ETV Bharat / state

দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য গাড়ির ব্যবস্থা জামুড়িয়ার BDO-র - blind student

দৃষ্টিহীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে মানবিকতার নজির গড়লেন জামুড়িয়া ব্লক প্রশাসন।

সুনীল বাউরি
author img

By

Published : Feb 26, 2019, 7:39 PM IST

জামুড়িয়া, ২৬ ফেব্রুয়ারি : দৃষ্টিহীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল জামুড়িয়ার BDO। আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুনীল বাউরি। সে জন্ম থেকেই দৃষ্টিহীন। জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসল গ্রামের বাসিন্দা সুনীল। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। এতদিন তার পরিবার পড়াশোনার খরচ বহন করলেও বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে সুনীলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল। এরপর ওই ছাত্রের বাবা জামুড়িয়ার BDO অনুপম চক্রবর্তীকে তাঁদের অসহায়তার কথা জানান। ঘটনার কথা শুনে জামুড়িয়ার BDO ওই ছাত্রের পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেন। যতদিন পর্যন্ত ওই ছাত্রের পরীক্ষা চলবে ততদিন ওই গাড়িটি তার যাতাযাতের জন্য বরাদ্দ থাকবে বলে জানান তিনি।

ধসল গ্রামের বাসিন্দারা বলেন, সুনীল জন্ম থেকে অন্ধ। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। যদি জামুড়িয়ার BDO-র সাহায্য না পেত তাহলে সুনীল উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারত না। তাকে পড়াশোনা ছেড়ে দিতে হত।

এই মানবিকতার ফলে এলাকার পড়ুয়াদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়িয়েছে তুলেছেন জামুড়িয়ার BDO। অন্যদিকে BDO অনুপম চক্রবর্তী বলেন, "একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা না দিতে পারে তাহলে এর চেয়ে বেশি বড় যন্ত্রণা কিছু হয় না। প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো।"

undefined

জামুড়িয়া, ২৬ ফেব্রুয়ারি : দৃষ্টিহীন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল জামুড়িয়ার BDO। আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সুনীল বাউরি। সে জন্ম থেকেই দৃষ্টিহীন। জামুড়িয়ার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের ধসল গ্রামের বাসিন্দা সুনীল। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। এতদিন তার পরিবার পড়াশোনার খরচ বহন করলেও বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে সুনীলকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো তাদের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছিল। এরপর ওই ছাত্রের বাবা জামুড়িয়ার BDO অনুপম চক্রবর্তীকে তাঁদের অসহায়তার কথা জানান। ঘটনার কথা শুনে জামুড়িয়ার BDO ওই ছাত্রের পরীক্ষা দিতে যাওয়ার জন্য একটি গাড়ির ব্যবস্থা করে দেন। যতদিন পর্যন্ত ওই ছাত্রের পরীক্ষা চলবে ততদিন ওই গাড়িটি তার যাতাযাতের জন্য বরাদ্দ থাকবে বলে জানান তিনি।

ধসল গ্রামের বাসিন্দারা বলেন, সুনীল জন্ম থেকে অন্ধ। তাদের আর্থিক অবস্থা ভালো নয়। যদি জামুড়িয়ার BDO-র সাহায্য না পেত তাহলে সুনীল উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারত না। তাকে পড়াশোনা ছেড়ে দিতে হত।

এই মানবিকতার ফলে এলাকার পড়ুয়াদের মধ্যে আরও বেশি উৎসাহ বাড়িয়েছে তুলেছেন জামুড়িয়ার BDO। অন্যদিকে BDO অনুপম চক্রবর্তী বলেন, "একজন পরীক্ষার্থী যদি পরীক্ষা না দিতে পারে তাহলে এর চেয়ে বেশি বড় যন্ত্রণা কিছু হয় না। প্রতিটি মানুষের দায়িত্ব অসহায় ব্যক্তির পাশে দাঁড়ানো।"

undefined
Intro:অন্ডাল : ফের বড়োসড়ো সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এ । চুরি হওয়ার ১৯ টি মোটরসাইকেল উদ্ধার । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানায় ।

Body:অন্ডাল : ফের বড়োসড়ো সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এ । চুরি হওয়ার ১৯ টি মোটরসাইকেল উদ্ধার । ঘটনাটি ঘটেছে অন্ডাল থানায় ।

বাইক চুরি চক্রের বড়োসড়ো সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ১৭ই তারিখে রাতে গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে অন্ডাল থানার অন্তর্গত কাজোরা এলাকা থেকে আটক করে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় শেখ স্মাইল , বীরভূম জেলার কাঁকর তলা থানা এলাকার বাসিন্দা । এরপর ওই ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত নেই । ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে থাকাকালীন আরও তথ্য উঠে আসে দুই ব্যক্তির নাম । পুলিশ রাত্রে অভিযান চালিয়ে বীরভূম থেকে আরো দুই ব্যক্তিকে গ্রেফতার করে । ওই দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ইলামবাজার থানা ও পূর্ব বর্ধমান থানা এলাকায় 19 টি মোটরসাইকেল উদ্ধার করা হয় । Conclusion:উদ্ধার হওয়া ১৯টি মোটরসাইকেল এর মালিকের পরিচয় খোঁজ চালাচ্ছে অন্ডাল থানার পুলিশ । চুরির খোয়া যাওয়ার মোটরসাইকেল উদ্ধার হওয়ায় খুশি এলাকাবাসী ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.