ETV Bharat / state

Illegal Telephone Exchange : আসানসোলে অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ, গ্রেফতার কেরালার যুবক - টেলিফোন এক্সচেঞ্জ

ঘর ভাড়া নিয়ে অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ ৷ কম খরচে আন্তর্জাতিক কল করানো হত এখান থেকে ৷ যার ফলে প্রায় 12 কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছিল ৷ খবর পেয়ে অফিসে হানা দিতেই পুলিশের জালে কেরালার যুবক ৷

Illegal
Illegal
author img

By

Published : Nov 18, 2021, 10:48 PM IST

আসানসোল, 18 নভেম্বর : অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ খুলে বিশেষ প্রযুক্তিতে গ্রাহকদের আইএসডি কল প্যাচ করানো হত লোকাল কল হিসেবে । সূত্র মারফত হানা দিয়ে এসটিএফ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । ধৃতের নাম জিসাদ এস কে । বাড়ি কেরালায় ।

আসানসোল উত্তর থানার অন্তর্গত সুগম পার্ক, এডিডিএ কলোনি ও ওয়েবেল আইটি পার্কে ঘর ভাড়া নিয়ে চলছিল অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ । যে গ্রাহকরা আইএসডি কল করেন তাঁদেরকে প্রভাবিত করে এই এক্সচেঞ্জের মাধ্যমে দেশের বাইরে কল করানো হত বিশেষ প্রযুক্তির মাধ্যমে । বিশেষ এই প্রযুক্তিতে কল করতে গ্রাহকদের লাগত লোকাল কলের বিল । তাই কম খরচে এখান থেকেই দেশের বাইরে ফোন করতেন সবাই ৷

জানা গিয়েছে, এর ফলে প্রায় 12 কোটি টাকার উপর রাজস্ব ক্ষতি হচ্ছিল প্রতিমাসে । শুধু তাই নয়, এর ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টিও বিঘ্ন হতে পারত । সূত্র মারফত খবর পেয়ে, এসটিএফ এবং কেন্দ্র সরকারের টেলিফোন বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে দুটি অত্যাধুনিক মেশিন-সহ এক ভিন রাজ্যের যুবককে গ্রেফতার করে ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ দেশের টেলিফোন এক্সচেঞ্জকে হ্যাক করেই কি এই কাজ চালানো হত ? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

আসানসোল, 18 নভেম্বর : অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ খুলে বিশেষ প্রযুক্তিতে গ্রাহকদের আইএসডি কল প্যাচ করানো হত লোকাল কল হিসেবে । সূত্র মারফত হানা দিয়ে এসটিএফ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । ধৃতের নাম জিসাদ এস কে । বাড়ি কেরালায় ।

আসানসোল উত্তর থানার অন্তর্গত সুগম পার্ক, এডিডিএ কলোনি ও ওয়েবেল আইটি পার্কে ঘর ভাড়া নিয়ে চলছিল অবৈধ টেলিফোন এক্সচেঞ্জ । যে গ্রাহকরা আইএসডি কল করেন তাঁদেরকে প্রভাবিত করে এই এক্সচেঞ্জের মাধ্যমে দেশের বাইরে কল করানো হত বিশেষ প্রযুক্তির মাধ্যমে । বিশেষ এই প্রযুক্তিতে কল করতে গ্রাহকদের লাগত লোকাল কলের বিল । তাই কম খরচে এখান থেকেই দেশের বাইরে ফোন করতেন সবাই ৷

জানা গিয়েছে, এর ফলে প্রায় 12 কোটি টাকার উপর রাজস্ব ক্ষতি হচ্ছিল প্রতিমাসে । শুধু তাই নয়, এর ফলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টিও বিঘ্ন হতে পারত । সূত্র মারফত খবর পেয়ে, এসটিএফ এবং কেন্দ্র সরকারের টেলিফোন বিভাগের আধিকারিকরা অভিযান চালিয়ে দুটি অত্যাধুনিক মেশিন-সহ এক ভিন রাজ্যের যুবককে গ্রেফতার করে ৷ অভিযুক্তকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ দেশের টেলিফোন এক্সচেঞ্জকে হ্যাক করেই কি এই কাজ চালানো হত ? ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে আরও তথ্য জোগাড়ের চেষ্টা চালাচ্ছে পুলিশ । পাশাপাশি এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তাও জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন : Journalists Agitation : বিহারে সাংবাদিক হত্যায় আসানসোলে প্রতিবাদ, জেলাশাসককে স্মারকলিপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.