আসানসোল, 5 ফেব্রুয়ারি : দীর্ঘদিন পর স্কুল খোলার পরেই সরস্বতী পুজো (Saraswati Puja 2022) ৷ এবছর তাই স্কুল পড়ুয়ারা একটু বেশিই খুশি ৷ করোনা সংক্রমণের একের পর ঢেউয়ের দাপটে স্কুল-কলেজে এসে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা যখন প্রায় থমকে রয়েছে, তখন সদ্য স্কুল খোলার পড়েই বাগদেবীর আরাধনা পড়ুয়াদের আনন্দে কিছুটা খোলা হাওয়া যোগ করল বলা যায় ৷
শনিবার সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে সরস্বতী বন্দনা ৷ বিশেষ এই দিনে বিশেষ সেই হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি পরে খুনসুটি, আনন্দ-হাসিতে মেতে উঠেছে ছাত্র-ছাত্রীরা । স্কুলের সরস্বতী পুজোয় নতুন ভাবনাও দেখা গিয়েছে এবার ৷ সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি শিশু সাহিত্যিক নারায়ণ দেবনাথ ৷ এবছর আসানসোলের শান্তিনগর বিদ্যামন্দিরে সরস্বতী পুজোয় সম্মান জানানো হচ্ছে এই সাহিত্যিককে ৷ এই স্কুলের পুজোর ভাবনা এবছর তাই নারায়ণময় ৷
পুজো মণ্ডপে রাখা হয়েছে তাঁর ছবি ৷ মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে নারায়ণ দেবনাথের সৃষ্ট বিভিন্ন চরিত্রের ছবি, কাটআউট, দেওয়াল চিত্র ৷ বাটুল দি গ্রেট, হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টেদের দেখা মিলছে এখানে ৷ শান্তিনগর বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা নিজেরাই উদ্যোগ নিয়ে এগুলি তৈরি করেছে । স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সাথী গুহের কথায়, "আমরা নিজেরাই ভাবনা-চিন্তা করে পুরোটা তৈরি করেছি । শিক্ষক শিক্ষিকারা আমাদের সাহায্য করেছেন । অনেক দিন পর স্কুল আসছি । আবার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে । খুব ভাল লাগছে ।"
আরও পড়ুন : বাগদেবীর আরাধনার দিনই মুক্তি পেল নতুন শর্ট ফিল্ম 'সরস্বতী'
এদিন সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে এসেছিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং স্কুল পরিচালন কমিটির সভাপতি সুদেষ্ণা ঘটক । ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে পেরে খুশি তাঁরাও ৷