ETV Bharat / state

Jitendra Tewari Tweets on TMC : তৃণমূলের প্রশংসা করে টুইট, বিজেপিতে ‘বেসুরো’ জিতেন্দ্র - তৃণমূলের প্রশংসা করে জিতেন্দ্র তেওয়ারির বেসুরো টুইট

ফের বেসুরো জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari Tweets praising TMC) । সরকারি প্রকল্পের গুণগান করে টুইট । সরকারি প্রকল্পের জন্যই ভোটের ফলাফলে ব্যপক প্রভাব বলে দাবি তাঁর । তৃণমূলের দাবি, বিলম্বিত বোধোদয় হয়েছে জিতেন্দ্রর ।

Jitendra Tewari Tweets prasing Trinamoon Congress work in state
Jitendra Tewari
author img

By

Published : Apr 19, 2022, 8:23 PM IST

আসানসোল, 19 এপ্রিল : সকাল সকাল জিতেন্দ্র তিওয়ারির টুইট নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল । রাজ্য সরকারের প্রকল্পের ব্যপক প্রভাব পড়েছে আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনে । টুইটে এমনই মন্তব্য করেছেন জিতেন্দ্র তিওয়ারি । আর তারপরেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে (BJP leader Jitendra Tiwari tweet about TMC) ।

তবে কী ফের নতুন করে তৃণমূলে ফিরতে চাইছেন জিতেন্দ্র তিওয়ারি ? তৈরি হয়েছে এমন জল্পনাও । জিতেন্দ্র এবিষয়ে আর মুখ খোলেননি । কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি, বিলম্বিত বোধোদয় হয়েছে জিতেন্দ্র তিওয়ারির ।

Jitendra Tewari Tweets prasing Trinamoon Congress work in state
জিতেন্দ্র তিওয়ারির টুইট

আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে বিপুল ভোটে পরাজিত করেছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা । তারপরেই জিতেন্দ্র তিওয়ারির এই টুইট । তাতে তিনি লিখেছেন, "আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের দ্বারা মানুষের কাছে সহজে করছে আর সেই প্রভাব এই ভোটে ব্যাপকভাবে পড়েছে ।"

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

প্রসঙ্গত, এর আগে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছিলেন ৷ তখন তিনি আসানসোলের মেয়র ছিলেন। পরবর্তীকালে তিনি দল ত্যাগ করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি আবার তৃণমূলে ফিরে যান । কিন্তু নাটকীয়ভাবে শেষ পর্যন্ত তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তারপর থেকে বিজেপিতে তেমন কোনও উল্লেখযোগ্য মুখ হয়ে উঠতে পারেননি জিতেন্দ্র তিওয়ারি । নিজে বিধায়ক ভোটে পাণ্ডবেশ্বর পরাজিত হয়েছেন । আসানসোল পৌরনিগম ভোটের দায়িত্ব পেয়েও ফলাফলে বিরাট কিছু করতে পারেননি । যদিও জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি এবং তাঁর অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর হয়েছেন ।

জিতেন্দ্রর টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের বক্তব্য

জিতেন্দ্রর টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, "এসব কথা তো আমরা অনেক দিন ধরেই বলছি । সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই মানুষও সরকারকে ভরসা করে ভোট দিয়েছে ।’’

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি আরও একটি টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন, "গত ভোট পরবর্তী হিংসার কারণে মানুষ ভয় পেয়েছে এবং সেই ভয় থেকেই মানুষ বিরোধীদের ভোট দিতে সাহস পায়নি ।" অনেকের মতে এই টুইট আসলে পূর্ববর্তী টুইটের ব্যালান্স রাখতেই করা ।

এই কথার অবশ্য কটাক্ষ করেছেন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক । তাঁর মতে "কুলটিতে তো বিজেপি ভাল ফলাফল করেছে । তাহলে কুলটির মানুষ ভয় পায়নি । অগ্নিমিত্রা পাল 3 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন । তাহলে ওই তিন লক্ষ মানুষ ভয় পাননি বলেই উনি বলছেন । রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জিতেন্দ্র তেওয়ারির উচিত, এসব মন্তব্য না করা ।" যদিও বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি নিজে ব্যক্তিগতভাবে কিছু জানাতে চাননি ।

আরও পড়ুন: Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

আসানসোল, 19 এপ্রিল : সকাল সকাল জিতেন্দ্র তিওয়ারির টুইট নিয়ে তোলপাড় রাজনৈতিক মহল । রাজ্য সরকারের প্রকল্পের ব্যপক প্রভাব পড়েছে আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনে । টুইটে এমনই মন্তব্য করেছেন জিতেন্দ্র তিওয়ারি । আর তারপরেই রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে (BJP leader Jitendra Tiwari tweet about TMC) ।

তবে কী ফের নতুন করে তৃণমূলে ফিরতে চাইছেন জিতেন্দ্র তিওয়ারি ? তৈরি হয়েছে এমন জল্পনাও । জিতেন্দ্র এবিষয়ে আর মুখ খোলেননি । কিন্তু তৃণমূল নেতৃত্বের দাবি, বিলম্বিত বোধোদয় হয়েছে জিতেন্দ্র তিওয়ারির ।

Jitendra Tewari Tweets prasing Trinamoon Congress work in state
জিতেন্দ্র তিওয়ারির টুইট

আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে বিপুল ভোটে পরাজিত করেছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা । তারপরেই জিতেন্দ্র তিওয়ারির এই টুইট । তাতে তিনি লিখেছেন, "আমার ব্যক্তিগত অভিমত লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী-সহ অন্যান্য প্রকল্পগুলি দুয়ারে সরকার ক্যাম্পের দ্বারা মানুষের কাছে সহজে করছে আর সেই প্রভাব এই ভোটে ব্যাপকভাবে পড়েছে ।"

আরও পড়ুন: Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

প্রসঙ্গত, এর আগে জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল ছিলেন ৷ তখন তিনি আসানসোলের মেয়র ছিলেন। পরবর্তীকালে তিনি দল ত্যাগ করেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি আবার তৃণমূলে ফিরে যান । কিন্তু নাটকীয়ভাবে শেষ পর্যন্ত তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । তারপর থেকে বিজেপিতে তেমন কোনও উল্লেখযোগ্য মুখ হয়ে উঠতে পারেননি জিতেন্দ্র তিওয়ারি । নিজে বিধায়ক ভোটে পাণ্ডবেশ্বর পরাজিত হয়েছেন । আসানসোল পৌরনিগম ভোটের দায়িত্ব পেয়েও ফলাফলে বিরাট কিছু করতে পারেননি । যদিও জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি এবং তাঁর অনুগামী বেশ কয়েকজন কাউন্সিলর হয়েছেন ।

জিতেন্দ্রর টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের বক্তব্য

জিতেন্দ্রর টুইটের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা তথা আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন, "এসব কথা তো আমরা অনেক দিন ধরেই বলছি । সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে, তাই মানুষও সরকারকে ভরসা করে ভোট দিয়েছে ।’’

অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি আরও একটি টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন, "গত ভোট পরবর্তী হিংসার কারণে মানুষ ভয় পেয়েছে এবং সেই ভয় থেকেই মানুষ বিরোধীদের ভোট দিতে সাহস পায়নি ।" অনেকের মতে এই টুইট আসলে পূর্ববর্তী টুইটের ব্যালান্স রাখতেই করা ।

এই কথার অবশ্য কটাক্ষ করেছেন তৃণমূল নেতা অভিজিৎ ঘটক । তাঁর মতে "কুলটিতে তো বিজেপি ভাল ফলাফল করেছে । তাহলে কুলটির মানুষ ভয় পায়নি । অগ্নিমিত্রা পাল 3 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছেন । তাহলে ওই তিন লক্ষ মানুষ ভয় পাননি বলেই উনি বলছেন । রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জিতেন্দ্র তেওয়ারির উচিত, এসব মন্তব্য না করা ।" যদিও বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারি নিজে ব্যক্তিগতভাবে কিছু জানাতে চাননি ।

আরও পড়ুন: Recover Newborn Baby in Pandaveswar: পাণ্ডবেশ্বরে ঝোপ থেকে মিলল সদ্যোজাত কন্যা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.