ETV Bharat / state

জামুরিয়ার কারখানায় গলা লোহা ছিটকে আহত 6 শ্রমিক, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত 1 - labours are injured in an accident

Industrial Accident in Iron Factory: জামুরিয়ায় একটি বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে আহত 6 শ্রমিক ৷ এদিনই ওই কারখানার আরও এক শ্রমিক কিশোর কেশরি(42) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷ ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ৷

Industrial Accident in Iron Factory
বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে আহত 6 শ্রমিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 15, 2023, 4:42 PM IST

Updated : Dec 15, 2023, 4:51 PM IST

বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে আহত 6 শ্রমিক

জামুরিয়া, 15 ডিসেম্বর : কারখানায় গরম লোহা ছিটকে ঝলসে গেল 6 শ্রমিক । তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন 2 শ্রমিক । বাকিরা রানীগঞ্জে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন । শুক্রবার ভোররাতে জামুরিয়ার ইকরা শিল্প তালুকের একটি বেসরকারি লোহা কারখানার ঘটনা ৷ অপরদিকে এদিনই ওই কারখানার আরও এক শ্রমিক কিশোর কেশরি(42) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গেই কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে তরল লোহা টব থেকে শ্রমিকদের উপর ছিটকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিভাগীয় তদন্তও শুরু হয়েছে । ঘটনার পরে আহত শ্রমিকদের প্রথমে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । অন্যদিকে এই দুর্ঘটনা ও মৃত্যুর খবর জানাজানি হতেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। শুক্রবার দুপুরে কারখানায় পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা প্রেমপাল সিং। অগ্নিমিত্রাকে কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে তৃণমূল নেতা প্রেমপাল সিং-য়ের বিরুদ্ধে ।

এদিনই কারখানার মধ্যে অন্য একটি বিভাগে কাজ করার সময়ে অসুস্থ হয়ে পড়েন আরও এক শ্রমিক কিশোর কেশরি (42) ৷ তাঁর পেসমেকার বসানো ছিল । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । যদিও শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পাল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন । ঘটনা প্রসঙ্গেই অগ্নিমিত্রা পাল বলেন, "এই কারখানায় অতীতেও দুর্ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনবার এই ঘটনা ঘটল। এখানে শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে ।" জামুড়িয়ার ওই কারখানার প্রেসিডেন্ট নিরঞ্জন গৌরিসোরিয়া বলেন, "দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করেছে । শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গে এই দুর্ঘটনার সম্পর্ক নেই । এটি একটি পৃথক ঘটনা ৷ ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।

আরও পড়ুন:

  1. বড়জোড়ার কারখানায় মঙ্গলবারের দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের, সংকটজনক আরও তিন
  2. বাঁকুড়ার বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে বিপত্তি, দগ্ধ 15 শ্রমিক
  3. মিজোরামে নিহত শ্রমিকের পরিবারের হাতে রেলের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যপাল

বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে পড়ে আহত 6 শ্রমিক

জামুরিয়া, 15 ডিসেম্বর : কারখানায় গরম লোহা ছিটকে ঝলসে গেল 6 শ্রমিক । তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন 2 শ্রমিক । বাকিরা রানীগঞ্জে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন । শুক্রবার ভোররাতে জামুরিয়ার ইকরা শিল্প তালুকের একটি বেসরকারি লোহা কারখানার ঘটনা ৷ অপরদিকে এদিনই ওই কারখানার আরও এক শ্রমিক কিশোর কেশরি(42) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গেই কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে তরল লোহা টব থেকে শ্রমিকদের উপর ছিটকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ বিভাগীয় তদন্তও শুরু হয়েছে । ঘটনার পরে আহত শ্রমিকদের প্রথমে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । পরে দু’জনের অবস্থার অবনতি হওয়ায় তাদের দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । অন্যদিকে এই দুর্ঘটনা ও মৃত্যুর খবর জানাজানি হতেই রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। শুক্রবার দুপুরে কারখানায় পৌঁছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা প্রেমপাল সিং। অগ্নিমিত্রাকে কারখানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিংয়ের ছেলে তৃণমূল নেতা প্রেমপাল সিং-য়ের বিরুদ্ধে ।

এদিনই কারখানার মধ্যে অন্য একটি বিভাগে কাজ করার সময়ে অসুস্থ হয়ে পড়েন আরও এক শ্রমিক কিশোর কেশরি (42) ৷ তাঁর পেসমেকার বসানো ছিল । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে । যদিও শেষ পর্যন্ত অগ্নিমিত্রা পাল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন । ঘটনা প্রসঙ্গেই অগ্নিমিত্রা পাল বলেন, "এই কারখানায় অতীতেও দুর্ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনবার এই ঘটনা ঘটল। এখানে শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে ।" জামুড়িয়ার ওই কারখানার প্রেসিডেন্ট নিরঞ্জন গৌরিসোরিয়া বলেন, "দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যবস্থা কারখানা কর্তৃপক্ষ করেছে । শ্রমিকের মৃত্যুর ঘটনার সঙ্গে এই দুর্ঘটনার সম্পর্ক নেই । এটি একটি পৃথক ঘটনা ৷ ওই শ্রমিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ।

আরও পড়ুন:

  1. বড়জোড়ার কারখানায় মঙ্গলবারের দুর্ঘটনায় মৃত্যু দুই শ্রমিকের, সংকটজনক আরও তিন
  2. বাঁকুড়ার বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে বিপত্তি, দগ্ধ 15 শ্রমিক
  3. মিজোরামে নিহত শ্রমিকের পরিবারের হাতে রেলের তরফে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যপাল
Last Updated : Dec 15, 2023, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.