ETV Bharat / state

School Situation in Kanksa: কাঁকসায় একটি ক্লাসরুমে চলছে পাঁচ শ্রেণির পঠন-পাঠন, সমস্যায় পড়ুয়ারা - একটি ক্লাস রুমে চলছে পাঁচটি শ্রেণির পঠন পাঠন

পাঁচটি শ্রেণির পঠন-পাঠনের ভরসা একটি কক্ষ ৷ জঙ্গলমহলের পড়ুয়াদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা (School Situation in Kanksa) ৷

Lack of class rooms in school
শ্রেণিকক্ষের অভাব
author img

By

Published : Mar 16, 2023, 7:18 PM IST

একটি ক্লাস রুমে চলছে পাঁচটি শ্রেণির পঠন-পাঠন

দুর্গাপুর, 16 মার্চ: স্কুল আছে, শিক্ষক আছে, পড়ুয়াও আছে, কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ । পাঁচটি শ্রেণির এখন ভরসা বলতে একটাই ক্লাসঘর । ছবিটি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের । এই বিদ্যালয়ের বেশ কিছুটা অংশ ভাঙা পড়েছে অজয় নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণের কাজের জন্য। যার জেরে এখন পাঁচটি শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে নিয়ে পঠন-পাঠন চালানোয় চরম সম্যসার মুখে পড়তে হচ্ছে শিক্ষকদের ৷ পাশাপাশি শ্রেণিকক্ষে গাদাগাদি করে গরমের মধ্যে পড়াশুনা করতে অস্বস্তি বোধ করছে পড়ুয়ারাও । ওই বিদ্যালয়ে বর্তমানে রয়েছে 23 জন পড়ুয়া । রয়েছেন 2 জন স্থায়ী শিক্ষক (Lack of class rooms for students in Kanksa school) ।

সরকারের কাছে শ্রেণিকক্ষ ও আরও শিক্ষকের আবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ অসীমকুমার দে দাবি করেন, "অজয়ের স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বিদ্যালয়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে । সেই জন্য সমস্ত শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে নিয়েই পঠন-পাঠন করাতে হচ্ছে । এর ফলে কিছুটা সমস্যা হচ্ছে পড়ুয়াদেরও ।" যদিও বিষয়টি নিয়ে শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলেও তাঁর দাবি ।

Lack of class rooms for students
ব্রিজ নির্মাণের জেরে ভাঙা পড়েছে স্কুলের অংশ

অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে সেভাবে পঠন-পাঠন হয় না । বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই । তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ব্রিজ নির্মাণের জন্য কিছুটা সমস্যা হচ্ছে । সেই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে । বর্তমান রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বহু পরিবর্তন আনার কথা বলেছে । কিন্তু কাঁকসার জঙ্গলমহলে একটি ক্লাসরুমে দু'জন শিক্ষক একসঙ্গেই পাঁচটি শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে পড়ানোর এই ছবি যেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার দৈন্যদশাকে ফুটিয়ে তুলছে ।

Lack of class rooms for students
সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম জানান, তাঁরা ইতিমধ্যেই খবর পেয়েছেন অজয়ের উপর নতুন সেতু নির্মাণের জন্য বিদবিহার অঞ্চলের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে । সেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ-সহ বিদ্যালয়কে নতুন করে সাজিয়ে তোলার জন্য তাঁরা সরকারিভাবে চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি । খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও নিখিল ডোম আশ্বাস দেন ।

Lack of class rooms for students
কাঁকসায় একটি ক্লাস রুমে চলছে পাঁচটি শ্রেণির পঠন-পাঠন

অভিভাবক ধরমি রুইদাস বলেন, "একটা ক্লাসরুমে আলাদা আলাদা শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে পড়াশুনা হয় না । আমরা তাই আবেদন জানাচ্ছি বারবার যাতে করে আলাদা আলাদা ক্লাসরুমে তাদেরকে পড়ানো হয় । এরকম সমস্যা আজ প্রায় পাঁচ বছর ধরে চলছে ।" কিন্তু অভিভাবকরা বলবেন কাকে? সবাই এই দুরবস্থার কথা জেনেও কার্যত দায় এড়াচ্ছেন বলে তাদের অভিযোগ । যখন রাজ্য সরগরম শিক্ষক দুর্নীতি নিয়ে, তারই মধ্যে শিক্ষা ব্যবস্থার এই ছবিতে নিন্দার ঝড়় উঠেছে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে ৷

আরও পড়ুন: 50 পড়ুয়ার স্কুলে একজন শিক্ষক, নাজেহাল হেডমাস্টার

একটি ক্লাস রুমে চলছে পাঁচটি শ্রেণির পঠন-পাঠন

দুর্গাপুর, 16 মার্চ: স্কুল আছে, শিক্ষক আছে, পড়ুয়াও আছে, কিন্তু নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ । পাঁচটি শ্রেণির এখন ভরসা বলতে একটাই ক্লাসঘর । ছবিটি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের । এই বিদ্যালয়ের বেশ কিছুটা অংশ ভাঙা পড়েছে অজয় নদীর উপর স্থায়ী ব্রিজ নির্মাণের কাজের জন্য। যার জেরে এখন পাঁচটি শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে নিয়ে পঠন-পাঠন চালানোয় চরম সম্যসার মুখে পড়তে হচ্ছে শিক্ষকদের ৷ পাশাপাশি শ্রেণিকক্ষে গাদাগাদি করে গরমের মধ্যে পড়াশুনা করতে অস্বস্তি বোধ করছে পড়ুয়ারাও । ওই বিদ্যালয়ে বর্তমানে রয়েছে 23 জন পড়ুয়া । রয়েছেন 2 জন স্থায়ী শিক্ষক (Lack of class rooms for students in Kanksa school) ।

সরকারের কাছে শ্রেণিকক্ষ ও আরও শিক্ষকের আবেদন করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ৷ অসীমকুমার দে দাবি করেন, "অজয়ের স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বিদ্যালয়ের বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে । সেই জন্য সমস্ত শ্রেণির পড়ুয়াদের একসঙ্গে নিয়েই পঠন-পাঠন করাতে হচ্ছে । এর ফলে কিছুটা সমস্যা হচ্ছে পড়ুয়াদেরও ।" যদিও বিষয়টি নিয়ে শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলেও তাঁর দাবি ।

Lack of class rooms for students
ব্রিজ নির্মাণের জেরে ভাঙা পড়েছে স্কুলের অংশ

অন্যদিকে অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে সেভাবে পঠন-পাঠন হয় না । বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক নেই । তৃণমূলের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ব্রিজ নির্মাণের জন্য কিছুটা সমস্যা হচ্ছে । সেই সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে । বর্তমান রাজ্য সরকার আদিবাসী সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য বহু পরিবর্তন আনার কথা বলেছে । কিন্তু কাঁকসার জঙ্গলমহলে একটি ক্লাসরুমে দু'জন শিক্ষক একসঙ্গেই পাঁচটি শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে পড়ানোর এই ছবি যেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার দৈন্যদশাকে ফুটিয়ে তুলছে ।

Lack of class rooms for students
সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের

কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি নিখিল ডোম জানান, তাঁরা ইতিমধ্যেই খবর পেয়েছেন অজয়ের উপর নতুন সেতু নির্মাণের জন্য বিদবিহার অঞ্চলের একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে । সেই বিদ্যালয়ের প্রাচীর নির্মাণ-সহ বিদ্যালয়কে নতুন করে সাজিয়ে তোলার জন্য তাঁরা সরকারিভাবে চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি । খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও নিখিল ডোম আশ্বাস দেন ।

Lack of class rooms for students
কাঁকসায় একটি ক্লাস রুমে চলছে পাঁচটি শ্রেণির পঠন-পাঠন

অভিভাবক ধরমি রুইদাস বলেন, "একটা ক্লাসরুমে আলাদা আলাদা শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে পড়াশুনা হয় না । আমরা তাই আবেদন জানাচ্ছি বারবার যাতে করে আলাদা আলাদা ক্লাসরুমে তাদেরকে পড়ানো হয় । এরকম সমস্যা আজ প্রায় পাঁচ বছর ধরে চলছে ।" কিন্তু অভিভাবকরা বলবেন কাকে? সবাই এই দুরবস্থার কথা জেনেও কার্যত দায় এড়াচ্ছেন বলে তাদের অভিযোগ । যখন রাজ্য সরগরম শিক্ষক দুর্নীতি নিয়ে, তারই মধ্যে শিক্ষা ব্যবস্থার এই ছবিতে নিন্দার ঝড়় উঠেছে পশ্চিম বর্ধমান জেলাজুড়ে ৷

আরও পড়ুন: 50 পড়ুয়ার স্কুলে একজন শিক্ষক, নাজেহাল হেডমাস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.