ETV Bharat / state

Eco-friendly Reactor: ভারতে প্রথম 4 লক্ষ ভোল্টের পরিবেশ-বান্ধব রিয়্যাক্টর চালু মাইথনে - জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায়

এনটিপিসি-র পূর্বাঞ্চলের সাবডিভিশন মাইথনে বিশাল ক্ষমতাসম্পন্ন একটি রিয়্যাক্টর চালু হল গতকাল ৷ এই রিয়্যাক্টরের বিশেষত্ব এটি পরিবেশ-বান্ধব, উদ্ভিজ্জ তেলে চালানা হবে ৷ ভারতে এই প্রথম, এমনকি দুনিয়াতেও এমন রিয়্যাক্টর খুব কম আছে বলে জানালেন জেনারেল ম্যানেজার ৷

পরিবেশ-বান্ধব রিয়্যাক্টর
পরিবেশ-বান্ধব রিয়্যাক্টর
author img

By

Published : Aug 31, 2021, 8:23 AM IST

Updated : Aug 31, 2021, 11:20 AM IST

সালানপুর, 31 অগস্ট : প্রথম পরিবেশ-বান্ধব রিয়্যাক্টর (Eco friendly Reactor) চালু হল পূর্বভারতের একমাত্র সাবস্টেশন মাইথনে ৷ 5 লক্ষ ভোল্টেজের ক্ষমতাসম্পন্ন এই রিয়্যাক্টর ভারতে প্রথম, এমনকি বিশ্বের অন্য দেশে এই ধরনের রিয়্যাক্টর থাকলেও তার ক্ষমতা এত বিশাল নয় বলে জানান জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায় ৷ গতকাল 50 মেগাভোল্ট অ্যাম্পায়ার (MVA) রিয়্যাক্টর মেশিন চালু হল সালানপুর ব্লকের রূপনারায়াণপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে (NTPC Power Grid) ।

গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি সংস্থায় তৈরি হয় 90 চাকার এই বিশাল যন্ত্রটি ৷ আড়াই মাসের যাত্রাপথ অতিক্রম করে রূপনারায়াণপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে এসে পৌঁছায় 3 মাস আগে ৷ এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার শেষে এই মেশিনটি চার্জ করা হল অর্থাৎ কাজ শুরু করল এনটিপিসি পাওয়ার গ্রিডের মাইথন ডিভিশনে (Maithon Division) ৷

আরও পড়ুন : Durgapur Water Project: দুর্গাপুরে কোটি কোটি টাকা অর্থব্যয়ে তৈরি জলাধার, তবু জলসঙ্কট সেই তিমিরেই

জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, এই রিয়্যাক্টরটি উদ্ভিজ্জ তেল দিয়ে চলবে । এতদিন রিয়্যাক্টরগুলি খনিজ তেল দিয়ে চালানো হত । এর ফলে কার্বন ডাই-অক্সাইডের (Carbon Dioxide) মাত্রা বাড়িয়ে পরিবেশ দূষিত হত । এই মেশিনে সেই দূষণ ছড়াবে না । তাছাড়া এই মেশিনটির রক্ষণাবেক্ষণের খরচ কম । আগুন লেগে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও এতে খুবই কম ৷ তিনি বলেন, "এটা একটা পাইলট প্রজেক্ট ৷ এর সুফল আগামী দিনে আমরা পাব ৷ এতে সাফল্য পেলে আরও বেশি সংখ্যক উদ্ভিজ্জ তেলের রিয়্যাক্টর আনা হবে ৷ ততদিন সকলে এটা ব্যবহারে অভিজ্ঞতা লাভ করবে ৷"

"সমগ্র এলাকায় ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং উন্নত মানের ভোল্টেজ দেওয়ার জন্য এই রিয়্যাক্টর নিয়ে এসেছিলাম", বললেন জেনারেল ম্যানেজার ৷ এর ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, ভারতে এই মেশিন নেই । প্রযুক্তির ক্ষেত্রে এই মেশিন নতুন দিগন্ত খুলে দিল । করোনা আবহেও সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিশ্রমে গতকাল থেকে এই মেশিনটি কাজ করা শুরু করল ৷ এর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান ৷

সালানপুর, 31 অগস্ট : প্রথম পরিবেশ-বান্ধব রিয়্যাক্টর (Eco friendly Reactor) চালু হল পূর্বভারতের একমাত্র সাবস্টেশন মাইথনে ৷ 5 লক্ষ ভোল্টেজের ক্ষমতাসম্পন্ন এই রিয়্যাক্টর ভারতে প্রথম, এমনকি বিশ্বের অন্য দেশে এই ধরনের রিয়্যাক্টর থাকলেও তার ক্ষমতা এত বিশাল নয় বলে জানান জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায় ৷ গতকাল 50 মেগাভোল্ট অ্যাম্পায়ার (MVA) রিয়্যাক্টর মেশিন চালু হল সালানপুর ব্লকের রূপনারায়াণপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে (NTPC Power Grid) ।

গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি সংস্থায় তৈরি হয় 90 চাকার এই বিশাল যন্ত্রটি ৷ আড়াই মাসের যাত্রাপথ অতিক্রম করে রূপনারায়াণপুর এনটিপিসি পাওয়ার গ্রিডে এসে পৌঁছায় 3 মাস আগে ৷ এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার শেষে এই মেশিনটি চার্জ করা হল অর্থাৎ কাজ শুরু করল এনটিপিসি পাওয়ার গ্রিডের মাইথন ডিভিশনে (Maithon Division) ৷

আরও পড়ুন : Durgapur Water Project: দুর্গাপুরে কোটি কোটি টাকা অর্থব্যয়ে তৈরি জলাধার, তবু জলসঙ্কট সেই তিমিরেই

জেনারেল ম্যানেজার উজ্জ্বল মুখোপাধ্যায় জানান, এই রিয়্যাক্টরটি উদ্ভিজ্জ তেল দিয়ে চলবে । এতদিন রিয়্যাক্টরগুলি খনিজ তেল দিয়ে চালানো হত । এর ফলে কার্বন ডাই-অক্সাইডের (Carbon Dioxide) মাত্রা বাড়িয়ে পরিবেশ দূষিত হত । এই মেশিনে সেই দূষণ ছড়াবে না । তাছাড়া এই মেশিনটির রক্ষণাবেক্ষণের খরচ কম । আগুন লেগে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও এতে খুবই কম ৷ তিনি বলেন, "এটা একটা পাইলট প্রজেক্ট ৷ এর সুফল আগামী দিনে আমরা পাব ৷ এতে সাফল্য পেলে আরও বেশি সংখ্যক উদ্ভিজ্জ তেলের রিয়্যাক্টর আনা হবে ৷ ততদিন সকলে এটা ব্যবহারে অভিজ্ঞতা লাভ করবে ৷"

"সমগ্র এলাকায় ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং উন্নত মানের ভোল্টেজ দেওয়ার জন্য এই রিয়্যাক্টর নিয়ে এসেছিলাম", বললেন জেনারেল ম্যানেজার ৷ এর ফলে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি ৷ উজ্জ্বল মুখোপাধ্যায়ের দাবি, ভারতে এই মেশিন নেই । প্রযুক্তির ক্ষেত্রে এই মেশিন নতুন দিগন্ত খুলে দিল । করোনা আবহেও সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিশ্রমে গতকাল থেকে এই মেশিনটি কাজ করা শুরু করল ৷ এর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান ৷

Last Updated : Aug 31, 2021, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.