ETV Bharat / state

গেটে ঝুলছে কারখানা বন্ধের নোটিস, বিক্ষোভ শ্রমিকদের - Ranigunj

আগাম কোনও নোটিস ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হল রানিগঞ্জের একটি বেসরকারি কারখানা ৷ যার ফলে কর্মহীন প্রায় 70 জন শ্রমিক ৷ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে শ্রমিকরা ৷

Ranigunj
বিক্ষোভ শ্রমিকদের
author img

By

Published : Jul 29, 2020, 4:32 PM IST

রানিগঞ্জ, 29 জুলাই : লকডাউনের মধ্যে গেটে ঝোলানো হল কারখানা বন্ধ করার নোটিস ৷ যার ফলে কর্মহীন হয় 70 জন শ্রমিক ৷ সকালে শ্রমিকরা সেই নোটিস দেখার পর থেকেই বিক্ষোভ শুরু করে ৷ রানিগঞ্জের বক্তানগর এলাকার একটি বেসরকারি কারখানার ঘটনা ৷

শ্রমিকরা জানায়, গত 4 মাস ধরে বকেয়া বেতন দিচ্ছিল না কর্তৃপক্ষ ৷ তাই লকডাউনে সমস্যায় পড়তে হয়ে তাঁদের ৷ অবশেষে গতকাল তাঁরা বকেয়া বেতনের দাবিতে কারখানা কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ জানায়, খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে বকেয়া বেতন ৷ এর পর আগাম কোনও খবর না দিয়েই আজ সকালে কারখানার গেটে একটি নোটিস লাগানো হয় ৷ যাতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা ৷ নোটিস দেখার পর থেকেই কারখানা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা ৷

Ranigunj
কারখানায় নোটিস

এক শ্রমিক সুবল সূত্রধর বলেন, "শ্রমিকদের আগে থেকে না জানিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ ৷ 70 জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছি ৷ মালিকের সঙ্গে যোগাযোগ করেছি ৷ ওরা জানিয়েছে, এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা ৷" এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

রানিগঞ্জ, 29 জুলাই : লকডাউনের মধ্যে গেটে ঝোলানো হল কারখানা বন্ধ করার নোটিস ৷ যার ফলে কর্মহীন হয় 70 জন শ্রমিক ৷ সকালে শ্রমিকরা সেই নোটিস দেখার পর থেকেই বিক্ষোভ শুরু করে ৷ রানিগঞ্জের বক্তানগর এলাকার একটি বেসরকারি কারখানার ঘটনা ৷

শ্রমিকরা জানায়, গত 4 মাস ধরে বকেয়া বেতন দিচ্ছিল না কর্তৃপক্ষ ৷ তাই লকডাউনে সমস্যায় পড়তে হয়ে তাঁদের ৷ অবশেষে গতকাল তাঁরা বকেয়া বেতনের দাবিতে কারখানা কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ বিক্ষোভের মুখে পড়ে কর্তৃপক্ষ জানায়, খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে বকেয়া বেতন ৷ এর পর আগাম কোনও খবর না দিয়েই আজ সকালে কারখানার গেটে একটি নোটিস লাগানো হয় ৷ যাতে বলা হয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা ৷ নোটিস দেখার পর থেকেই কারখানা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা ৷

Ranigunj
কারখানায় নোটিস

এক শ্রমিক সুবল সূত্রধর বলেন, "শ্রমিকদের আগে থেকে না জানিয়েই কারখানা বন্ধ করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ ৷ 70 জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছি ৷ মালিকের সঙ্গে যোগাযোগ করেছি ৷ ওরা জানিয়েছে, এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কারখানা ৷" এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.