দুর্গাপুর, 18 অগাস্ট : দুর্গাপুরে ডায়ারিয়া আক্রান্তদের জন্য তৈরি মেডিকেল ক্যাম্পে গেছিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ কিন্তু দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে এলাকায় দেখা যায়নি ৷ ক্যাম্পে গিয়ে জিতেন্দ্র জানতে পারেন দুর্গাপুর নগরনিগমের পক্ষ থেকে কোনও মেডিকেল ক্যাম্প বসানো হয়নি ৷ এরপরই তিনি মেয়রকে ফোন করেন ৷ বকাঝকাও করেন ৷
আরও পড়ুন : এলাকা দখলের চেষ্টা, তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী
দুর্গাপুরের কমলপুরের ওয়াশিং প্লটে ডায়ারিয়ার আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে ৷ চিকিৎসাধীন প্রায় 50 জন ৷ এই অবস্থায় আজ শাসকদলের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প বসানো হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক অনির্বাণ কোলে ও আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ জিতেন্দ্র এলাকায় গিয়ে প্রথমে স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারিকে ফোন করেন ৷ এরপর দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে ফোন করেন ৷ বলেন, "দু'জন মানুষ মারা যাওয়ার পরও আপনি অমানবিক কথা বলছেন । এখানে আগামীকাল থেকে মেডিকেল ক্যাম্প বসাবেন ?" এরপর কিছু দূরে গিয়ে আরও উত্তেজিত হতে দেখা যায় আসানসোলের মেয়রকে ৷ সেখানে উপস্থিত জনতা তাঁর কাছে অভিযোগ করেন, দুর্গাপুরের মেয়র তাঁদের দেখলেই বস্তিবাসী বলে সম্বোধন করেন ৷ অপমান করেন ৷ সাধারণ মানুষের পাশাপাশি দিলীপ অগস্থির বিরুদ্ধে এলাকার কাউন্সিলরদেরও ক্ষোভ বাড়ছে বলে খবর ৷
আরও পড়ুন : দুর্গাপুরে ডায়ারিয়ার প্রকোপ; মৃত 2, অসুস্থ 50
যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এখানে নগরনিগমের সবাই রয়েছেন ৷ মেয়র এলেই যে সবাই সুস্থ হয়ে যাবে তা নয় ৷ তিনি তো চিকিৎসক নন ৷"