ETV Bharat / state

Jitendra on Chaitali Interrogation: জিজ্ঞাসাবাদের নামে পুলিশি হেনস্তায় অসুস্থ চৈতালী, অভিযোগ স্বামী জিতেন্দ্র'র

author img

By

Published : Dec 24, 2022, 5:54 PM IST

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী শনিবার সকালে চৈতালী তিওয়ারিকে (Chaitali Tiwari) বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ ৷ দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি স্বামী জিতেন্দ্রর ৷

ETV Bharat
জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গিয়ে চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ পুলিশের
দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় চৈতালীকে

আসানসোল, 22 ডিসেম্বর: আসানসোলে রাজনৈতিক সমাবেশে কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারির ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার আসানসোলের ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে যায় পুলিশ (Police Intrrogate Chaitali Tiwari) ।

জিজ্ঞাসাবাদের নাম করে প্রায় দু'ঘণ্টা ধরে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে বলে অভিযোগ স্বামী জিতেন্দ্রর (Jitendra Tiwari) । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । তারপরেও কোনও মানবিক রূপ দেখায়নি পুলিশ । দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর চৈতালী আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন । এমনই দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ।

প্রসঙ্গত, গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেন । তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শিবচর্চাকে কেন্দ্র করে বেশ কিছু কম্বল বিতরণেরও পরিকল্পনা ছিল সেদিন । শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতেই কম্বল নিতে হুড়োহুড়ি লাগে মানুষের । তাতেই পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় (Asansol stampede case)।

এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয় । ঘটনায় মৃতদের তালিকায় ছিলেন ঝালি বাউরি নামে একজন ৷ তাঁর ছেলে সুখেন বাউরি চৈতালী তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে । ধৃতদের আটদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।

অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করবার জন্য নোটিশ দিয়েছিল । মঙ্গলবার আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ ৷ কিন্তু তিনি বাড়িতে ছিলেন না । চৈতালি সেসময় কলকাতায় ছিলেন ৷ বাড়ি গিয়ে তাঁর ফ্ল্যাট বন্ধ, তালা ঝুলছে দেখে ফিরে আসে পুলিশ ।

আরও পড়ুন: আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বিজেপির চৈতালীকে, নির্দেশ হাইকোর্টের

এরপরই এফআইআর-এর উপর স্থগিতাদেশ চেয়ে চৈতালি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্ট তাঁকে 21 দিনের রক্ষাকবচ দেয় । আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না আসানসোলের (Asansol) বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারিকে (Chaitali Tiwari)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ।

কিন্তু পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, পুলিশ তদন্তের প্রয়োজনে সোমবার ও শনিবার সকাল 10টা থেকে 12টা অবধি 2 ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করতে পারবে তাঁকে । শুক্রবার রাতে চৈতালি তিওয়ারি নিজের বাড়িতে ফিরেছেন । নির্দেশ মতো শনিবার সকাল পৌনে দশটা নাগাদ জিতেন্দ্রর বাড়িতে পৌঁছন সাতজন পুলিশের প্রতিনিধি দল । এর মধ্যে দু'জন এসিপি র‍্যাংকের পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা বিভাগের আধিকারিক ও মহিলা পুলিশ আধিকারিক ছিলেন । তাঁরা টানা দু'ঘণ্টা ধরে চৈতালিকে একা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন ।

জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা চলে যাওয়ার পথে কিছু মুখ খুলতে চাননি । তবে সাংবাদিকরা যাতে পুলিশ প্রতিনিধি দলের কাছে না যেতে পারে তাই অতি সক্রিয় হয়ে ব্যারিকেড করে আটকে দেয় তাঁদের । পুলিশ চলে যাওয়ার পর নিজের আবাসন থেকে নেমে আসেন জিতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন, "এই জিজ্ঞাসাবাদে চৈতালি আরও অসুস্থ হয়ে পড়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করার নামে কার্যত হেনস্তা করেছে পুলিশ ৷"

আরও পড়ুন: চৈতালী তিওয়ারির বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের

তিনি আরও বলেন, "পুলিশের এই অতি সক্রিয়তাকে ধিক্কার জানাই । তৃণমূল নেতাদের খুশি করতে পুলিশ এমন কাজ করছে । আমার স্ত্রীকে হেনস্তা করা হয়েছে তাতে তৃণমূল নেতারা নিশ্চয়ই খুশি হবেন । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে একজন তদন্তকারী অফিসার আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে আমি জানতাম । কিন্তু সাত জন পুলিশ আধিকারিক গিয়ে টানা দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন আমার স্ত্রী'কে । এমনিতেই অসুস্থ ছিলেন তিনি । এই টানা জিজ্ঞাসাবাদে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন ।"

দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় চৈতালীকে

আসানসোল, 22 ডিসেম্বর: আসানসোলে রাজনৈতিক সমাবেশে কম্বল বিতরণকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে ৷ সেই ঘটনায় নাম জড়িয়েছে বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারির ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শনিবার আসানসোলের ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে যায় পুলিশ (Police Intrrogate Chaitali Tiwari) ।

জিজ্ঞাসাবাদের নাম করে প্রায় দু'ঘণ্টা ধরে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারিকে বলে অভিযোগ স্বামী জিতেন্দ্রর (Jitendra Tiwari) । তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন । তারপরেও কোনও মানবিক রূপ দেখায়নি পুলিশ । দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করার পর চৈতালী আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন । এমনই দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ।

প্রসঙ্গত, গত 14 ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ 27 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালী তিওয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করেন । তিনি ছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শিবচর্চাকে কেন্দ্র করে বেশ কিছু কম্বল বিতরণেরও পরিকল্পনা ছিল সেদিন । শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অনুষ্ঠান স্থল থেকে বেরিয়ে যেতেই কম্বল নিতে হুড়োহুড়ি লাগে মানুষের । তাতেই পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয় (Asansol stampede case)।

এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয় । ঘটনায় মৃতদের তালিকায় ছিলেন ঝালি বাউরি নামে একজন ৷ তাঁর ছেলে সুখেন বাউরি চৈতালী তিওয়ারি, জিতেন্দ্র তিওয়ারি-সহ বেশ কয়েকজনের নামে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে । ধৃতদের আটদিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে ।

অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ চৈতালী তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ করবার জন্য নোটিশ দিয়েছিল । মঙ্গলবার আসানসোলের ভাঙা প্রাচীর এলাকায় ঘনশ্যাম অ্যাপার্টমেন্টে চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে যায় পুলিশ ৷ কিন্তু তিনি বাড়িতে ছিলেন না । চৈতালি সেসময় কলকাতায় ছিলেন ৷ বাড়ি গিয়ে তাঁর ফ্ল্যাট বন্ধ, তালা ঝুলছে দেখে ফিরে আসে পুলিশ ।

আরও পড়ুন: আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না বিজেপির চৈতালীকে, নির্দেশ হাইকোর্টের

এরপরই এফআইআর-এর উপর স্থগিতাদেশ চেয়ে চৈতালি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্ট তাঁকে 21 দিনের রক্ষাকবচ দেয় । আগামী তিন সপ্তাহ পর্যন্ত গ্রেফতার করা যাবে না আসানসোলের (Asansol) বিজেপি নেত্রী চৈতালী তিওয়ারিকে (Chaitali Tiwari)। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ।

কিন্তু পাশাপাশি হাইকোর্ট নির্দেশ দেয়, পুলিশ তদন্তের প্রয়োজনে সোমবার ও শনিবার সকাল 10টা থেকে 12টা অবধি 2 ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করতে পারবে তাঁকে । শুক্রবার রাতে চৈতালি তিওয়ারি নিজের বাড়িতে ফিরেছেন । নির্দেশ মতো শনিবার সকাল পৌনে দশটা নাগাদ জিতেন্দ্রর বাড়িতে পৌঁছন সাতজন পুলিশের প্রতিনিধি দল । এর মধ্যে দু'জন এসিপি র‍্যাংকের পুলিশ আধিকারিক এবং গোয়েন্দা বিভাগের আধিকারিক ও মহিলা পুলিশ আধিকারিক ছিলেন । তাঁরা টানা দু'ঘণ্টা ধরে চৈতালিকে একা জিজ্ঞাসাবাদ করেছেন বলে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন ।

জিজ্ঞাসাবাদ করে পুলিশ আধিকারিকরা চলে যাওয়ার পথে কিছু মুখ খুলতে চাননি । তবে সাংবাদিকরা যাতে পুলিশ প্রতিনিধি দলের কাছে না যেতে পারে তাই অতি সক্রিয় হয়ে ব্যারিকেড করে আটকে দেয় তাঁদের । পুলিশ চলে যাওয়ার পর নিজের আবাসন থেকে নেমে আসেন জিতেন্দ্র তিওয়ারি । তিনি বলেন, "এই জিজ্ঞাসাবাদে চৈতালি আরও অসুস্থ হয়ে পড়েছে । তাঁকে জিজ্ঞাসাবাদ করার নামে কার্যত হেনস্তা করেছে পুলিশ ৷"

আরও পড়ুন: চৈতালী তিওয়ারির বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের

তিনি আরও বলেন, "পুলিশের এই অতি সক্রিয়তাকে ধিক্কার জানাই । তৃণমূল নেতাদের খুশি করতে পুলিশ এমন কাজ করছে । আমার স্ত্রীকে হেনস্তা করা হয়েছে তাতে তৃণমূল নেতারা নিশ্চয়ই খুশি হবেন । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে একজন তদন্তকারী অফিসার আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে আমি জানতাম । কিন্তু সাত জন পুলিশ আধিকারিক গিয়ে টানা দু'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছেন আমার স্ত্রী'কে । এমনিতেই অসুস্থ ছিলেন তিনি । এই টানা জিজ্ঞাসাবাদে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.