ETV Bharat / state

Illegal Sand Smuggling : বেআইনি বালি উত্তোলন অণ্ডালে, বিক্ষোভ গ্রামের মানুষদের - বেআইনি বালি উত্তোলন অণ্ডালে গর্জে উঠল গ্রামের মানুষ

মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার মদনপুর এলাকায় অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন গ্রাম বাসিন্দাদের (Illegal Sand Smuggling)।

Illegal Sand Smuggling news
বেআইনি বালি উত্তোলন অণ্ডালে
author img

By

Published : Jun 21, 2022, 10:46 PM IST

দুর্গাপুর, 21 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যপাট সামলানোর পর থেকেই নদী থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে এরাজ্যে বিতর্ক থেকেই গিয়েছে (Illegal Sand Smuggling) । মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার মদনপুর এলাকায় অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন গ্রাম বাসিন্দাদের । দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েছেন ।

নিয়মানুযায়ী বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ । কিন্তু কে কার কথা শোনে ? প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না-করেই অণ্ডালের মদনপুর এলাকায় সোমবার থেকেই দামোদর নদ থেকে যন্ত্র বসিয়ে বালি তোলা শুরু হয় বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের । গ্রামের মানুষ মঙ্গলবার সকালেও বালি তোলা হচ্ছে বলে জানতে পারেন এবং অণ্ডালের বিডিও ও থানার অফিসার ইন-চার্জকে জানান ।

বেআইনি বালি উত্তোলন অণ্ডালে

আরও পড়ুন : একযোগে বিধায়ক-পুলিশের অভিযান, গ্রেফতার বেআইনি মাটির কারবারি

কিন্তু ততক্ষণে বালি মাফিয়ারা তার আঁচ পেয়ে নদী ঘাট থেকে বালি তোলার যন্ত্র তুলে নিয়ে পালিয়ে যায় বলেও জানান গ্রামবাসীরা । গ্রামের বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে নদীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান । তাঁদের একটা কথা, এই এলাকা থেকে অবৈধভাবে অবৈজ্ঞানিক উপায়ে বালি তুলতে দেবেন না । স্থানীয় বাসিন্দারা পরে অণ্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানার ভারপ্রাপ্ত ওসি-কে বিষয়টি জানালে তারা আশ্বাস দেন যে এই এলাকাতে বালি তুলতে দেবেন না । গ্রামের মানুষেরা আরও বলেন, "এই মদনপুরে যেখানে বালি তোলা হচ্ছিল সেখানে ওই গ্রামের বাসিন্দাদের শ্মশান ঘাট এবং একটি মন্দির রয়েছে । অবৈধভাবে বালি তোলার কারণে সেই মন্দির জলের তলায় তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা ।"

দুর্গাপুর, 21 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যপাট সামলানোর পর থেকেই নদী থেকে বেআইনিভাবে বালি তোলা নিয়ে এরাজ্যে বিতর্ক থেকেই গিয়েছে (Illegal Sand Smuggling) । মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানার মদনপুর এলাকায় অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ প্রদর্শন গ্রাম বাসিন্দাদের । দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েছেন ।

নিয়মানুযায়ী বর্ষার সময় নদী থেকে বালি তোলা নিষিদ্ধ । কিন্তু কে কার কথা শোনে ? প্রশাসনের নিয়মকে তোয়াক্কা না-করেই অণ্ডালের মদনপুর এলাকায় সোমবার থেকেই দামোদর নদ থেকে যন্ত্র বসিয়ে বালি তোলা শুরু হয় বলে অভিযোগ গ্রামের বাসিন্দাদের । গ্রামের মানুষ মঙ্গলবার সকালেও বালি তোলা হচ্ছে বলে জানতে পারেন এবং অণ্ডালের বিডিও ও থানার অফিসার ইন-চার্জকে জানান ।

বেআইনি বালি উত্তোলন অণ্ডালে

আরও পড়ুন : একযোগে বিধায়ক-পুলিশের অভিযান, গ্রেফতার বেআইনি মাটির কারবারি

কিন্তু ততক্ষণে বালি মাফিয়ারা তার আঁচ পেয়ে নদী ঘাট থেকে বালি তোলার যন্ত্র তুলে নিয়ে পালিয়ে যায় বলেও জানান গ্রামবাসীরা । গ্রামের বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে নদীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান । তাঁদের একটা কথা, এই এলাকা থেকে অবৈধভাবে অবৈজ্ঞানিক উপায়ে বালি তুলতে দেবেন না । স্থানীয় বাসিন্দারা পরে অণ্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানার ভারপ্রাপ্ত ওসি-কে বিষয়টি জানালে তারা আশ্বাস দেন যে এই এলাকাতে বালি তুলতে দেবেন না । গ্রামের মানুষেরা আরও বলেন, "এই মদনপুরে যেখানে বালি তোলা হচ্ছিল সেখানে ওই গ্রামের বাসিন্দাদের শ্মশান ঘাট এবং একটি মন্দির রয়েছে । অবৈধভাবে বালি তোলার কারণে সেই মন্দির জলের তলায় তলিয়ে যেতে পারে বলেও আশঙ্কা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.