ETV Bharat / state

জল্পনা বাড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি গেলেন কলকাতা - Asansol TMC

জল্পনা বাড়িয়ে জিতেন্দ্র তিওয়ারি গেলেন কলকাতা । আবারও কি রাজ্য রাজনীতিতে আসতে চলেছে পরিবর্তন ? সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

Jitendra Tiwari
Jitendra Tiwari
author img

By

Published : Dec 23, 2020, 5:24 PM IST

আসানসোল, 23 ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের নাটকীয় প্রত্যাবর্তনের পর জিতেন্দ্র তিওয়ারি চুপচাপ ছিলেন । কিন্তু আজ সকাল থেকে ফের সরগরম হয় বাংলার রাজনীতি । জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে মন্তব্য করার জন্য প্রথমে বিজেপি নেতা সায়ন্তন বসু এবং পরে অগ্নিমিত্রা পালকে শোকজ করা হয় দলের তরফে । অন্যদিকে আজই কলকাতায় গেলেন জিতেন্দ্র তেওয়ারি । স্বভাবতই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়ছে তবে কি আবার নতুন কিছু ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে ?

প্রথমে ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি দেওয়া এবং তারপরেই আসানসোল পৌরনিগমের প্রশাসন থেকে ইস্তফা ও দল ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুনরায় নিজের ভুল স্বীকার করে দলে ফিরে আসেন জিতেন্দ্র তিওয়ারি । বাংলার রাজনীতিতে এমন নাটকীয় ঘটনার পর চুপচাপই ছিলেন তিনি । তৃণমূল আর নতুন করে আসানসোল পৌরনিগমের প্রশাসক কিংবা দলের জেলা সভাপতির পদ ফিরিয়ে দেয়নি তাঁকে । পাশাপাশি তাঁর সম্পর্কে ক্ষোভ সৃষ্টি হয়েছিল কর্মীদের মধ্যেও । অন্যদিকে আসানসোলে ফিরে আসার পর নিজের বিধানসভা এলাকায় কিংবা আসানসোল পৌরনিগমে পা রাখতে আর দেখা যায়নি জিতেন্দ্র তিওয়ারিকে । কার্যত নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন । এরই মাঝে জল্পনা বাড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন জিতেন্দ্র তিওয়ারি । যদিও কি কারণে তিনি কলকাতা গিয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি ।

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে মন্তব্য করার জন্য বিজেপি নেতা সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পলকে শোকজ করেছে বিজেপি । একদিকে বিজেপি নেতাদের শোকজ অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির কলকাতা যাওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে । তবে কি দলে হারিয়ে যাওয়া সম্মান ফিরে না পেয়ে বিজেপির দিকেই যেতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি ?আসানসোল পৌরনিগমের প্রশাসক কিংবা তৃণমূলের জেলা সভাপতি কে হবেন তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি । প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায় এবং অশোক রুদ্র । জেলা সভাপতি করা হতে পারেন হরে রাম সিংকে ।

আসানসোল, 23 ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের নাটকীয় প্রত্যাবর্তনের পর জিতেন্দ্র তিওয়ারি চুপচাপ ছিলেন । কিন্তু আজ সকাল থেকে ফের সরগরম হয় বাংলার রাজনীতি । জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে মন্তব্য করার জন্য প্রথমে বিজেপি নেতা সায়ন্তন বসু এবং পরে অগ্নিমিত্রা পালকে শোকজ করা হয় দলের তরফে । অন্যদিকে আজই কলকাতায় গেলেন জিতেন্দ্র তেওয়ারি । স্বভাবতই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়ছে তবে কি আবার নতুন কিছু ঘটতে চলেছে বাংলার রাজনীতিতে ?

প্রথমে ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি দেওয়া এবং তারপরেই আসানসোল পৌরনিগমের প্রশাসন থেকে ইস্তফা ও দল ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি । কিন্তু 24 ঘন্টার মধ্যেই পুনরায় নিজের ভুল স্বীকার করে দলে ফিরে আসেন জিতেন্দ্র তিওয়ারি । বাংলার রাজনীতিতে এমন নাটকীয় ঘটনার পর চুপচাপই ছিলেন তিনি । তৃণমূল আর নতুন করে আসানসোল পৌরনিগমের প্রশাসক কিংবা দলের জেলা সভাপতির পদ ফিরিয়ে দেয়নি তাঁকে । পাশাপাশি তাঁর সম্পর্কে ক্ষোভ সৃষ্টি হয়েছিল কর্মীদের মধ্যেও । অন্যদিকে আসানসোলে ফিরে আসার পর নিজের বিধানসভা এলাকায় কিংবা আসানসোল পৌরনিগমে পা রাখতে আর দেখা যায়নি জিতেন্দ্র তিওয়ারিকে । কার্যত নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন । এরই মাঝে জল্পনা বাড়িয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন জিতেন্দ্র তিওয়ারি । যদিও কি কারণে তিনি কলকাতা গিয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি ।

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি সম্পর্কে মন্তব্য করার জন্য বিজেপি নেতা সায়ন্তন বসু এবং অগ্নিমিত্রা পলকে শোকজ করেছে বিজেপি । একদিকে বিজেপি নেতাদের শোকজ অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারির কলকাতা যাওয়া নতুন করে জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে । তবে কি দলে হারিয়ে যাওয়া সম্মান ফিরে না পেয়ে বিজেপির দিকেই যেতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি ?আসানসোল পৌরনিগমের প্রশাসক কিংবা তৃণমূলের জেলা সভাপতি কে হবেন তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি । প্রশাসক হওয়ার দৌড়ে রয়েছেন তাপস বন্দ্যোপাধ্যায়, অমরনাথ চট্টোপাধ্যায় এবং অশোক রুদ্র । জেলা সভাপতি করা হতে পারেন হরে রাম সিংকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.