কুলটি, 29 অক্টোবর : কারখানায় বড় বড় লরি আসছে-যাচ্ছে ৷ ধুলো উড়ছে ৷ দূষণের চাদরে মুড়েছে কুলটি ৷ স্থানীয়দের অভিযোগ, বার বার বলা সত্ত্বেও কারখানার মালিকরা রাস্তায় জল ছেটায় না ৷ তারই প্রতিবাদে আজ স্থানীয়রা পথে নামলেন ৷ তাঁরা কুলটি থানার কদভিটা এলাকায় রাস্তা অবরোধ করেন ৷ প্রায় ঘণ্টা চারেক ধরে চলে অবরোধ ৷ স্থানীয়দের দাবি, কারখানা কর্তৃপক্ষকে রাস্তায় অন্তত তিনবার জল ছেটাতে হবে ৷
এদিকে রাস্তা অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে কুলটি থানার পুলিশ আসে ৷ অবশেষে পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন ৷ স্থানীয়দের হুঁশিয়ারি, আগামী দিনে রাস্তায় যদি জল না দেওয়া হয় তবে লরিগুলির কারখানায় আসার পথ বন্ধ করে দেওয়া হবে ৷
কুলটির কদভিটা অঞ্চলে শিল্পতালুক গড়ে উঠেছিল বেশ কয়েকবছর আগে । বেশ কয়েকটি কারখানা রয়েছে ওই এলাকায় । কারখানাগুলির কাঁচামাল নিয়ে আসার জন্য কিংবা কারখানাগুলিতে উৎপাদিত জিনিস সরবরাহের জন্য প্রত্যহ ভারী ভারী লরি চলাচল করে কদভিটার রাস্তা দিয়ে । ফলে, প্রচণ্ড ধুলো ওড়ে রাস্তায় । মানুষজনের বসবাস করা দায় হয়ে উঠেছিল । এর আগে প্রতিবাদ জানালে কারখানা কর্তৃপক্ষ জল ছিটিয়ে ধুলো কমানোর কথা জানিয়েছিল । কিন্তু মাসখানেক জল ছেটানোর পর তা বন্ধ করে দেয় । সম্প্রতি ফের একই দূষণের সমস্যায় ভুগছেন বাসিন্দারা ।