দুর্গাপুর, 29 অগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দুর্গাপুর (Durgapur) সফরের আগেই সেখান থেকে গ্রেফতার করা হল 3 জন বেআইনি বালি কারবারিকে (Sand Mafia)৷ বাজেয়াপ্ত করা হয়েছে 1400 সিএফটি বালি ৷
এক সময়ে ডিটিপিএস এলাকার যে বাসিন্দারা বেআইনি লোহা কারবারের সঙ্গে জড়িত ছিল, তারাই গত 7-8 বছর ধরে দামোদরের বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত ওয়ারিয়া মানা এলাকায় বেআইনি বালিঘাট চালাচ্ছিল বলে অভিযোগ । আরও অভিযোগ, লোহা মাফিয়া সরবন চৌধুরীর ভাই সন্তোষ চৌধুরী অবৈধভাবে বালিঘাট চালাচ্ছিল । গত শুক্রবার বাঁকুড়ার মেজিয়ার বিডিও ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েও বালি মাফিয়াদের খোঁজ পায়নি । তবে বেআইনি বালিঘাটে বালি তোলার যন্ত্র বাজেয়াপ্ত করা হয় ।
আরও পড়ুন: Youth Dies : রেললাইনে বসে গল্পে মশগুল যুগল, প্রেমিককে পিষে দিল ট্রেন
এরপরেই দুর্গাপুর থানার পুলিশ শনিবার অভিযান চালায় ও তিনজনকে গ্রেফতার করে । ধৃত তিন যুবকের নাম পবন সিং, টুনটুন সিং এবং জিতেন্দ্র কুমার । 1400 সিএফটি বালিও বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃত 3 যুবককে দুর্গাপুর থানা থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতে । গত কয়েকদিন আগে বালি কাণ্ডের মূল অভিযুক্ত সুজয় পাল ওরফে কেবুকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ । তদন্তের ভিত্তিতে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।
আরও পড়ুন: Sonarpur : সোনারপুরের হোমে নাবালকদের যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার 2
দু'দিন পর দুর্গাপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাই বাড়তি তৎপরতা রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা প্রশাসনের । মুখ্যমন্ত্রীর সফরের আগে সমস্ত বালিঘাটে অভিযান চালাচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট । প্রায় সব অবৈধ বালিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: Independence Special : ঝাড়খণ্ডের আদিবাসীদের পরাক্রমে অস্ত্র সংবরণে বাধ্য হয়েছিল ব্রিটিশরা