ETV Bharat / state

অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল

অন্ডালে ট্রেন লাইনচ্যুত। যার জেরে ব্যাহত ট্রেন চলাচল।

train
author img

By

Published : Mar 26, 2019, 2:41 AM IST

অন্ডাল, ২৬ মার্চ : গতকাল রাতে অন্ডালে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এর জেরে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।

রেল সূত্রে জানা গেছে, আপ হাওড়া-রাজেন্দ্রনগর ট্রেনকে দুর্গাপুর স্টেশনে রানিগঞ্জে মোকামা এক্সপ্রেস ট্রেনকে এবং রাজবাঁধে মুজফ্ফরপুর এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়।

রেলের তরফে জানানো, ঘটনাস্থানে রেলকর্মীরা গিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বেশ কিছু ট্রেনকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

অন্ডাল, ২৬ মার্চ : গতকাল রাতে অন্ডালে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এর জেরে ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বহু ট্রেন দাঁড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে।

রেল সূত্রে জানা গেছে, আপ হাওড়া-রাজেন্দ্রনগর ট্রেনকে দুর্গাপুর স্টেশনে রানিগঞ্জে মোকামা এক্সপ্রেস ট্রেনকে এবং রাজবাঁধে মুজফ্ফরপুর এক্সপ্রেস ট্রেনকে দাঁড় করিয়ে রাখা হয়।

রেলের তরফে জানানো, ঘটনাস্থানে রেলকর্মীরা গিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। বেশ কিছু ট্রেনকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হতে পারে।

Intro:অন্ডালে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারনে বহু যাত্রীবাহী ট্রেন দাঁড়িয়ে পড়েছে বিভিন্ন স্টেশনে।আপ হাওড়া-রাজেন্দ্রনগর ট্রেন দাঁড়িয়ে আছে দুর্গাপুর স্টেশনে।রানীগঞ্জে দাঁড়য়ে মোকামা এক্সপ্রেস ট্রেইন।রাজবাঁধে দাঁড়িয়ে আছে মুজাফরপুর এক্সপ্রেস।এই সমস্ত ট্রেন প্রায় এক ঘন্টার বেশি সময় দাঁড়িয়ে আছে বিভিন্ন স্টেশনে।অন্ডালে একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারনেই এই বিপত্তি বলে জানা গেছে।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.