ETV Bharat / state

'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির

দুর্গাপুরের কমলপুরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসাধীন প্রায় 50 জন ৷ এই পরিস্থিতিতেও এলাকায় দেখা যায়নি দুর্গাপুর নগরনিগমের মেয়র দিলীপ অগস্থিকে ৷ আজ শাসকদলের উদ্যোগে বসানো মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ সেখান থেকেই ফোনে দুর্গাপুরের মেয়রকে বকেন জিতেন্দ্র ৷

'অমানবিক', দুর্গাপুরের মেয়রকে ফোনেই বকাঝকা জিতেন্দ্র তিওয়ারির
author img

By

Published : Aug 18, 2019, 9:50 PM IST

Updated : Aug 18, 2019, 11:06 PM IST

দুর্গাপুর, 18 অগাস্ট : দুর্গাপুরে ডায়ারিয়া আক্রান্তদের জন্য তৈরি মেডিকেল ক্যাম্পে গেছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ কিন্তু দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে এলাকায় দেখা যায়নি ৷ ক্যাম্পে গিয়ে জিতেন্দ্র জানতে পারেন দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে কোনও মেডিকেল ক্যাম্প বসানো হয়নি ৷ এরপরই তিনি মেয়রকে ফোন করেন ৷ বকাঝকাও করেন ৷

আরও পড়ুন : এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

দুর্গাপুরের কমলপুরের ওয়াশিং প্লটে ডায়ারিয়ার আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসাধীন প্রায় 50 জন ৷ এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ জিতেন্দ্র এলাকায় গিয়ে প্রথমে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারিকে ফোন করেন ৷ এরপর দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে ফোন করেন ৷ বলেন, "দু'জন মানুষ মারা যাওয়ার পরও আপনি অমানবিক কথা বলছেন । এখানে আগামীকাল থেকে মেডিকেল ক্যাম্প বসাবেন ?" এরপর কিছু দূরে গিয়ে আরও উত্তেজিত হতে দেখা যায় আসানসোলের মেয়রকে ৷ সেখানে উপস্থিত জনতা তাঁর কাছে অভিযোগ করেন, দুর্গাপুরের মেয়র তাঁদের দেখলেই বস্তিবাসী বলে সম্বোধন করেন ৷ অপমান করেন ৷ সাধারণ মানুষের পাশাপাশি দিলীপ অগস্থির বিরুদ্ধে এলাকার কাউন্সিলরদেরও ক্ষোভ বাড়ছে বলে খবর ৷

আরও পড়ুন : দুর্গাপুরে ডায়ারিয়ার প্রকোপ; মৃত 2, অসুস্থ 50

যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এখানে নগরনিগমের সবাই রয়েছেন ৷ মেয়র এলেই যে সবাই সুস্থ হয়ে যাবে তা নয় ৷ তিনি তো চিকিৎসক নন ৷"

দুর্গাপুর, 18 অগাস্ট : দুর্গাপুরে ডায়ারিয়া আক্রান্তদের জন্য তৈরি মেডিকেল ক্যাম্পে গেছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ কিন্তু দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে এলাকায় দেখা যায়নি ৷ ক্যাম্পে গিয়ে জিতেন্দ্র জানতে পারেন দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে কোনও মেডিকেল ক্যাম্প বসানো হয়নি ৷ এরপরই তিনি মেয়রকে ফোন করেন ৷ বকাঝকাও করেন ৷

আরও পড়ুন : এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী

দুর্গাপুরের কমলপুরের ওয়াশিং প্লটে ডায়ারিয়ার আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসাধীন প্রায় 50 জন ৷ এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ জিতেন্দ্র এলাকায় গিয়ে প্রথমে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারিকে ফোন করেন ৷ এরপর দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে ফোন করেন ৷ বলেন, "দু'জন মানুষ মারা যাওয়ার পরও আপনি অমানবিক কথা বলছেন । এখানে আগামীকাল থেকে মেডিকেল ক্যাম্প বসাবেন ?" এরপর কিছু দূরে গিয়ে আরও উত্তেজিত হতে দেখা যায় আসানসোলের মেয়রকে ৷ সেখানে উপস্থিত জনতা তাঁর কাছে অভিযোগ করেন, দুর্গাপুরের মেয়র তাঁদের দেখলেই বস্তিবাসী বলে সম্বোধন করেন ৷ অপমান করেন ৷ সাধারণ মানুষের পাশাপাশি দিলীপ অগস্থির বিরুদ্ধে এলাকার কাউন্সিলরদেরও ক্ষোভ বাড়ছে বলে খবর ৷

আরও পড়ুন : দুর্গাপুরে ডায়ারিয়ার প্রকোপ; মৃত 2, অসুস্থ 50

যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এখানে নগরনিগমের সবাই রয়েছেন ৷ মেয়র এলেই যে সবাই সুস্থ হয়ে যাবে তা নয় ৷ তিনি তো চিকিৎসক নন ৷"

Intro:দুর্গাপুরের কমলপুরের ওয়াশিং প্লটে ডায়রিয়ার প্রকোপ এ এখনো পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে, আক্রান্ত আরো কম বেশি 50 জন। যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলার জন্য শাসক দলের পক্ষ থেকে আজ সকাল থেকেই আসরে নামেন উত্তম মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। দুর্গাপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা সরকার সহ, দুর্গাপুর পুরনিগমের বেশ কয়েকজন মেয়র পরিষদ সদস্য এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষদের সাথে যোগাযোগ করেন। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এই এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের মহকুমা শাসক অনির্বাণ কোলে এবং বিকালের দিকে ওয়াসিং প্লটে আসেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। তিনি এসে শোনেন দুর্গাপুর পুর নিগমের পক্ষ থেকে কোনও মেডিকেল ক্যাম্প এখানে করা হয়নি। এরপরে তিনি ফোনে ধরেন দুর্গাপুর পুর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পরিষদ সদস্য রাখি তিওয়ারি কে। তারপর তিনি দুর্গাপুর পুরসভার জলদপ্তরের মেয়র পারিষদ সদস্য পবিত্র চ্যাটার্জিকে দুর্গাপুর পুর নিগমের মেয়র দিলীপ অগস্থিকে ধরার কথা বলেন। এরপর শুরু হয় দুই মেয়র এর উত্তপ্ত বাক্যবিনিময়। জিতেন্দ্র তিওয়ারি দুর্গাপুর পুর নিগমের মেয়র পরিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়ের ফোন থেকে দুর্গাপুরের মেয়রের সঙ্গে যখন কথা বলছিলেন হঠাৎ দেখা জীতেন্দ্র তিওয়ারি উত্তেজিত হয়ে ওঠেন এবং দুর্গাপুরের মেয়র এমন কিছু কথা বলেন যা শোনা মাত্রই জীতেন্দ্র তিওয়ারি বলে ওঠেন ""দুটো মানুষ যেখানে মারা গেছে। আপনি সেখানে অমানবিক কথা বলছেন। আপনাকে আমি বলছি এখানে আপনি মেডিকেল ক্যাম্প বসাবেন এবং আগামী কাল থেকে বসাবেন।"" এতক্ষন ফোনে এই উত্তপ্ত বাক্যবিনিময় উপস্থিত জনতা এবং দুর্গাপুর পুরসভার এম আই সি ও কাউন্সিলরদের সামনেই চলছিল।হটাৎ জীতেন্দ্র তিওয়ারি কে ক্ষিপ্ত হয়ে উঠে একটু দূরে একান্তে যেতে দেখা যায়।সেখানেও বেশ তপ্ত হয়েই জীতেন্দ্র তিওয়ারি কে ফোনে কথা বলতে দেখা যায়।তিনি ফের ফোনে কথা বলতে বলতেই ফিরে আসেন সবার মাঝে।ওই প্রান্ত থেকে দূর্গাপুরের মেয়র কি বলছিলেন তা শোনা না গেলেও তিনি যে জিতেন্দ্র তিওয়ারি র সাথে কথা বলছেন এটা বুঝতে পারেননি বলেই তিনি জিতেন্দ্র তিওয়ারি কে জানান। সেই সময় জিতেন্দ্র তিওয়ারি আরও ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন ""ফোন যেই করুন আপনার কর্তব্য আপনাকে করতে হবে এবং আপনি তার জন্য দায়বদ্ধ।"" উপস্থিত জনতার সামনে জিতেন্দ্র তিওয়ারি কে দেখা গেল রুদ্রমূর্তিতে কথা বলতে দুর্গাপুর পুরো নিগমের মেয়র এর সাথে। যা শুনে স্থানীয় জনতা এমনকি টিএমসি কর্মীরাও দুর্গাপুর পুরসভার মেয়র এর বিরুদ্ধে বলে উঠলেন,"" উনি তো আমাদেরকে দেখলেই বলেন বস্তিবাসী। উনি আমাদের কে অপমান করেন।"" পরে সাংবাদিকদের এই বিষয়ক প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি এড়িয়ে গিয়ে বলেন পুরসভার সবাই এখানে আছেন। মেয়র এলেই যে সবাই সুস্থ হয়ে যাবে তা তো নয়। তিনি তো তার চিকিৎসক নন। ""কিন্তু আসানসোলের মেয়র যায় বলুন না কেন দুর্গাপুরের মেয়রের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দুর্গাপুর পুরো নিগমের কাউন্সিলরদের এবং তার পাশাপাশি বেশ কিছু এলাকার মানুষ যে ক্ষুব্ধ মেয়র কিছু কথা বার্তায় তা আজ পরিস্কার হলো।।Body:গConclusion:গ
Last Updated : Aug 18, 2019, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.