ETV Bharat / state

Asansol Imam did not testify: মানবতার নজির, ছেলের খুনিদের বিরুদ্ধে সাক্ষী দিলেন না আসানসোলের ইমাম - Imam of Asansol set an example of humanity

নিজের ছেলের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী না দিয়ে মানবতার নজির গড়লেন আসানসোলের ইমাম ইমদাদউল্লাহ রাশিদি (Imam of Asansol set an example of humanity)।

Asansol Imam
আসানসোলের ইমাম ইমদাদউল্লাহ রাশিদি
author img

By

Published : Mar 27, 2022, 1:34 PM IST

আসানসোল, 27 মার্চ : সংঘর্ষ থামাতে নিজের ছেলেকে হারিয়েও শান্তির বার্তা দিয়েছিলেন আসানসোলের ইমাম ইমদাদউল্লাহ রাশিদি (Imam of Asansol set an example of humanity)। সারা দেশে ইমামের সেই শান্তির বার্তা নজির সৃষ্টি করেছিল। এবার নিজের ছেলের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষীই দিলেন না তিনি। জানালেন "আমার ছেলেকে কারা খুন করেছে তাদের দেখিনি। তাই তাদের বিরুদ্ধে সাক্ষী দেব কি করে?" ফের মানবতার নজির গড়লেন ইমাম ইমদাদউল্লাহ রাশিদি।

আরও পড়ুন : Humanity form of policemen : কসবা গ্রামে মানবিক রূপ, অসহায় বৃদ্ধাকে অন্ন জোগাচ্ছেন পুলিশ কর্মীরা
প্রসঙ্গত, 2018 সালে আসানসোলের রেলপাড় এলাকা গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়েছিল। রামনবমীর সময় এই সঙ্গে সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। সেই সময় আসানসোলের রেলপাড়ের একটি মসজিদের ইমাম ইমদাদউল্লাহ রাশিদির ছেলে সিবগতউল্লাহকে অপহরণ করা হয়। সে আসানসোলের দশম শ্রেণির পড়ুয়া ছিল। দু'দিন পর সিবগতউল্লাহ'র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর শোক বুকে নিয়েও ইমাম ইমদাদউল্লাহ শান্তির জন্য সংঘর্ষ থামাতে আহ্বান জানান জনসাধারণের কাছে। কিন্তু পুলিশ ঘটনাটি নিয়ে মামলা করে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রতিহিংসা নয়, ইমদাদুল্লাহ জানালেন, যাদের আমি দেখিনি, তাদের বিরুদ্ধে সাক্ষী দেব কি করে। ইমাম-সহ তাঁর আত্মীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ায় বেকসুর খালাস হয়ে গেল ঘটনার দুই মূল অভিযুক্ত।

আসানসোল, 27 মার্চ : সংঘর্ষ থামাতে নিজের ছেলেকে হারিয়েও শান্তির বার্তা দিয়েছিলেন আসানসোলের ইমাম ইমদাদউল্লাহ রাশিদি (Imam of Asansol set an example of humanity)। সারা দেশে ইমামের সেই শান্তির বার্তা নজির সৃষ্টি করেছিল। এবার নিজের ছেলের খুনে অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষীই দিলেন না তিনি। জানালেন "আমার ছেলেকে কারা খুন করেছে তাদের দেখিনি। তাই তাদের বিরুদ্ধে সাক্ষী দেব কি করে?" ফের মানবতার নজির গড়লেন ইমাম ইমদাদউল্লাহ রাশিদি।

আরও পড়ুন : Humanity form of policemen : কসবা গ্রামে মানবিক রূপ, অসহায় বৃদ্ধাকে অন্ন জোগাচ্ছেন পুলিশ কর্মীরা
প্রসঙ্গত, 2018 সালে আসানসোলের রেলপাড় এলাকা গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়েছিল। রামনবমীর সময় এই সঙ্গে সংঘর্ষের আঁচ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। সেই সময় আসানসোলের রেলপাড়ের একটি মসজিদের ইমাম ইমদাদউল্লাহ রাশিদির ছেলে সিবগতউল্লাহকে অপহরণ করা হয়। সে আসানসোলের দশম শ্রেণির পড়ুয়া ছিল। দু'দিন পর সিবগতউল্লাহ'র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ছেলের মৃত্যুর শোক বুকে নিয়েও ইমাম ইমদাদউল্লাহ শান্তির জন্য সংঘর্ষ থামাতে আহ্বান জানান জনসাধারণের কাছে। কিন্তু পুলিশ ঘটনাটি নিয়ে মামলা করে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রতিহিংসা নয়, ইমদাদুল্লাহ জানালেন, যাদের আমি দেখিনি, তাদের বিরুদ্ধে সাক্ষী দেব কি করে। ইমাম-সহ তাঁর আত্মীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষী না দেওয়ায় বেকসুর খালাস হয়ে গেল ঘটনার দুই মূল অভিযুক্ত।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.