ETV Bharat / state

Burnpur Festival : বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো, বিতর্কে উৎসব কমিটি

বার্নপুর উৎসবের প্রতিটি হোডিংয়ে ব্যবহার করা হয়েছে সরকারি লোগো বিতর্কে কমিটি (Burnpur Festival) ৷

Burnpur Festival news
বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো
author img

By

Published : May 25, 2022, 9:21 PM IST

আসানসোল, 25 মে : বার্নপুর উৎসবকে থানা ময়দান থেকে ভারতীভবন প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়াতে শহরবাসীরা এমনিতেই আওয়াজ তুলছিলেন ৷ এবার আরও বিতর্ক ছড়াল উৎসবকে ঘিরে । উৎসবের প্রতিটি হোডিংয়ে ব্যবহার করা হয়েছে সরকারি লোগো । সেখানে বিশ্ব বাংলা লোগো-সহ পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে । অথচ উৎসব কমিটির সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই উৎসবের সঙ্গে সরকারের কোনও যোগাযোগ নেই । যদি সরকারি লোগো লাগানো থাকে, তবে তা ভুল হয়েছে বলে স্বীকার করে নেন তিনি ৷

বাম আমলে শুরু হয় এই বার্নপুর উৎসব (Burnpur Festival) । পরবর্তীকালে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই বার্নপুর উৎসব চলতে থাকে । বর্তমানে তাপসবাবু রানিগঞ্জের বিধায়ক । তাই পৃথক বার্নপুর উৎসব কমিটি তৈরি করা হয়েছে । এই উৎসব কমিটি স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য দলের সদস্যরা আছে বলে উৎসব কমিটির সভাপতি তথা কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন । এতদিন পর্যন্ত বার্নপুর উৎসব হিরাপুর থানা ময়দানে অনুষ্ঠিত হত । প্রতিদিন কয়েক হাজার মানুষ আসতেন সেখানে । কিন্তু কোভিডের জন্য গত দু'বছর বার্নপুর উৎসব অনুষ্ঠিত হয়নি । এবার 18তম বার্নপুর অনুষ্ঠিত হতে চলেছে ইস্কোর প্রেক্ষাগৃহ ভারতীভবনে । 26 মে থেকে চারদিন এই অনুষ্ঠান চলবে । রয়েছে কলকাতার নামকরা শিল্পীরা । এছাড়াও স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন । কিন্তু ভারতীভবনে আসন সংখ্যা 500 । যেখানে হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেন, সেখানে এই প্রেক্ষাগৃহে উৎসব ঘিরে বিতর্ক ছড়িয়েছে । বহু মানুষ উপভোগ করতে পারবেন না এই অনুষ্ঠান । পাশাপাশি ইস্কোর আধিকারিক ও তাদের পরিবারই সব চেয়ার দখল করে নেবে বলে বার্নপুরের সাধারণ মানুষের অভিযোগ ।

বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো

আরও পড়ুন : বার্নপুর বাসস্ট্যান্ডের ‘চা কাকু’র ঠিকানা সাড়ে 6 ফুট বাই সাড়ে 3 ফুটের বাক্স

তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "বেশ কিছু মানুষের ফলে বঞ্চিত । আগামী বছর থেকে আমরা থানা ময়দানেই করব ।" অন্যদিকে উৎসবের হোডিং ঘিরে বিতর্ক ছড়িয়েছে । বার্নপুর উৎসবের হোডিংয়ে লাগানো হয়েছে বিশ্ববাংলার লোগো । তাতে লেখা পশ্চিমবঙ্গ সরকার । বিষয়টি নিয়ে উৎসব কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "বিশ্ব বাংলার লোগো হয়তো ভুল করে লাগানো হতে পারে । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লেখা কখনোই উচিত হয়নি । বিষয়টি আমার নজর এড়িয়েছে । আমি সংগঠনের বাকিদের সঙ্গে কথা বলছি । এটি একটি স্বয়ং শাসিত সংগঠনের অনুষ্ঠান । এর সঙ্গে সরকারের কোনও রকমের যোগাযোগ নেই । সরকারের কোনও অংশগ্রহণ নেই, কোনও দায় নেই কোনও সাহায্য নেই, তাই সরকারি লোগো লাগানো অন্যায় হয়েছে । আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি ।"

আসানসোল, 25 মে : বার্নপুর উৎসবকে থানা ময়দান থেকে ভারতীভবন প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়াতে শহরবাসীরা এমনিতেই আওয়াজ তুলছিলেন ৷ এবার আরও বিতর্ক ছড়াল উৎসবকে ঘিরে । উৎসবের প্রতিটি হোডিংয়ে ব্যবহার করা হয়েছে সরকারি লোগো । সেখানে বিশ্ব বাংলা লোগো-সহ পশ্চিমবঙ্গ সরকার লেখা রয়েছে । অথচ উৎসব কমিটির সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই উৎসবের সঙ্গে সরকারের কোনও যোগাযোগ নেই । যদি সরকারি লোগো লাগানো থাকে, তবে তা ভুল হয়েছে বলে স্বীকার করে নেন তিনি ৷

বাম আমলে শুরু হয় এই বার্নপুর উৎসব (Burnpur Festival) । পরবর্তীকালে আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই বার্নপুর উৎসব চলতে থাকে । বর্তমানে তাপসবাবু রানিগঞ্জের বিধায়ক । তাই পৃথক বার্নপুর উৎসব কমিটি তৈরি করা হয়েছে । এই উৎসব কমিটি স্থানীয় তৃণমূল নেতা, কাউন্সিলর থেকে শুরু করে অন্যান্য দলের সদস্যরা আছে বলে উৎসব কমিটির সভাপতি তথা কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন । এতদিন পর্যন্ত বার্নপুর উৎসব হিরাপুর থানা ময়দানে অনুষ্ঠিত হত । প্রতিদিন কয়েক হাজার মানুষ আসতেন সেখানে । কিন্তু কোভিডের জন্য গত দু'বছর বার্নপুর উৎসব অনুষ্ঠিত হয়নি । এবার 18তম বার্নপুর অনুষ্ঠিত হতে চলেছে ইস্কোর প্রেক্ষাগৃহ ভারতীভবনে । 26 মে থেকে চারদিন এই অনুষ্ঠান চলবে । রয়েছে কলকাতার নামকরা শিল্পীরা । এছাড়াও স্থানীয় শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন । কিন্তু ভারতীভবনে আসন সংখ্যা 500 । যেখানে হাজার হাজার মানুষ এই উৎসবে যোগ দেন, সেখানে এই প্রেক্ষাগৃহে উৎসব ঘিরে বিতর্ক ছড়িয়েছে । বহু মানুষ উপভোগ করতে পারবেন না এই অনুষ্ঠান । পাশাপাশি ইস্কোর আধিকারিক ও তাদের পরিবারই সব চেয়ার দখল করে নেবে বলে বার্নপুরের সাধারণ মানুষের অভিযোগ ।

বার্নপুর উৎসবের হোডিংয়ে সরকারি লোগো

আরও পড়ুন : বার্নপুর বাসস্ট্যান্ডের ‘চা কাকু’র ঠিকানা সাড়ে 6 ফুট বাই সাড়ে 3 ফুটের বাক্স

তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "বেশ কিছু মানুষের ফলে বঞ্চিত । আগামী বছর থেকে আমরা থানা ময়দানেই করব ।" অন্যদিকে উৎসবের হোডিং ঘিরে বিতর্ক ছড়িয়েছে । বার্নপুর উৎসবের হোডিংয়ে লাগানো হয়েছে বিশ্ববাংলার লোগো । তাতে লেখা পশ্চিমবঙ্গ সরকার । বিষয়টি নিয়ে উৎসব কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, "বিশ্ব বাংলার লোগো হয়তো ভুল করে লাগানো হতে পারে । কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লেখা কখনোই উচিত হয়নি । বিষয়টি আমার নজর এড়িয়েছে । আমি সংগঠনের বাকিদের সঙ্গে কথা বলছি । এটি একটি স্বয়ং শাসিত সংগঠনের অনুষ্ঠান । এর সঙ্গে সরকারের কোনও রকমের যোগাযোগ নেই । সরকারের কোনও অংশগ্রহণ নেই, কোনও দায় নেই কোনও সাহায্য নেই, তাই সরকারি লোগো লাগানো অন্যায় হয়েছে । আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.