আসানসোল, 24 জুন : আবারও বিতর্কে তৃণমূলের কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য ৷ ভাইরাল হয়েছে সেই বক্তব্য। 21 জুলাই শহীদ দিবস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আসানসোলের জনসভার প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার কুলটিতে একটি কর্মিসভা ছিল। সেই সভায় তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আসানসোলের নেতাদের নিয়ে উদ্দেশ্যে কড়া বার্তা দেন কুলটির ব্লক সভাপতি বিমান আচার্য। পাশাপাশি 21 জুলাই লোক নিয়ে যেতে না পারলে 'শাস্তির' হুমকি দেন কাউন্সিলরদেরও (Kulti tmc leader in controversy) ৷
কুলটি ব্লক সভাপতি বিমান আচার্য ওই কর্মিসভায় বলেন, "আজ যদি আমি আর উজ্জ্বলদা মিলে থাকি, তাহলে আসানসোলের নেতারা ঠান্ডা হয়ে যাবে। দু‘জন যদি এক হয়ে যাই, ওদের চিন্তাভাবনা করতে হবে।" এরপরই প্রশ্ন উঠেছে তবে কি কুলটিতে এক হচ্ছে উজ্জ্বল-বিমান দুই শিবির। চিরকালই গোষ্ঠীদ্বন্দ্ব লেগে থাকে দুই শিবিরে। এবার কি তবে মিলে যাচ্ছেন দু'জনে? পাশাপাশি তৃণমূলের আসানসোল লবিকে কীসের হুঁশিয়ারি দিলেন বিমান আচার্য, তা নিয়ে প্রশ্ন উঠছে। অপরদিকে 21 জুলাই লোক নিয়ে যাওয়া নিয়ে বিমান আচার্য বলেন "21 জুলাই লোক নিয়ে যাওয়াতে কুলটি প্রথম হবে । প্রতি ওয়ার্ডে দু’টো করে বাস যদি দেওয়া হয়, দশ-বিশটা লোকে হবে না । বাসটা ভর্তি করতে হবে । আমরা তদন্ত করব কে খাটছে আর কে খাটছে না । যদি দেখি কেউ খাটছে না, বা কোনও ওয়ার্ডে দেওয়াল লিখন হয়নি, তাহলে সেই ওয়ার্ড শাস্তি পাবে । সেই ওয়ার্ডের কাউন্সিলর যাতে কোনও কাজ না পায় সেই চেষ্টা করব।" এই বক্তব্য ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয় ৷ যদিও পরক্ষণেই ভোল বদলান বিমান আচার্য ।
আরও পড়ুন : জলের বদলে বিষ দেওয়ার হুমকি! ধুলিয়ানে তৃণমূল নেতার মন্তব্যে বিতর্ক
আসানসোলের নেতৃত্ব মলয় ঘটক ও বিমান আচার্যের নাম মুখে এনে বলেন, "আসানসোলের কিছু চুনোপুঁটি নেতা প্রসঙ্গে বলেছি । মলয় ঘটক বা বিধান উপাধ্যায়কে না-মানলে দলে থাকার কোনও অধিকার নেই আমার।" পাশাপাশি কাউন্সিলরদের হুমকি প্রসঙ্গে বিমান বাবু বলেন, "কাউন্সিলরদের চাপে রাখতেই তিনি এ কথা বলেছেন ।" বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে বলেন, "গোটা রাজ্যে তৃণমূলের দুটো লবি কাজ করছে । দেখুন এক্ষেত্রেও সেরকম কিছু ঘটেছে কি না । এতদিন তৃণমূল সাধারণ মানুষকে হুমকি দিয়ে এসেছে, এখন নিজের দলের লোককেই হুমকি দিচ্ছে ।"