশাল মিডিয়া থেকে খবরটা পেয়ে আমরা গতকালই আসি ৷ খাবারের জিনিসপত্র দিয়ে গেছি ৷ মনে হয়েছিল এই বাড়িতে সারা বছর লক্ষ্মী থাকুক ৷ আর সেই কারণেই আজ লক্ষ্মীপুজোর আয়োজন করতে এসেছি আমরা ৷"

দীপক ভট্টাচার্য বলেন, "পাঁচ বছর পর আমার বাড়িতে লক্ষ্মীপুজো হল ৷ বহু মানুষ এসেছেন সাহায্য করতে ৷ অনেক দিনের খাবারের জিনিস আমাদের কাছে রয়েছে ৷ স্থানীয় কাউন্সিলর, লোকাল থানার OC-ও এসেছেন ৷ তাঁরাও যথাসাধ্য দিয়ে গিয়েছেন ৷ একটাই আবেদন, এইরকমভাবেই যেন থাকতে পারি ৷"

Intro:মাত্র দুদিনেই যেন সব পাল্টে গেল। অনাহারে দিন কাটছিল আসানসোলের মহিশিলার বাসিন্দা দীপক ভট্টাচার্য সহ তার পরিবারে বোন ও ভাইজির। এই খবর সামনে আসতেই আসানসোলের বহু সংগঠন বিশিষ্টজন এবং সাধারন মানুষরা ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। আর আজ দেখা গেল এক ভিন্ন চিত্র। আসানসোলের "ব্রাদারহুড" নামে একটি সংগঠন আজ ওই পরিবারে গিয়ে লক্ষ্মী পুজো করল। দীপকবাবুর এতদিনের নোংরা উঠোন পরিষ্কার হল, সেখানে পড়ল আলপনা, লক্ষ্মীর পায়ের ছাপ।
গত পরশুদিন যে দরজার সামনে দাঁড়িয়ে খালি গায়ে নিজের অনাহারের কথা বলেছিলেন দীপক ভট্টাচার্য। আজ সেই দরজাতে দাঁড়িয়েই গায়ের নতুন জামা নতুন লুঙ্গি পড়ে তিনি জানালেন খুব ভালো লাগছে। এইরকমই যেন থাকতে পারি।
বিকেল থেকেই হইচই মহিশিলায় দীপক ভট্টাচার্যের বাড়িতে। একদল মহিলা পুরুষ সেখানে উপস্থিত হলেন। তাদের তাদের সঙ্গে লক্ষ্মী প্রতিমা, ফুল, ফল, ধুনুচি আলপনা দেওয়ার জিনিসপত্র। মুহূর্তে তারা ঘর দীপকবাবুর নোংরা বাড়ি পরিষ্কার করে আলপনা দিতে শুরু করেন। দীপক বাবুর কাছেও বিষয়টি কেমন স্বপ্নের মত লাগছিল। ধীরে ধীরে লক্ষ্মী প্রতিমা সাজানো হয়। ফলমূল কেটে পুজোর আয়োজন করা হয়। তারপর উলুধ্বনি, শঙ্খধ্বনিতে মা লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন সবাই। দীপক ভট্টাচার্য এবং তার ভাইজি অনিতা মা লক্ষীকে ধুনুচি দেখান, প্রদীপের আলোয় আরতি করেন। সংগঠনের পক্ষ থেকে টুঙ্কা ভট্টাচার্য্য জানালেন সোশ্যাল মিডিয়ায় খবর পেয়ে আমরা গতকালই এসেছিলাম। খাবারের জিনিসপত্র দিয়ে গেছি। কিন্তু মনে হয়েছিল এনদের বাড়িতে সারা বছর লক্ষ্মী থাকুক। আর সেই কারণেই আজ লক্ষ্মী পুজোর আয়োজন করতে এসেছি আমরা।
দীপক ভট্টাচার্য জানালেন, ৫ বছর পরে আমার বাড়িতে লক্ষ্মীপূজা হল। বহু মানুষ এসেছেন আমাদের সাহায্য করতে। অনেক দিনের খাবারের জিনিস এখন আমাদের কাছে রয়েছে। স্থানীয় কাউন্সিলর, লোকাল থানার ওসিও এসেছেন। তারাও যথাসাধ্য দিয়ে গিয়েছেন। একটাই আবেদন এই রকম ভাবেই যেন থাকতে পারি।





Body:..


Conclusion:
Last Updated : Oct 13, 2019, 11:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.