ETV Bharat / state

Burnpur Post Office: বার্নপুর বাজার পোস্ট অফিসকে সরার নির্দেশ, চিন্তায় গ্রাহকরা

author img

By

Published : Dec 13, 2022, 10:16 PM IST

বন্ধ হয়ে যাবে কী বার্নপুর পোস্ট অফিস ? ডাকঘরটিকে (Burnpur Post Office) সরে যেতে নির্দেশ দিল ইস্কো ৷ এই খবর শুনে মাথায় হাত গ্রাহকদের ৷

Burnpur Post Office
Burnpur Post Office
বন্ধ হয়ে যাবে কী বার্নপুর পোস্ট অফিস ?

আসানসোল, 13 ডিসেম্বর: বার্নপুর বাজার পোস্ট অফিসকে (Burnpur Post Office) সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিল রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেলের ইস্কো কর্তৃপক্ষ (IISCO serves eviction notice) । ইস্কো কারখানার আবাসনেই এই পোস্ট অফিসটি এতদিন চলছিল । বর্তমানে ওই আবাসনটি ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে যেকোনও সময় বিপদ ঘটতে পারে । আর তাই ইস্কো কর্তৃপক্ষ ডাকঘর বিভাগকে জানিয়েছে, অবিলম্বে ওই পোস্ট অফিসটিকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় গ্রাহকদের মাথায় হাত । বাড়ির সামনে পোস্ট অফিস ছেড়ে দূরে কোথায় যেতে হবে তা ভেবেই আকুল হচ্ছেন বয়স্করা ।

1963 সালে বার্নপুর বাজারে এই ডাকঘরটি শুরু হয়েছিল । তারপর থেকে বার্নপুর বাজার এলাকা, শান্তিনগর, সুভাষপল্লি, বিধানপল্লি এলাকার মানুষজন এই ডাকঘরে স্বল্প সঞ্চয় থেকে শুরু করে এমআইএস স্কিমে নিজেদের কষ্টার্জিত অর্থ রাখেন । ইস্কো কারখানার অনেক অবসর প্রাপ্ত শ্রমিকদেরও সেভিংস খাতা রয়েছে এখানে । কিন্তু হঠাৎ করে পয়লা ডিসেম্বর নোটিশ দেওয়া হয় ডাকঘরটি সরিয়ে নিয়ে যেতে হবে । বার্নপুর বাজার ডাকঘরটিকে পরিচালনা করার জন্য ইস্কো একটি আবাসন দিয়েছিল ৷ সেই আবাসনটি বর্তমানে ভঙ্গুর এবং বিপজ্জনক হয়ে পড়েছে ৷ যার কারণেই ডাকঘরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্কো কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ।

অন্যদিকে এই নোটিশের কথা জেনে মাথায় হাত ডাকঘরের উপভোক্তাদের । তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না । যদিও ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ইচ্ছুক তারা তাদের সেভিংসের খাতা বার্নপুরের মুখ্য ডাকঘরে নিয়ে যেতে পারেন । পাশাপাশি ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ডাকঘর কর্তৃপক্ষ নতুন কোনও ভবন চায় সেক্ষেত্রে তাদেরকে পুনরায় লিখিত আবেদন করতে হবে ৷ তারপরে বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে ।

আরও পড়ুন: রিমা-রিয়াকে খড়কুটো করে বাঁচছেন 'অনাথ' বৃদ্ধ-বৃদ্ধারা, চর্চায় আসানসোলে বোনেদের তৈরি বৃদ্ধাশ্রম

যদিও স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা অশোক রুদ্র জানান, দুটি সংস্থাই কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত । তাই তারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করুক । ইস্কো কর্তৃপক্ষ মানবিক দিক বিচার করে যদি ওই ভবন সংস্কার করেন বা তাদের অন্য কাছকাছি আবাসনে ডাকঘরকে নিয়ে যেতে সুবিধে করে দেন তাহলে ভালো হয় ।

বন্ধ হয়ে যাবে কী বার্নপুর পোস্ট অফিস ?

আসানসোল, 13 ডিসেম্বর: বার্নপুর বাজার পোস্ট অফিসকে (Burnpur Post Office) সরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিল রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেলের ইস্কো কর্তৃপক্ষ (IISCO serves eviction notice) । ইস্কো কারখানার আবাসনেই এই পোস্ট অফিসটি এতদিন চলছিল । বর্তমানে ওই আবাসনটি ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে যেকোনও সময় বিপদ ঘটতে পারে । আর তাই ইস্কো কর্তৃপক্ষ ডাকঘর বিভাগকে জানিয়েছে, অবিলম্বে ওই পোস্ট অফিসটিকে যেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় । এই ঘটনায় গ্রাহকদের মাথায় হাত । বাড়ির সামনে পোস্ট অফিস ছেড়ে দূরে কোথায় যেতে হবে তা ভেবেই আকুল হচ্ছেন বয়স্করা ।

1963 সালে বার্নপুর বাজারে এই ডাকঘরটি শুরু হয়েছিল । তারপর থেকে বার্নপুর বাজার এলাকা, শান্তিনগর, সুভাষপল্লি, বিধানপল্লি এলাকার মানুষজন এই ডাকঘরে স্বল্প সঞ্চয় থেকে শুরু করে এমআইএস স্কিমে নিজেদের কষ্টার্জিত অর্থ রাখেন । ইস্কো কারখানার অনেক অবসর প্রাপ্ত শ্রমিকদেরও সেভিংস খাতা রয়েছে এখানে । কিন্তু হঠাৎ করে পয়লা ডিসেম্বর নোটিশ দেওয়া হয় ডাকঘরটি সরিয়ে নিয়ে যেতে হবে । বার্নপুর বাজার ডাকঘরটিকে পরিচালনা করার জন্য ইস্কো একটি আবাসন দিয়েছিল ৷ সেই আবাসনটি বর্তমানে ভঙ্গুর এবং বিপজ্জনক হয়ে পড়েছে ৷ যার কারণেই ডাকঘরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্কো কর্তৃপক্ষ নোটিশ দিয়েছে ।

অন্যদিকে এই নোটিশের কথা জেনে মাথায় হাত ডাকঘরের উপভোক্তাদের । তারা কী করবেন বুঝে উঠতে পারছেন না । যদিও ডাকঘর কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ইচ্ছুক তারা তাদের সেভিংসের খাতা বার্নপুরের মুখ্য ডাকঘরে নিয়ে যেতে পারেন । পাশাপাশি ইস্কো কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ডাকঘর কর্তৃপক্ষ নতুন কোনও ভবন চায় সেক্ষেত্রে তাদেরকে পুনরায় লিখিত আবেদন করতে হবে ৷ তারপরে বিষয়টি নিয়ে বিবেচনা করা হবে ।

আরও পড়ুন: রিমা-রিয়াকে খড়কুটো করে বাঁচছেন 'অনাথ' বৃদ্ধ-বৃদ্ধারা, চর্চায় আসানসোলে বোনেদের তৈরি বৃদ্ধাশ্রম

যদিও স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা অশোক রুদ্র জানান, দুটি সংস্থাই কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত । তাই তারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করুক । ইস্কো কর্তৃপক্ষ মানবিক দিক বিচার করে যদি ওই ভবন সংস্কার করেন বা তাদের অন্য কাছকাছি আবাসনে ডাকঘরকে নিয়ে যেতে সুবিধে করে দেন তাহলে ভালো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.