ETV Bharat / state

Durga Puja 2023: শিল্প দূষণের জেরে রং হারাচ্ছে কাশফুল! - Kash Flowers losing its white color

Kash Flowers: দিনে দিনে বাড়ছে শিল্প দূষণ ৷ কালো ধোঁয়ায় ঢাকছে চারিদিক ৷ এর জেরে আগমনীর বার্তা বহনকারী কাশফুল হারাচ্ছে তার শ্বেতশুভ্র রং ৷

Kash Flowers
কাশফুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 7:56 PM IST

শিল্প দূষণের জেরে কাশফুল হারাচ্ছে শ্বেতশুভ্র রং

দুর্গাপুর, 14 অক্টোবর: শরতের আগমন মানেই প্রকৃতিতে সাজ সাজ রব । জলাশয় ভরতি পদ্মফুল, শিউলির স্নিগ্ধ গন্ধে ম ম চারিদিক ৷ নীল আকাশের মাঝেই শ্বেত শুভ্র কাশফুলের মৃদুমন্দ বাতাসের তালে তালে নেচে ওঠা ৷ প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য্য আগমনীর বার্তাকে বহন করে চলেছে যুগের পর যুগ ধরে । তবে বর্তমানে বদল ঘটছে সেই চিত্রেরই ৷ প্রকৃতির মোহময়ী রূপে আজ থাবা বসিয়েছে আধুনিক যন্ত্র সভ্যতার কালা ধোঁয়া । নগরায়নের জেরে ভরাট হয়েছে জলাশয় ৷ উঁচু উঁচু ইমারতের আড়ালে অনেকটাই অদৃশ্যমান হয়ে গিয়েছে নীল আকাশ ৷ শিউলির সুবাস বড় একটা মেলে না আর আজ ৷ অন্যদিকে শিল্প দূষণের করাল গ্রাসে শুভ্র কাশফুল হারিয়েছে তার গাত্রবর্ণ ।

শুধু তাই নয়, কাশফুলের গায়ে চড়া রোদ পড়লেই তার উজ্জ্বল রুপোলি রুপ ফুটে উঠত । সবকিছুই এখন ঢাকা পড়ে গিয়েছে শিল্প দূষণের কালো ধোঁয়ায় । আসানসোল দুর্গাপুর-সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চলে দামোদর এবং অজয় নদের তীরবর্তী অঞ্চলগুলিতে শরৎ এলেই সাদা কাশফুলের মেলা দেখা দিত । আজ ঘন জনবসতির কারণে এসব ফাঁকা অঞ্চল হয়ে গিয়েছে দখল । অল্প যা কিছু জায়গা ফাঁকা সেখানেও কাশের গায়ে লেগেছে কালো ধোঁয়ার দাগ । দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "একেবারে বাস্তব সত্য কথা । কাশফুল ক্রমশ তার গাত্রবর্ণ হারিয়েছে শিল্পাঞ্চলে । এটা অত্যন্ত দুঃখজনক । আমরা ছোটবেলায় সাদা কাশফুল দেখেছি ৷ তবে এখন দুর্গাপুরে আর সেরকম সাদা কাশফুল দেখতে পাওয়া যায় না । শিল্প দূষণের জেরে কাশফুলের রং হারিয়েছে । এই দিকটা আমাদের সবার নজর দেওয়ার সময় এসেছে । "

আরও পড়ুন: হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করাবে 'চালতা বাগান সর্বজনীন'

এক দিকে শত কল কারখানার ভিড়ে আজ কাশফুল হারিয়েছে তার প্রকৃত রং । অন্যদিকে অকালেই ঝরে যাচ্ছে কাশের সাদা অংশটুকু । দুর্গাপুরের বাসিন্দা কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, "শিল্পের বিরোধিতা আমরা করিনি । শিল্প চাই, সঙ্গে কাশফুলও চাই । অনেক কলকারখানা দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ করে রাখছে । সেই কারণেই দূষণ মারাত্মকভাবে প্রভাব ফেলছে মানব জীবন থেকে প্রকৃতির ওপরেও । এবার এই দিকটা সবার ভেবে দেখার সময় এসেছে । "

শিল্প দূষণের জেরে কাশফুল হারাচ্ছে শ্বেতশুভ্র রং

দুর্গাপুর, 14 অক্টোবর: শরতের আগমন মানেই প্রকৃতিতে সাজ সাজ রব । জলাশয় ভরতি পদ্মফুল, শিউলির স্নিগ্ধ গন্ধে ম ম চারিদিক ৷ নীল আকাশের মাঝেই শ্বেত শুভ্র কাশফুলের মৃদুমন্দ বাতাসের তালে তালে নেচে ওঠা ৷ প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য্য আগমনীর বার্তাকে বহন করে চলেছে যুগের পর যুগ ধরে । তবে বর্তমানে বদল ঘটছে সেই চিত্রেরই ৷ প্রকৃতির মোহময়ী রূপে আজ থাবা বসিয়েছে আধুনিক যন্ত্র সভ্যতার কালা ধোঁয়া । নগরায়নের জেরে ভরাট হয়েছে জলাশয় ৷ উঁচু উঁচু ইমারতের আড়ালে অনেকটাই অদৃশ্যমান হয়ে গিয়েছে নীল আকাশ ৷ শিউলির সুবাস বড় একটা মেলে না আর আজ ৷ অন্যদিকে শিল্প দূষণের করাল গ্রাসে শুভ্র কাশফুল হারিয়েছে তার গাত্রবর্ণ ।

শুধু তাই নয়, কাশফুলের গায়ে চড়া রোদ পড়লেই তার উজ্জ্বল রুপোলি রুপ ফুটে উঠত । সবকিছুই এখন ঢাকা পড়ে গিয়েছে শিল্প দূষণের কালো ধোঁয়ায় । আসানসোল দুর্গাপুর-সহ বিস্তীর্ণ শিল্পাঞ্চলে দামোদর এবং অজয় নদের তীরবর্তী অঞ্চলগুলিতে শরৎ এলেই সাদা কাশফুলের মেলা দেখা দিত । আজ ঘন জনবসতির কারণে এসব ফাঁকা অঞ্চল হয়ে গিয়েছে দখল । অল্প যা কিছু জায়গা ফাঁকা সেখানেও কাশের গায়ে লেগেছে কালো ধোঁয়ার দাগ । দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, "একেবারে বাস্তব সত্য কথা । কাশফুল ক্রমশ তার গাত্রবর্ণ হারিয়েছে শিল্পাঞ্চলে । এটা অত্যন্ত দুঃখজনক । আমরা ছোটবেলায় সাদা কাশফুল দেখেছি ৷ তবে এখন দুর্গাপুরে আর সেরকম সাদা কাশফুল দেখতে পাওয়া যায় না । শিল্প দূষণের জেরে কাশফুলের রং হারিয়েছে । এই দিকটা আমাদের সবার নজর দেওয়ার সময় এসেছে । "

আরও পড়ুন: হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্রের সঙ্গে পরিচয় করাবে 'চালতা বাগান সর্বজনীন'

এক দিকে শত কল কারখানার ভিড়ে আজ কাশফুল হারিয়েছে তার প্রকৃত রং । অন্যদিকে অকালেই ঝরে যাচ্ছে কাশের সাদা অংশটুকু । দুর্গাপুরের বাসিন্দা কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, "শিল্পের বিরোধিতা আমরা করিনি । শিল্প চাই, সঙ্গে কাশফুলও চাই । অনেক কলকারখানা দূষণ নিয়ন্ত্রণের যন্ত্র বন্ধ করে রাখছে । সেই কারণেই দূষণ মারাত্মকভাবে প্রভাব ফেলছে মানব জীবন থেকে প্রকৃতির ওপরেও । এবার এই দিকটা সবার ভেবে দেখার সময় এসেছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.