দুর্গাপুর, 9 অগস্ট : দুর্গাপুরের সিটি সেন্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপরে জুতোর বিজ্ঞাপন ঘিরে তুমুল সমালোচনা শহরজুড়ে । সংস্কৃতি চর্চায় রাজ্যের প্রথম সারিতে থাকা দুর্গাপুর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ড ৷ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূর্ণঅবয়ব মূর্তি রয়েছে তার ওপরে একটি বিশালা আয়তন জুতো দিয়ে বিজ্ঞাপন দিয়েছে একটি বেসরকারি সংস্থা । গতকাল বাইশে শ্রাবণে রাজ্যসহ দেশ ও বিশ্ব জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালন হয়েছে কবির প্রয়াণ দিবস । এই দিনেই এমন ঘটনায় সমালোচনা শহরজুড়ে।
পশ্চিম বর্ধমান জেলার বাংলা পক্ষ সংগঠনের কমিটির সদস্যরা মূর্তির পাদদেশে গতকালই বিক্ষোভ দেখান এই ঘটনার প্রতিবাদে । তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে ওই বিজ্ঞাপন সংস্থা । জুতোর ছবি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় ।
আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন,"যারা এই কাজটা করেছেন তারা কাজটা ঠিক করেননি ।" এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ও । তিনি জানান, কারা এই কাজটি করেছেন সে বিষয়ে খবর নেবেন ।
রবীন্দ্রনাথের প্রতি এই অবমাননার প্রতিবাদে গঙ্গাজল দিয়ে কবির আবক্ষ মূর্তিকে স্নান করালেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই । রবিবার বিকেলে বিশ্বকবির প্রয়াণ দিবসের এক্কেবারে শেষ লগ্নে দুর্গাপুর সিটিসেন্টার বাস স্ট্যান্ডে বিশ্বকবিকে গঙ্গাজলে স্নান করিয়ে দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন তিনি ৷
রবীন্দ্রনাথের এই আবক্ষ মূর্তি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনালের সামনে রয়েছে ৷ তৎকালীন বাম পৌরবোর্ডের আমলে এই মূর্তি বসানো হয়েছিল ৷
আরও পড়ুন : বাইশে শ্রাবণে কার্যত ম্লান শান্তিনিকেতন
অভিযোগ ছিল, কবিগুরুর এই আবক্ষ মূর্তির ঠিক উপরেই জুতোর ছবি দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল ৷ এছাড়াও মূর্তির সামনেই ছিল রেস্তরাঁ। অনেক আগেই থেকে এগুলি সরিয়ে নেওয়ার ব্যাপারে বলা হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে । কিন্তু তারপরেও অবমাননার এই ছবি এতটুকু বদলায়নি।
এডিডিএ চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছিলেন দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ও, কিন্তু এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় অসম্মানের এই ছবি প্রতিকারের আশ্বাস দেওয়ার পরও রবিবার দুপুর পর্যন্ত একই ছবির ধারাবাহিকতা জারি ছিল ৷
আরও পড়ুন : Tokyo Olympics : 22 শ্রাবণেই টোকিয়োতে 'জনগণমন', নীরজ-ছোঁয়ায় রবি প্রণাম
বিজেপির বিক্ষোভের খবর আঁচ করতে পেরে তড়িঘড়ি করে কবিগুরুর আবক্ষ মূর্তির উপর থেকে জুতোর বিজ্ঞাপনের ফ্লেক্স খুলে নেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় আবক্ষ মূর্তির সামনে থাকা রেস্তরাঁ ৷
দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পরিষ্কার ভাষায় জানিয়েছেন,"অবিলম্বে স্থায়ীভাবে এই সমস্যা দূর করতে হবে, অন্যত্র সরিয়ে দিতে হবে স্টল, নচেৎ আন্দোলন শুরু করবেন তাঁরা। কবিগুরুর এই পূর্ণাবয়ব মূর্তি অনাদরে, অবহেলায় ৷ যা নিয়ে রাজ্যজুড়ে শোরগোল।