ফরিদপুর, 31 জুলাই : মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি চান না বলে আজ সাফ জানিয়ে দিলেন ছোটকির মা ৷ গতকাল বাবার বন্ধু শেখ কামরুলের বাথরুম থেকে উদ্ধার হয় ছোটকির মৃতদেহ ৷ পুলিশের জেরায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ কামরুল জানায়, বন্ধু রাজেশ শুক্লার সঙ্গে বিবাদের জেরে তাঁর মেয়ে ছোটকিকে খুন করে বাথরুমে লুকিয়ে রাখে সে ৷ এরপরই দোষীদের শাস্তির দাবি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা ৷
এই সংক্রান্ত আরও খবর : বিবাদের জের ! বন্ধুর বাড়ির শৌচাগার থেকে মিলল মেয়ের নিথর দেহ
ঘটনার পর গতকাল মামকুটি গ্রামে ছোটকির পরিবারের সঙ্গে দেখা করতে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ তিনি গিয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন ৷ আজ আবার ছোটকির পরিবারের সঙ্গে দেখা করতে যান BJP-র জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই ৷ এই নিয়ে ছোটকির মা সবিতা জানান, মেয়ের মৃত্যু নিয়ে তিনি রাজনৈতিক কাজিয়া চান না ৷ তাঁর কথায়, "আমি কারও কাছে কোনও সাহায্য চাই না ৷ শুধু দোষীদের ফাঁসি চাই ৷ "
অন্যদিকে, লক্ষ্মণ ঘোড়ুই ছোটকির বাড়ি থেকে ফেরার পথে তাঁর সামনেই BJP-র দুই গোষ্ঠীর বিবাদ লেগে যায় ৷ জেলা সভাপতি নিজেই পরিস্থিতি সামাল দেন ৷ এই নিয়ে তিনি বলেন, "আসলে এখন সব দল থেকে BJP-তে যোগ দিচ্ছে ৷ ওরা BJP-র সংস্কৃতি, কাজকর্ম সম্পর্কে অবগত নয় । এরা ছাঁচে পড়েনি । ছাঁচে পড়লে সব ঠিক হয়ে যাবে ।"