ETV Bharat / state

জামুড়িয়ার বিধায়ক হয়ে প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন তৃণমূল বিধায়ক হরেরাম সিং - জামুড়িয়ার বিধানসভা কেন্দ্র

দীর্ঘ 44 বছর জামুড়িয়ায় বিধায়ক ছিলেন বাম নেতা ৷ এবার জয়ী হয়েছেন তৃণমূল নেতা হরেরাম সিং ৷ শপথ শেষে জামুড়িয়াবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দিলেন তিনি ৷

তৃণমূল বিধায়ক হরেরাম সিং
তৃণমূল বিধায়ক হরেরাম সিং
author img

By

Published : May 8, 2021, 8:46 AM IST

দুর্গাপুর, ৭ মে : দীর্ঘ ৪৪ বছর জামুড়িয়ার বিধানসভা কেন্দ্রে বাম বিধায়কের পর এই আসনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী ৷ নির্বাচনী প্রচারে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটে জেতার পর সবার প্রথমে এলাকায় পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল তৈরি, শিল্পদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানালেন জামুড়িয়ার টিএমসি বিধায়ক হরেরাম সিং ।

আরো পড়ুন: যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা


শুক্রবার কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জামুড়িয়া ফেরার পথে পানাগড় বাজারে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন বিধায়ক হরেরাম । এদিন বিকেলে তিনি পানাগড় বাজারে আসতেই তাঁকে স্বাগত জানান তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল, কাঁকসা ব্লকের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং-সহ অন্যান্যরা । সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন নব-নির্বাচিত বিধায়ক ।
তিনি বলেন, "গত ১০ বছরে জামুড়িয়াতে উন্নয়নের কাজ হয়েছে, সেই উন্নয়নই তাঁকে এবার ভোটে জয়ী করেছে ।"

এ ছাড়া নির্বাচনী প্রচারে তিনি এবার প্রতিটা বাড়ি ঘুরে এলাকার মানুষের সমস্যার কথা শুনেছিলেন । সেই সমস্ত অভাব পূরণের জন্য তিনি "দিদি"-র সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর অঙ্গীকার করেন ।

দুর্গাপুর, ৭ মে : দীর্ঘ ৪৪ বছর জামুড়িয়ার বিধানসভা কেন্দ্রে বাম বিধায়কের পর এই আসনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী ৷ নির্বাচনী প্রচারে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটে জেতার পর সবার প্রথমে এলাকায় পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল তৈরি, শিল্পদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা জানালেন জামুড়িয়ার টিএমসি বিধায়ক হরেরাম সিং ।

আরো পড়ুন: যোগ দিলেন না বিধায়কদের বৈঠকে, ফের মুকুলকে নিয়ে জল্পনা


শুক্রবার কলকাতায় শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে জামুড়িয়া ফেরার পথে পানাগড় বাজারে তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা করেন বিধায়ক হরেরাম । এদিন বিকেলে তিনি পানাগড় বাজারে আসতেই তাঁকে স্বাগত জানান তৃণমূলের জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল, কাঁকসা ব্লকের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং-সহ অন্যান্যরা । সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন নব-নির্বাচিত বিধায়ক ।
তিনি বলেন, "গত ১০ বছরে জামুড়িয়াতে উন্নয়নের কাজ হয়েছে, সেই উন্নয়নই তাঁকে এবার ভোটে জয়ী করেছে ।"

এ ছাড়া নির্বাচনী প্রচারে তিনি এবার প্রতিটা বাড়ি ঘুরে এলাকার মানুষের সমস্যার কথা শুনেছিলেন । সেই সমস্ত অভাব পূরণের জন্য তিনি "দিদি"-র সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর অঙ্গীকার করেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.