ETV Bharat / state

জিতবই, ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নই : মমতাজ় - Win

ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় সংঘমিতা ।

গণনাকেন্দ্রের বাইরে মমতাজ় সংঘমিতা
author img

By

Published : May 23, 2019, 10:21 AM IST

Updated : May 23, 2019, 10:37 AM IST

দুর্গাপুর, 23 মে: জয় নিয়ে আশাবাদী । কিন্তু জয়ের ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাজ় সংঘমিতা ।

আজ সকালে গণনাকেন্দ্রে ঢোকার মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় বলেন, "ভোটে জয় হবে । জনগণের সমর্থনে মনে হয়েছিল গতবারের জয়ের মার্জিন এবার ছাপিয়ে যাবে । কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার জয়ের ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নই । "

শুনুন বক্তব্য

গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মমতাজ় সংঘমিতা CPI(M) প্রার্থী সইদুল হককে পরাজিত করেন । ব্যবধান ছিল এক লাখ আট হাজার ।

দুর্গাপুর, 23 মে: জয় নিয়ে আশাবাদী । কিন্তু জয়ের ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাজ় সংঘমিতা ।

আজ সকালে গণনাকেন্দ্রে ঢোকার মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ় বলেন, "ভোটে জয় হবে । জনগণের সমর্থনে মনে হয়েছিল গতবারের জয়ের মার্জিন এবার ছাপিয়ে যাবে । কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার জয়ের ব্যবধান নিয়ে আত্মবিশ্বাসী নই । "

শুনুন বক্তব্য

গত লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ মমতাজ় সংঘমিতা CPI(M) প্রার্থী সইদুল হককে পরাজিত করেন । ব্যবধান ছিল এক লাখ আট হাজার ।

Intro:ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে মুখে দাঁড়িয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এখনই নন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমি। ২০১৪ র লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের সাংসদ ডাঃ মমতাজ সংঘমিতা ১ লক্ষ ৮ হাজার ভোটে এই কেন্স্রের তার নিকটতম সিপিআই(এম) প্রার্থী সাইদুল হক কে পরাজিত করেন।এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটগননা শুরুর আগেই ইটভি ভারতের মুখোমুখি টিএমসি প্রার্থী। Body:কপিConclusion:কপি
Last Updated : May 23, 2019, 10:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.