ETV Bharat / state

আসানসোলে সোনার দোকান লুট দুষ্কৃতীদের - shop

আজ ভোর রাতে আসানসোলে সোনার দোকানে লুটপাট 12 থেকে 15 জন দুষ্কৃতীর ।

সোনার দোকানে লুট
author img

By

Published : Jul 14, 2019, 8:09 PM IST

আসানসোল, 14 জুলাই : সোনার দোকানে লুটপাট কয়েকজন দুষ্কৃতীর । আসানসোলের ধাদকা গ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল থানার পুলিশ । কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

জানা যায়, আজ ভোর রাতে 12 থেকে 15 জন দুষ্কৃতী গেটের তালা ভেঙে দোকানে প্রবেশ করেছিল । মুখ কাপড়ে ঢাকা থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বাধা দিতে এলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

দোকানের মালিক বলেন, আজ ভোর রাতে দোকানের 3টি গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করে। সোনা ও রুপোর গয়না লুট করে নিয়ে যায় তারা । অভিযোগ, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, ভল্ট লুটের । কিন্তু স্থানীয় বাসিন্দাদের কারণে উদ্দেশ্য সফল হয়নি । স্থানীয় বাসিন্দা রোহন কুমার বলেন, '' আজ ভোরে পাড়ার দোকানে লুট হচ্ছে দেখতে পাই । চিৎকার করতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে । ''

পুলিশ জানায়, ঘটনাস্থানে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

আসানসোল, 14 জুলাই : সোনার দোকানে লুটপাট কয়েকজন দুষ্কৃতীর । আসানসোলের ধাদকা গ্রামের ঘটনা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে আসানসোল থানার পুলিশ । কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।

জানা যায়, আজ ভোর রাতে 12 থেকে 15 জন দুষ্কৃতী গেটের তালা ভেঙে দোকানে প্রবেশ করেছিল । মুখ কাপড়ে ঢাকা থাকায় পরিচয় জানা যায়নি। স্থানীয়রা বাধা দিতে এলে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।

দোকানের মালিক বলেন, আজ ভোর রাতে দোকানের 3টি গেটের তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করে। সোনা ও রুপোর গয়না লুট করে নিয়ে যায় তারা । অভিযোগ, দুষ্কৃতীদের উদ্দেশ্য ছিল, ভল্ট লুটের । কিন্তু স্থানীয় বাসিন্দাদের কারণে উদ্দেশ্য সফল হয়নি । স্থানীয় বাসিন্দা রোহন কুমার বলেন, '' আজ ভোরে পাড়ার দোকানে লুট হচ্ছে দেখতে পাই । চিৎকার করতেই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে । ''

পুলিশ জানায়, ঘটনাস্থানে পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।

Intro:মুখ বাঁধা দুস্কৃতিদের তান্ডব, সোনার দোকানে লুঠপাঠ



থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে গভীর রাতে মুখ বাঁধা দুস্কৃতিদের হানা। বাসিন্দাদের ভয় দেখিয়ে দুস্কৃতি দল অবাধেই সোনার দোকানে লুঠপাঠ চালিয়ে পালাল। স্থানীয় বাসিন্দাদের কয়েকজন লুঠপাঠের ঘটনা দেখে বাধা দিতে গেলে, তাদের প্রাণে মেরে ফেলার ভয় দেখান হয়।
ঘটনাটি ঘটেছে আসানসোল ধাদকা এলাকায়।
জানা গেছে আজ ভোর রাতে ধাদকা এলাকায় একটি সোনার দোকানে ১২ থেকে ১৫ জন দুস্কৃতি হানা দেয়। তারা ওই সোনার দোকানের লোহার দরজা ভাঙে দুস্কৃতিরা। দোকানের মালিক জানিয়েছেন মোট তিনটি লোহার দরজা ছিল ওই সোনার দোকানে। একটি সাটার, তার ভিতর একটি কোলাপসিবল গেট এবং একটি লোহার গ্রিল। তিনটি দরজাই ভেঙে ফেলে দুস্কৃতিরা। এরপরে দোকানে লুঠপাঠ চালায়। দোকানের ভল্টের বাইরে রাখা রুপোর গয়না ও অনান্য গহনা লুঠ করে দুস্কৃতিরা। ভল্টটি তারা নিয়ে পালিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু তারমধ্যে বাসিন্দারা জেগে যায়। বাসিন্দারা বাধা দিতে গেলে দুস্কৃতিরা ধারালো অস্ত্র নিয়ে বাসিন্দাদের দিকে তাড়া করে যায়। ভয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় বাসিন্দারা। শেষ পর্যন্ত বেগতিক বুঝে ভল্টটি না নিয়েই পালায় দুস্কৃতিরা। দোকানের পিছনে একটি ফাঁকা মাঠে ভল্টটি ফেলে দেয়।
স্থানীয় বাসিন্দা রোহন কুমার জানায়, রাতে ভাই ফোন করে জানায় পাড়ায় দুস্কৃতি হানা। ফোন পেয়ে বাইরে আসি। এসে দেখি পাড়ার দোকানে লুঠ হচ্ছে। চিৎকার করতেই ধারালো অস্ত্র দিয়ে আমাকে তাড়া করে নিয়ে আসে। এরপর পুলিশকে ফোন করা হয়। পুলিশ আসার আগেই পালিয়ে যায় দুস্কৃতিরা।
এই ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।Body:..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.