আসানসোল, 24 জুন : গত 14 দিন ধরে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে রেখে জেরা করে হিসাব বহির্ভূত সম্পত্তির প্রমাণ কিংবা তথ্য কোনওটাই তেমনভাবে জোগাড় করতে পারেনি সিবিআই (CBI interrogation Anubrata Mandal Bodyguard Saigal Hossain) । শুক্রবার সায়গল হোসেনকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে তোলা হলে তাকে 14 দিনের জেল হেফাজতেই পাঠালেন বিচারক রাজেশ চক্রবর্তী । তবে প্রয়োজনে জেলেও সিবিআই সায়গলকে জেরা করতে পারবে ।
গত 9 জুন গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিল সায়গল হোসেন । তাকে 10 জুন আসানসোল সিবিআই আদালতে তোলা হলে 7 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক । 7 দিন পর 17 জুন তাকে ফের আদালতে তোলা হয় । সেদিন একটি ইলেকট্রিক বিল ছাড়া কিছুই কোর্টে দাখিল করতে পারেনি সিবিআই । অথচ দাবি করা হয় সায়গল হোসেনের হিসাব বহির্ভূত কোটি কোটি টাকার সম্পত্তি আছে । 17 জুনও সায়গলকে আরও 7 দিনের সিবিআই হেফাজতে পাঠান বিচারক । শুক্রবার সেই হেফাজত শেষে ফের সায়গলকে কোর্টে তোলা হয় ।
সায়গল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সায়গল হোসেনের 100 কোটি টাকার সম্পত্তি নাকি রয়েছে । সিবিআই এর তরফেও এমন দাবি কিন্তু করা হয়নি । এই 14 দিন ধরে সিবিআই হেফাজতের পর আমরা আদালতের কাছে বারবার নিশ্চিত হই যে ওনার কাছে একটি ইলেকট্রিকের বিল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে তাকে গ্রেফতারের আগে যে সম্পত্তির খতিয়ান সিবিআই দিয়েছিল সেই সম্পত্তির উৎস এবং ন্যায্যতা আমরা কোর্টে জমা করেছি । সিবিআই যে দাবি করেছিল যে সায়গল হোসেনের এই সম্পত্তির সঙ্গে এনামূল হোসেন কিংবা গরুপাচার কর্মকাণ্ডের একটা যোগ আছে তা সব মিথ্যা । এর সঙ্গে কোনওরকমভাবে সায়গল হোসেনের সম্পত্তির যোগ নেই ।
আরও পড়ুন : অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে সিবিআই হানা, উদ্ধার নথি
অন্যদিকে এনামূল হোসেনের সঙ্গে সায়গল হোসেনের একটি কল লিস্ট পাওয়া গিয়েছে বলে খবর । সেই প্রসঙ্গে সায়গলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানান, এরকম কোনও সিডিআর-এর অস্তিত্ব আছে কি না, আমি জানি না । এসব কেস ডায়েরিতে রয়েছে কি না, তদন্তকারী অফিসাররা বলতে পারবেন । কারণ কেস ডায়েরি দেখার অধিকার আমাদের নেই । তর্কের খাতিরে যদি ধরেও নিই ওনাদের এরকম কোনও কথোপকথন হয়েছিল তাতে কখনই আইনে এটা প্রমাণ হয় না যে, তার সঙ্গে এনামূল হোসেনের কোনও সম্পর্ক আছে । এই সিডিআরের অস্তিত্বকে আমরা চ্যালেঞ্জ করছি । আমরা দাবি করছি, এনামূল হকের সঙ্গে আমাদের ক্লায়েন্টের এই ধরনের কখনও কথোপকথন হয়নি ।
সায়গলের সম্পত্তি নিয়ে অনির্বাণ গুহ ঠাকুরতার দাবি, গ্রেফতারের আগে সায়গলের বাড়িতে যখন তল্লাশি চলে এবং সেই সময় বেশ কিছু সম্পত্তির খতিয়ান পাওয়া যায় । সেই সম্পত্তির মূল্য হয়ত কোটিতেও পৌঁছবে না । কয়েক লাখের মধ্যে থাকবে । সেই সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে আজকে আমরা ব্যাংক লোনের কাগজ বের করেছি এবং সিবিআইয়ের তালিকায় থাকা একটি সম্পত্তি ব্যাংক লোনে কেনা হয়েছে তা আদালতকে জানানো হয়েছে। আদালত সেই নথিতে সন্তুষ্ট হয়েছে ।
আরও পড়ুন : Anubrata Mandal Bodyguard : গরু পাচার মামলায় ফের আদালতে তোলা হল সায়গলকে
দু'দিকের বক্তব্য শোনার পর আসানসোল সিবিআই কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী আগামী 14 দিনের জন্য সায়গল হোসেনকে জেল হেফাজতে পাঠিয়েছেন । তবে জেল হেফাজতে থাকাকালীন সায়গলকে প্রয়োজনে জেরা করতে পারে সিবিআই ।