দুর্গাপুর, 24 সেপ্টেম্বর: গত দু'বছর কোভিডের (Covid) কারণে সেরকমভাবে বঙ্গবাসী মেতে উঠতে পারেনি দুর্গাপুজোয় (Durga Puja) । যার জেরে মন খারাপ হয়ে গিয়েছিল সকলের । এবার বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবকে ইউনেসকোর (UNESCO) পক্ষ থেকে হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে । ফলে উৎসবের মেজাজ আরও তুঙ্গে ৷
উৎসবে ভাটা পড়ার কারণে মুখ থুবড়ে পড়েছিল বহু ব্যবসা । বাঙালির পুজো মানেই নতুন পোশাক পরে পরিপাটি হয়ে সেজেগুজে আড্ডা, গল্প, গান আর কবজি ডুবিয়ে জমজমাট খাওয়া-দাওয়া । খাদ্যরসিক বাঙালি ভিন্ন পদের খাবার দুর্গোৎসবের সময় খেতে বড় পছন্দ করে ।
আর দুর্গাপুজোয় আনন্দের এই স্বাদ পেতে ভিন দেশ, রাজ্য থেকেও বহু মানুষ এসে ভিড় করেন এই বাংলায় (West Bengal) । দুর্গাপুরের (Durgapur) পুজোর ঘটাও দেখার মত । পুজো ক'দিন এদিক-ওদিক ঘোরাঘুরি থেকে প্যান্ডেল হপিং (Pandal Hopping) চলতে থাকে ৷ আর তার সঙ্গে চলে বাইরে হোটেল বা রেস্তরাঁয় কবজি ডুবিয়ে খাওয়া ।
তাই এবারের পুজের আগে ইন্ডিয়ান (Indian), কন্টিনেন্টাল (Continental), চাইনিজ (Chinese), তন্দুরি সমস্তরকমের খাবারের নতুন নতুন পদ আর স্পেশাল থালিতে আকর্ষণীয় অফার নিয়ে হাজির দুর্গাপুরের বিভিন্ন হোটেল এবং রেস্তরাঁ ৷ এমনকী তৈরি 19 নম্বর জাতীয় সড়কের পাশের ধাবাগুলিও । তিনতারা হোটেলগুলি থেকে বিভিন্ন রেস্তরাঁ সেজে উঠেছে নতুন সাজে (Hotels and restaurants ready with different food items to serve in Durga puja 2022) ।
আরও পড়ুন: পুজোয় বানান জিভে জল আনা ভোগের খিচুড়ি
কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে (Countdown Begins) । উৎসবের এই দিনগুলোতে শুধু খাওয়া-দাওয়া নয়, তার সঙ্গে হোটেল ও রেস্তরাঁগুলিতে থাকছে বাংলা গানের ব্যবস্থা (Music) । বাউল, লোকগীতি থেকে আগমনী গানের শিল্পীদের গান শুনতে শুনতে মনোমুগ্ধকর পরিবেশে খাওয়ার স্বাদ উপহার দিতে প্রস্তুত দুর্গাপুরে হোটেল ও রেস্তরাঁগুলি ।