ETV Bharat / state

Kulti road block :জলের পাইপ সারানোর দাবিতে পথ অবরোধ কুলটিতে - রাস্তা অবরোধ কুলটিতে

জলের পাইপ সারানোর দাবিতে পথ অবরোধ কুলটির রানিসায়ের এলাকায় ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও, পাইপ সারাই না হলে ফের অবরোধের পথে হাঁটার হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷

kulti road block
পাইপ ফেটে পানীয় জলে দূষন, প্রতিবাদে ইসিএলের পরিবহন বন্ধ
author img

By

Published : Sep 24, 2021, 7:16 PM IST

আসানসোল, 24 সেপ্টেম্বর : দীর্ঘদিন হল কুলটির রানিসায়ের এলাকায় ইস্কো বাইপাস রাস্তার উপর পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে । আর সেই পাইপ দিয়ে দূষিত পদার্থ মিশছে পানীয় জলে । এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । কিন্তু জলের পাইপ সারানোর দাবিতে বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কিছুই লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের । পাইপ সারানোর দাবিতে তাই বাধ্য হয়ে শুক্রবার পথ অবরোধে নামেন রানিসায়েরের স্থানীয় আদিবাসী পাড়ার বাসিন্দারা । তাঁদের দাবি, পাইপ না সারালে রাস্তা অবরোধ চলবে ।

কুলটিতে ইস্কো বাইপাস রাস্তার পাশেই রানিসায়ের আদিবাসী পাড়া । অভিযোগ, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি পানীয় জলের পাইপ ফাটা অবস্থায় রয়েছে । সেখান থেকে প্রতিদিন রাস্তার উপর জমা হচ্ছে প্রচুর পরিমাণে জল । আদিবাসী পাড়া ছাড়াও ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ওই পাইপ দিয়েই পানীয় জল সরবরাহ হয় । ফলে জলের পাইপ ফেটে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, ফেটে যাওয়া পাইপ দিয়ে পানীয় জলে দূষিত পদার্থ মিশছে । এমনকি কীটপতঙ্গও বেরোচ্ছে টাইম কল দিয়ে । অবিলম্বে পাইপ না সারালে এলাকায় বড় ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর ।

আরও পড়ুন : Malda Lynching: বন্যাত্রাণে দুর্নীতি! তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের, আক্রান্ত পুলিশও

তাই দ্রুত পাইপ সারানোর দাবিতে এদিন রাস্তা অবরোধ করেন আদিবাসী পাড়ার বাসিন্দারা । মূলত ইসিএলের ভারি গাড়ি চলাচলের জন্য এই পাইপ ফেটে পড়ে আছে বলে তাঁদের দাবি । আর তাই এদিন ইসিএলের কোলিয়ারি যাওয়ার রাস্তা অবরোধ করে দেওয়া হয় । বন্ধ করে দেওয়া হয় ইসিএলের পরিবহণ । দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলার পর কুলটি থানার পুলিশ আসে এলাকায় । পুলিশ বাসিন্দাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ যদিও বাসিন্দাদের দাবি, দ্রুত পাইপ সারাই না হলে ফের অবরোধের পথে হাঁটবেন তাঁরা ।

আসানসোল, 24 সেপ্টেম্বর : দীর্ঘদিন হল কুলটির রানিসায়ের এলাকায় ইস্কো বাইপাস রাস্তার উপর পানীয় জলের পাইপ ফেটে গিয়েছে । আর সেই পাইপ দিয়ে দূষিত পদার্থ মিশছে পানীয় জলে । এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । কিন্তু জলের পাইপ সারানোর দাবিতে বারবার প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কিছুই লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের । পাইপ সারানোর দাবিতে তাই বাধ্য হয়ে শুক্রবার পথ অবরোধে নামেন রানিসায়েরের স্থানীয় আদিবাসী পাড়ার বাসিন্দারা । তাঁদের দাবি, পাইপ না সারালে রাস্তা অবরোধ চলবে ।

কুলটিতে ইস্কো বাইপাস রাস্তার পাশেই রানিসায়ের আদিবাসী পাড়া । অভিযোগ, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরেই একটি পানীয় জলের পাইপ ফাটা অবস্থায় রয়েছে । সেখান থেকে প্রতিদিন রাস্তার উপর জমা হচ্ছে প্রচুর পরিমাণে জল । আদিবাসী পাড়া ছাড়াও ওই এলাকার বিস্তীর্ণ অঞ্চলে ওই পাইপ দিয়েই পানীয় জল সরবরাহ হয় । ফলে জলের পাইপ ফেটে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, ফেটে যাওয়া পাইপ দিয়ে পানীয় জলে দূষিত পদার্থ মিশছে । এমনকি কীটপতঙ্গও বেরোচ্ছে টাইম কল দিয়ে । অবিলম্বে পাইপ না সারালে এলাকায় বড় ধরনের রোগ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর ।

আরও পড়ুন : Malda Lynching: বন্যাত্রাণে দুর্নীতি! তৃণমূল নেতাকে গণপ্রহার গ্রামবাসীদের, আক্রান্ত পুলিশও

তাই দ্রুত পাইপ সারানোর দাবিতে এদিন রাস্তা অবরোধ করেন আদিবাসী পাড়ার বাসিন্দারা । মূলত ইসিএলের ভারি গাড়ি চলাচলের জন্য এই পাইপ ফেটে পড়ে আছে বলে তাঁদের দাবি । আর তাই এদিন ইসিএলের কোলিয়ারি যাওয়ার রাস্তা অবরোধ করে দেওয়া হয় । বন্ধ করে দেওয়া হয় ইসিএলের পরিবহণ । দীর্ঘক্ষণ ধরে এই অবরোধ চলার পর কুলটি থানার পুলিশ আসে এলাকায় । পুলিশ বাসিন্দাদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা ৷ যদিও বাসিন্দাদের দাবি, দ্রুত পাইপ সারাই না হলে ফের অবরোধের পথে হাঁটবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.