ETV Bharat / state

কোরোনা আতঙ্কে অমিল স্যানিটাইজা়র, কালোবাজারির অভিযোগ দুর্গাপুরে - কোরোনা

কোরোনা আতঙ্ক, এরই মাঝে মিলছে না মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজা়র ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 15, 2020, 6:16 PM IST

Updated : Mar 15, 2020, 7:36 PM IST

দুর্গাপুর, 15 মার্চ: রাজ্য জুড়ে কোরোনার আতঙ্ক । সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজা়র এবং মাস্কের ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আর এই পরিস্থিতিতেই হ্যান্ড স্যানিটাইজা়র ও মাস্ক নিয়ে রীতিমতো শুরু হয়েছে কালোবাজারি এমনটাই মত দুর্গাপুরবাসীর ।

কোরোনা আতঙ্কের জেরে রাজ্যজুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের গুলিতে ছুটি ঘোষণা হয়েছে। অন্যান্য দিন দুর্গাপুর শহরে রাস্তা ঘাটে ভিড় থাকলেও রবিবার ছবিটা ছিল কিছুটা অন্য । রাস্তাঘাট ফাঁকা । ওষুধের দোকানগুলিতে হ্যান্ড স্যানিটাইজা়র মাক্স কিনতে গিয়ে ঘুরে যাচ্ছেন সাধারণ মানুষ । তাঁদের অভিযোগ, সিটি সেন্টার এলাকায় বেশিরভাগ দোকানে মিলছে না হ্যান্ড স্যানিটাইজা়র । আবার কেউ কেউ বলছেন, মাস্ক পাওয়া গেলেও তিন থেকে চার গুণ দামে সেটা বাজার থেকে কিনতে হচ্ছে । হ্যান্ড স্যানিটাইজা়র নিয়েও কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

দুর্গাপুরের বাসিন্দা রূপক চট্টোপাধ্যায় বলেন," এমনিতে বেশিরভাগ দোকানেই হ্যান্ড স্যানিটাইজা়র, মাস্ক পাওয়া যাচ্ছে না । গতকাল একটা দোকানে যদিও বা দু-একটা মাস্ক পাওয়া গেছে কিন্তু সেগুলো কিনতে হয়েছে তিন থেকে চার গুণ দামে ।" অন্যদিকে, সিটি সেন্টার এলাকার দোকানদার স্বাধীন মুখোপাধ্যায় বলেন," আমাদের কাছে হ্যান্ড স্যানিটাইজা়র যা ছিল, সব বিক্রি হয়ে গেছে । কম্পানিকে জানানো হলেও কম্পানি জোগান দিতে পারছে না । সারাদিনে এখন যেসব খদ্দের আসছেন তাঁদের বেশিরভাগই এবং হ্যান্ড স্যানিটাইজা়রের খোঁজে আসছেন । কিন্তু আমাদের কাছে মজুত না থাকায় সেগুলো সরবরাহ করতে পারছি না ।"

দুর্গাপুর, 15 মার্চ: রাজ্য জুড়ে কোরোনার আতঙ্ক । সংক্রমণ প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজা়র এবং মাস্কের ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ৷ আর এই পরিস্থিতিতেই হ্যান্ড স্যানিটাইজা়র ও মাস্ক নিয়ে রীতিমতো শুরু হয়েছে কালোবাজারি এমনটাই মত দুর্গাপুরবাসীর ।

কোরোনা আতঙ্কের জেরে রাজ্যজুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের গুলিতে ছুটি ঘোষণা হয়েছে। অন্যান্য দিন দুর্গাপুর শহরে রাস্তা ঘাটে ভিড় থাকলেও রবিবার ছবিটা ছিল কিছুটা অন্য । রাস্তাঘাট ফাঁকা । ওষুধের দোকানগুলিতে হ্যান্ড স্যানিটাইজা়র মাক্স কিনতে গিয়ে ঘুরে যাচ্ছেন সাধারণ মানুষ । তাঁদের অভিযোগ, সিটি সেন্টার এলাকায় বেশিরভাগ দোকানে মিলছে না হ্যান্ড স্যানিটাইজা়র । আবার কেউ কেউ বলছেন, মাস্ক পাওয়া গেলেও তিন থেকে চার গুণ দামে সেটা বাজার থেকে কিনতে হচ্ছে । হ্যান্ড স্যানিটাইজা়র নিয়েও কালোবাজারি শুরু হয়েছে বলে অভিযোগ ।

দেখুন ভিডিয়ো

দুর্গাপুরের বাসিন্দা রূপক চট্টোপাধ্যায় বলেন," এমনিতে বেশিরভাগ দোকানেই হ্যান্ড স্যানিটাইজা়র, মাস্ক পাওয়া যাচ্ছে না । গতকাল একটা দোকানে যদিও বা দু-একটা মাস্ক পাওয়া গেছে কিন্তু সেগুলো কিনতে হয়েছে তিন থেকে চার গুণ দামে ।" অন্যদিকে, সিটি সেন্টার এলাকার দোকানদার স্বাধীন মুখোপাধ্যায় বলেন," আমাদের কাছে হ্যান্ড স্যানিটাইজা়র যা ছিল, সব বিক্রি হয়ে গেছে । কম্পানিকে জানানো হলেও কম্পানি জোগান দিতে পারছে না । সারাদিনে এখন যেসব খদ্দের আসছেন তাঁদের বেশিরভাগই এবং হ্যান্ড স্যানিটাইজা়রের খোঁজে আসছেন । কিন্তু আমাদের কাছে মজুত না থাকায় সেগুলো সরবরাহ করতে পারছি না ।"

Last Updated : Mar 15, 2020, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.