ETV Bharat / state

র‌্যাগিং নিয়ে সংবাদমাধ্যম আমার বক্তব্য বিকৃত করেছে : রাজ্যপাল - রাজ্যপাল সংক্রান্ত খবর

র‌্যাগিং নিয়ে তাঁর বক্তব্য সংবাদমাধ্যম বিকৃত করেছে বলে আজ অভিযোগ করলেন রাজ্যপাল । দুর্গাপুরে সংবাদমাধ্যমকে তিনি একথা বলেন ।

জগদীপ ধনকড়
author img

By

Published : Nov 11, 2019, 7:24 PM IST

দুর্গাপুর, 11 নভেম্বর : বর্ধমান বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-এর ঘটনা প্রসঙ্গে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালের অভিযোগ কয়েকটি সংবাদপত্র তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে ৷ আজ দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় সংবাদমাধ্যমকে একথা জানান তিনি ৷ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শেষে আজ রাষ্ট্রপতির সঙ্গে অন্ডাল বিমানবন্দরে নামেন রাজ্যপাল । সেখান থেকে রাষ্ট্রপতি দিল্লি রওনা হওয়ার পর দুর্গাপুরে অতিথিশালায় গিয়ে মধ্যাহ্নভোজ সারেন রাজ্যপাল । সেখানে তিনি সংবাদমাধ্যমকে একথা বলেন ।

রাজ্যপাল বলেন, " র‌্যাগিং বন্ধ হওয়া উচিত ৷ কারণ তা মানবাধিকারকে লঙ্ঘন করে ৷ যাদের উপর র‌্যাগিং হয় তাদের মনের উপর সেই ঘটনার প্রভাব সারা জীবন থাকে ৷ র‌্যাগিং নিয়ে আমার এই সাধারণ পর্যবেক্ষণের কথাই বলেছিলাম ৷ তার বাইরে কিছুই বলিনি ৷ কারণ আমি ঘটনাটি নিয়ে পুরোপুরি অবগত ছিলাম না ৷ কিন্তু কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি নাকি বলেছি ঘটনার তদন্ত হবে ৷ আমার কাছে ওই ঘটনা সংক্রান্ত কোনও তথ্যই নেই ৷ আমি নিজেই বিষয়টি সংবাদমাধ্যম থেকে জেনেছি ৷ "

শুনুন ভিডিয়োয় রাজ্যপালের বক্তব্য...

উল্লেখ্য, কয়েকদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ছাত্রাবাসের এক ছাত্রকে বহিরাগতরা হোস্টেলে ঢুকে র‍্যাগিং করে বলে অভিযোগ । সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল । তখন তিনি র‌্যাগিং সম্পর্কে এই কথা বলেন ।

দুর্গাপুর, 11 নভেম্বর : বর্ধমান বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং-এর ঘটনা প্রসঙ্গে তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ রাজ্যপালের অভিযোগ কয়েকটি সংবাদপত্র তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করেছে ৷ আজ দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় সংবাদমাধ্যমকে একথা জানান তিনি ৷ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শেষে আজ রাষ্ট্রপতির সঙ্গে অন্ডাল বিমানবন্দরে নামেন রাজ্যপাল । সেখান থেকে রাষ্ট্রপতি দিল্লি রওনা হওয়ার পর দুর্গাপুরে অতিথিশালায় গিয়ে মধ্যাহ্নভোজ সারেন রাজ্যপাল । সেখানে তিনি সংবাদমাধ্যমকে একথা বলেন ।

রাজ্যপাল বলেন, " র‌্যাগিং বন্ধ হওয়া উচিত ৷ কারণ তা মানবাধিকারকে লঙ্ঘন করে ৷ যাদের উপর র‌্যাগিং হয় তাদের মনের উপর সেই ঘটনার প্রভাব সারা জীবন থাকে ৷ র‌্যাগিং নিয়ে আমার এই সাধারণ পর্যবেক্ষণের কথাই বলেছিলাম ৷ তার বাইরে কিছুই বলিনি ৷ কারণ আমি ঘটনাটি নিয়ে পুরোপুরি অবগত ছিলাম না ৷ কিন্তু কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমি নাকি বলেছি ঘটনার তদন্ত হবে ৷ আমার কাছে ওই ঘটনা সংক্রান্ত কোনও তথ্যই নেই ৷ আমি নিজেই বিষয়টি সংবাদমাধ্যম থেকে জেনেছি ৷ "

শুনুন ভিডিয়োয় রাজ্যপালের বক্তব্য...

উল্লেখ্য, কয়েকদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ছাত্রাবাসের এক ছাত্রকে বহিরাগতরা হোস্টেলে ঢুকে র‍্যাগিং করে বলে অভিযোগ । সেই প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল । তখন তিনি র‌্যাগিং সম্পর্কে এই কথা বলেন ।

Intro:"" আমি যা বলিনি তা আমার মুখে বসিয়েছে কিছু সংবাদপত্র।আমি কি বলছি তার সাথে সেই কথার মিল নেই""-বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে র‍্যাগিং নিয়ে রবিবার দুর্গাপুরে ইস্পাত কারখানার অতিথিশালায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতি প্রসঙ্গে বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
কয়েকদিন আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ছাত্রাবাস এর এক ছাত্রকে বহিরাগতরা হোস্টেলে ঢুকে র‍্যাগিং করে বলে অভিযোগ ওঠে।সেই ঘটনায় হৈচৈ পড়ে যায়।এই খবর বিভিন্ন সংবাদমাধ্যমের দ্বারা রাজ্যপাল জানতে পারেন।রবিবার অন্ডাল বিমানবমদরে রাষ্ট্রপতি কে স্বাগত জানাতে দুর্গাপুরে আসেন রাজ্যপাল। দুর্গাপুর অতিথিশালায় মধ্যাহ্নভোজন সেরে বের হওয়ার সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং কান্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপাল বলেন, "" আমি ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমকে। যাদের জয় জন্য এই সংবাদ আমি জেনেছি।""কিন্তু সংবাদপত্রে রাজ্যপালের দেওয়া বিবৃতি কে বিকৃত করা হয়েছে বলে দাবী রাজ্যপালের।।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.