ETV Bharat / state

Panchayat Repolls: তৃণমূল নেতাদের বাড়িতে হামলা, গুলি চালনার অভিযোগ জামুড়িয়ায় - TMC Leaders Houses Attacked

পুনর্নির্বাচনের আগের রাতে বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে হামলা করা হল। জামুড়িয়া চিচুরিয়া পঞ্চায়েত এলাকায় ডাহুকা গ্রামে এই ঘটনা ঘটে।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 10, 2023, 5:27 PM IST

গুলি চালানোর অভিযোগ জামুড়িয়ায়

জামুড়িয়া, 10 জুলাই: চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা প্রাথমিক বিদ্যালয়ে 42 নম্বর বুথে সোমবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর ঠিক তার আগের রাতে ডাহুকা গ্রামে স্থানীয় তৃণমূল নেতাদের ছ'টি বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি-সোঁটা নিয়ে হামলার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি হামলাকারীরা গুলিও চালিয়েছে।

জামুড়িয়া চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটের দিনে শাসকদলের নেতাদের পেটানো হয়েছিল বলে তৃণমূল নেতারা অভিযোগ তুলেছিলেন। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছিল জামুড়িয়া থানায়। অভিযোগ, সেই কারণেই সিপিএমের সমর্থক বাউরি পাড়ার বেশকিছু যুবক এসে বাঁশ লাঠি সহকারে হামলা চালায় তৃণমূল নেতাদের বাড়িতে, বাড়িতে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্বের অভিযোগ গুলিও চালানো হয়েছিল। তৃণমূল নেতা উত্তম রানা জানিয়েছেন, ভোটের দিনে আমাদের মারধর করা হয়েছিল বলে নির্দিষ্ট কিছুজনের নামে অভিযোগ করা হয়েছিল ৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটকও করেছে এবং তারপরেই সেই রাগ থেকে আমাদের বাড়িতে আক্রমণ করা হয়। রাতে গুলির শব্দ পাই। তারপর এই অতর্কিতে ইট-পাটকেল নিয়ে হামলা হয় বাড়িতে।

অন্যদিকে আরেক নেতা মেঘনাদ রানা জানিয়েছেন, সিপিএমের একদল দুষ্কৃতী এসে আমার বাড়িতে ইট, পাথর ছুড়েছে। এমনকী বোমাও ছুড়েছে। লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। যদিও সিপিএমের জেলা কমিটির নেতা সুকুমার সাঙুই জানিয়েছেন, এ অসম্ভব। এই অভিযোগ মিথ্যে। আমরা যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। তবে এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গ্রামে। ডাহুকা প্রাথমিক বিদ্যালয় যে পুনর্নির্বাচন চলছে সেখানেও নতুন করে অশান্তি যাতে না-হয় তা নিয়ে সচেষ্ট রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন, শনিবার কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম মইদুল শেখ। তিনি জঙ্গিপুর এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ব্যর্থ হল দু'দিনের লড়াই ! কৃষ্ণনগরে বোমার আঘাতে জখম সিপিএম কর্মীর মৃত্যু

গুলি চালানোর অভিযোগ জামুড়িয়ায়

জামুড়িয়া, 10 জুলাই: চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা প্রাথমিক বিদ্যালয়ে 42 নম্বর বুথে সোমবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর ঠিক তার আগের রাতে ডাহুকা গ্রামে স্থানীয় তৃণমূল নেতাদের ছ'টি বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি-সোঁটা নিয়ে হামলার ফুটেজ ধরা পড়েছে সিসিটিভিতে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি হামলাকারীরা গুলিও চালিয়েছে।

জামুড়িয়া চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতে ভোটের দিনে শাসকদলের নেতাদের পেটানো হয়েছিল বলে তৃণমূল নেতারা অভিযোগ তুলেছিলেন। বেশ কয়েকজনের নামে অভিযোগ করা হয়েছিল জামুড়িয়া থানায়। অভিযোগ, সেই কারণেই সিপিএমের সমর্থক বাউরি পাড়ার বেশকিছু যুবক এসে বাঁশ লাঠি সহকারে হামলা চালায় তৃণমূল নেতাদের বাড়িতে, বাড়িতে। শুধু তাই নয়, তৃণমূল নেতৃত্বের অভিযোগ গুলিও চালানো হয়েছিল। তৃণমূল নেতা উত্তম রানা জানিয়েছেন, ভোটের দিনে আমাদের মারধর করা হয়েছিল বলে নির্দিষ্ট কিছুজনের নামে অভিযোগ করা হয়েছিল ৷ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের আটকও করেছে এবং তারপরেই সেই রাগ থেকে আমাদের বাড়িতে আক্রমণ করা হয়। রাতে গুলির শব্দ পাই। তারপর এই অতর্কিতে ইট-পাটকেল নিয়ে হামলা হয় বাড়িতে।

অন্যদিকে আরেক নেতা মেঘনাদ রানা জানিয়েছেন, সিপিএমের একদল দুষ্কৃতী এসে আমার বাড়িতে ইট, পাথর ছুড়েছে। এমনকী বোমাও ছুড়েছে। লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছে তারা। যদিও সিপিএমের জেলা কমিটির নেতা সুকুমার সাঙুই জানিয়েছেন, এ অসম্ভব। এই অভিযোগ মিথ্যে। আমরা যে কোনও তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। তবে এই ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে গ্রামে। ডাহুকা প্রাথমিক বিদ্যালয় যে পুনর্নির্বাচন চলছে সেখানেও নতুন করে অশান্তি যাতে না-হয় তা নিয়ে সচেষ্ট রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন, শনিবার কংগ্রেসের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছিলেন মুর্শিদাবাদের তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই মৃত্যু হল তাঁর। মৃতের নাম মইদুল শেখ। তিনি জঙ্গিপুর এলাকার বাজিতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: ব্যর্থ হল দু'দিনের লড়াই ! কৃষ্ণনগরে বোমার আঘাতে জখম সিপিএম কর্মীর মৃত্যু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.