ETV Bharat / state

বাবুলকে ছাড়ব না, দেখাব আসল পুরুষ কে : জিতেন্দ্র - babul suprio

মুনমুন সেনের হয়ে প্রচারে গিয়ে বাবুল সুপ্রিয়কে পালটা আক্রমণ করলেন জিতেন্দ্র তিওয়ারি। ভোটের দিন বাবুলের অপমানের জবাব দেবেন বলেও হুঁশিয়ারি দেন।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Apr 6, 2019, 4:42 AM IST

Updated : Apr 6, 2019, 5:28 AM IST

পাণ্ডবেশ্বর, 6 এপ্রিল : "29 তারিখ মে বাবুল কো দিখা দেনা হ্যায় কে আসলি মর্দ কা বাচ্চা কউন হ্যায় (29 তারিখ বাবুলকে দেখাতে হবে আসল পুরুষ কে)।" গতকাল বাবুলকে আক্রমণ করে একথা বললেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে কটাক্ষ করে কিছুদিন আগে বাবুল বলেছিলেন, "মর্দ কা বাচ্চা নেহি হ্যায়।" সেই বক্তব্যেরই পালটা দেন জিতেন্দ্র।

এবিষয়ে গতকাল একটি সভায় জিতেন্দ্র বলেন, "কয়েক মাস আগে বাবুল সুপ্রিয় আমাকে আক্রমণ করে বলেছিলেন, জিতেন্দ্র তিওয়ারি মর্দ কা বাচ্চা নেহি হ্যায়। এই অপমান শুধু আমার একার নয়, আপনারা যারা আমাকে নির্বাচিত করেছিলেন অপমান তাঁদেরও।" এরপরই বাবুলকে আক্রমণ করে তিনি বলেন, "যারা বাবুল সুপ্রিয়র ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের বলব জুয়া, সাট্টা এগুলো বাবুলের ঘরে গিয়েই খেলুন। এখানে এসব চলবে না।"

দেখুন ভিডিয়ো

মুনমুন সেনের হয়ে গতকাল প্রচারে বেরোন জিতেন্দ্র। বাবুলের এই মন্তব্যের পর রাজ্যে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তারপরই বলেন, "আমাদের এখানে যেসব নেতারা আছে তাদের বলছি একসাথে কাজ করুন। এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। কারণ এটা শুধুমাত্র নির্বাচন নয়, এটা আমার অপমানেরও বদলা। এখানে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে আমরা তাদের ছাড়ব না, ছাড়ব না বাবুলকেও। উনি মাফিয়াদের নিয়ে যদি এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে কাউকে ছাড়া হবে না।"

পাণ্ডবেশ্বর, 6 এপ্রিল : "29 তারিখ মে বাবুল কো দিখা দেনা হ্যায় কে আসলি মর্দ কা বাচ্চা কউন হ্যায় (29 তারিখ বাবুলকে দেখাতে হবে আসল পুরুষ কে)।" গতকাল বাবুলকে আক্রমণ করে একথা বললেন জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে কটাক্ষ করে কিছুদিন আগে বাবুল বলেছিলেন, "মর্দ কা বাচ্চা নেহি হ্যায়।" সেই বক্তব্যেরই পালটা দেন জিতেন্দ্র।

এবিষয়ে গতকাল একটি সভায় জিতেন্দ্র বলেন, "কয়েক মাস আগে বাবুল সুপ্রিয় আমাকে আক্রমণ করে বলেছিলেন, জিতেন্দ্র তিওয়ারি মর্দ কা বাচ্চা নেহি হ্যায়। এই অপমান শুধু আমার একার নয়, আপনারা যারা আমাকে নির্বাচিত করেছিলেন অপমান তাঁদেরও।" এরপরই বাবুলকে আক্রমণ করে তিনি বলেন, "যারা বাবুল সুপ্রিয়র ঝান্ডা নিয়ে ঘুরছে তাদের বলব জুয়া, সাট্টা এগুলো বাবুলের ঘরে গিয়েই খেলুন। এখানে এসব চলবে না।"

দেখুন ভিডিয়ো

মুনমুন সেনের হয়ে গতকাল প্রচারে বেরোন জিতেন্দ্র। বাবুলের এই মন্তব্যের পর রাজ্যে গণতন্ত্র বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তারপরই বলেন, "আমাদের এখানে যেসব নেতারা আছে তাদের বলছি একসাথে কাজ করুন। এক ইঞ্চিও জায়গা ছাড়া যাবে না। কারণ এটা শুধুমাত্র নির্বাচন নয়, এটা আমার অপমানেরও বদলা। এখানে কেউ অশান্তি ছড়ানোর চেষ্টা করলে আমরা তাদের ছাড়ব না, ছাড়ব না বাবুলকেও। উনি মাফিয়াদের নিয়ে যদি এখানে অশান্তি ছড়ানোর চেষ্টা করেন, তাহলে কাউকে ছাড়া হবে না।"

Intro:বর্ধমান-দুর্গাপুর এই লোকসভা কেন্দ্রে নির্বাচন আগামী 29 শে এপ্রিল। তার আগে আগামী 9 ই এপ্রিল এই কেন্দ্রের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অথচ রাজ্যের 40 টি আসনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও এখনো পর্যন্ত বর্ধমান-দুর্গাপুর এবং পুরুলিয়া এই দুই কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম এখনো পর্যন্ত ঘোষণা করা হলো না।হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকী এই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের। আর তার আগে এখনও বিজেপি র প্রার্থীর নাম না ঘোষনার পিছনে কি তাহলে রয়েছে বিরাট এক সারপ্রাইজ? আপাতত দুটি আসনে প্রার্থী দেয়নি বিজেপি।বর্ধমান-দুর্গাপুর এবং পুরুলিয়া।পুরুলিয়া তে সম্ভাব্য কংগ্রেস এর এক বিধায়ক দল ছেড়ে প্রার্থী হতে চলেছেন।তাহলে প্রশ্ন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাহলে কে হচ্ছেন বিজেপি প্রার্থী? এরাজ্যের ২০২১ র বিধানসভা কে পাখির চোখ করে এক ঢিলে দুই পাখি মারার প্রচেষ্টা চালাতেই কি তাহলে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে বিরাট চমক দিতে চলেছে গেরুয়া শিবির?বিজেপির পক্ষ থেকে অবশ্য এর আগেও ২০১৪ র লোকসভা নির্বাচনেও চমক দিয়ে গুজরাট ছেড়ে নরেন্দ্রভাই দামোদরদাস মোদী কে বারাণসী থেকে প্রার্থী করা হয়।আর বলা বাহুল্য উত্তরপ্রদেশ জুড়ে মোদী ওয়েভ ছড়িয়ে পড়ে।মোদীম্যাজিকের সুফল শুধু ২০১৪ র লোকসভাতেই পায়নি বিজেপি। তারপরে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনেও বিজেপি ক্ষমতা দখল করেছে।তাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে পাকাপাকিভাবে থাবা বসাতে উত্তরপ্রদেশের বারানসী মডেল এর মতই কি পন্থা অবলম্বন করবে?আর তাতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনেই কি হেভিওয়েট সারপ্রাইজ প্রার্থীর নাম ঘোষনার দিকে এগোচ্ছে গেরুয়াশিবির?এছাড়া এই কেন্দ্রের মূল প্রতিপক্ষ টিএমসি র ডাক্তার মমতাজ সংঘমিতা একবারের সাংসদ হলেও এই লোকসভার অন্তর্ভুক্ত ৭ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি তে শাসকদলের প্রার্থীদের ২০১৬ তে পরাজয় হয়েছে আর বাকী ৫ টি আসনেও শাসকদলের অবস্থান যে খুব শক্ত জায়গায় তাও নয়।তাই এই আসনকেই কি বিজেপি র হেভিওয়েট সারপ্রাইজ প্রার্থীর জন্য সেফসিট বলে পদ্মশিবিরের ভাবনা?। বিজেপি রাজ্যের ৪০ টি আসনে বিজেপি প্রার্থী দিলেও বর্ধমান-দুর্গাপুর ও পুরুলিয়া তে এখন দেয়নি কেন?আগামী ৯ তারিখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।হাতে আর মাত্র ২৪ টা দিন নির্বাচনের জন্য।প্রচারের জন্য পাবেন মাত্র ২০ দিন।তাহলে কি এমন কোনও হেভিওয়েট প্রার্থী অর্থাৎ মোদীর মত প্রার্থী যাকে বাড়ি বাড়ি প্রচারে যেতে হবে না তাই ঘোষনা তে বিলম্ব?একনজরে দেখা নেওয়া যাক বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ২০১৪ র লোকসভা নির্বাচনের ফলাফল।সেবার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী ডাঃ মমতাজ সংঘমিতা পেয়েছিলেন ৫,৫৪,৫২১ টি ভোট।তারপরে সিপিআই(এম) এর প্রার্থী সাইদুল হক পেয়েছিলেন ৪,৪৭,১৯০ টি ভোট এবং বিজেপি র দেবশ্রী চৌধুরী পেয়েছিলেন ২,৩৭,২০৫ টি ভোট।সেবার বিজেপি প্রার্থী সেভাবে এই কেন্দ্রে পরিচিত ছিলেন না।সেইসময় অবিভক্ত বর্ধমান জেলায় বামেরাও শক্তিশালী ছিল অনেকটাই।এখন রাজনৈতিক অবস্থান বদলেছে।বামেদের সরিয়ে এই জেলায় পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে।আর সেই তথ্যকে সামনে রেখেই কি এই কেন্দ্রে বিজেপি এবার হেভিওয়েট প্রার্থী কে সামনে রেখে আসলে গোটা রাজ্যে পদ্ম ফোটাতে মরীয়া?একটা কথা কিন্তু স্পষ্ট।এই কেন্দ্রে নির্বাচনে দেরী আর মাত্র তিনসপ্তাহ।আর এখনও বিজেপি প্রার্থীর নাম জানেন না এই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রায় ১৭ লক্ষ নির্বাচক।আর এই স্বল্প সময়ে বিজেপি র কোনও আনকোরা মুখ আমজনতার দরজায় পৌঁছাতে পারবেন না।তাই কি এমন কাউকে প্রার্থী হিসাবে এই কেন্দ্র থেকে বিজেপি তুলে ধরতে চাই যার নামটা যথেষ্ট ভোটারদের কাছে।অপেক্ষা ঘোষনার জন্য।পদ্মশিবির এই কেন্দ্রে কি চমক দেয় সেটাই দেখার।পশ্চিম বর্ধমান জেলার টিএমসি র কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় স্পষ্ট জানালেন "" কে এমন হেভিওয়েট দাঁড়াবেন আসুন এই কেন্দ্রে।খোদ নরেন্দ্র মোদী আসুন না।আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি যে এই আসনে মানুষ নরেন্দ্র মোদীকেও পরাজিত করে মোক্ষম জবাব দেবেন তার বিগত ৫ বছরের অপশাসনের আর মিথ্যা প্রতিশ্রুতির। "" শেষমেশ দেখার এটাই যে নির্বাচনের একেবারে কাছে এসেও বর্ধমান-দুর্গাপুরে বিজেপি র এখনও পর্যন্ত প্রার্থীর নাম না ঘোষনার পিছনে কি চমক রয়েছে।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 6, 2019, 5:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.