দুর্গাপুর, 3 অগস্ট : হস্টেলই (Horror In Hostel) এখন যেন হানাবাড়ি ৷ রাতের অন্ধকার নামতেই গা ছমছমে পরিবেশ ৷ কখনও যেন দুলে উঠছে বিল্ডিং ৷ কখনও আবার নাকি শোনা যাচ্ছে ভৌতিক শব্দ ৷ অদ্ভুতুড়ে কাণ্ডে (Ghost Fear) হাড়হিম নার্সিং-এর ছাত্রীদের ৷ সবাই ভূতের ভয়ে কাঁটা ৷ কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করে বিক্ষোভ দেখালেন ছাত্রীরা ৷ যদিও হস্টেল কর্তৃপক্ষের দাবি, ভূত-টূত নয়, এ সবের মূলে রয়েছে পরীক্ষার জুজু ৷
দুর্গাপুরের (Durgapur) বিধাননগরের একটি বেসরকারি হস্টেলে রাত হতেই বিভিন্ন ভৌতিক শব্দ শোনা যাচ্ছে বলে অভিযোগ । যার ফলে রীতিমতো ভীতসন্ত্রস্ত আবাসিক ছাত্রীরা । তাঁদের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে হস্টেল চত্বরে সন্ধের পর থেকে গা ছমছমে বিভিন্ন শব্দ শোনা যায় । চারিদিক কেঁপে ওঠে ৷ একটি পায়ের ছাপও তাঁরা ক্যামেরাবন্দি করে রেখেছে বলে দাবি করেছে ছাত্রীরা ৷
আরও পড়ুন: পড়শির লালসায় অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, থানায় যেতে বাধা মাতব্বরদের !
বিধাননগরের এই জায়গাতেই রয়েছে বিভিন্ন নামীদামি স্কুল, কলেজ ও হস্টেল । ছাত্রীরা এবং ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও হস্টেল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না । ছাত্রীদের দাবি, অন্য জায়গায় তাঁদের জন্য হস্টেলের ব্যবস্থা করতে হবে অথবা তাঁদের বাড়ি যেতে দিতে হবে । এই দাবিতে সোমবার হস্টেলের মধ্যেই বিক্ষোভ দেখান ছাত্রী ও তাঁদের অভিভাবকরা ৷ দুর্গাপুরের শোভাপুরের পাশে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই পড়ুয়ারা নার্সিং ট্রেনিং করেন ।
আরও পড়ুন: কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার ভুয়ো পুলিশকর্মী
হস্টেল কর্তৃপক্ষের দাবি, এতদিন অনলাইন ক্লাসে সে ভাবে পড়াশোনা করেননি ছাত্রীরা ৷ সামনে তাঁদের অফলাইন পরীক্ষা হবে বলে ঘোষণা করা হয়েছে ৷ তারপর থেকেই ভূত দেখতে পাচ্ছেন ছাত্রীরা ৷ ভূতের দোহাই দিয়ে তাঁরা পরীক্ষা পিছিয়ে দিতে চাইছেন বলেও অভিযোগ হস্টেল কর্তৃপক্ষের ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ছাত্রীরা ৷ তাঁরা ভূতের আতঙ্কে কোনওক্রমে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন ।
যদিও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম বর্ধমানের সভাপতি শ্রীকান্ত চট্টোপাধ্যায় বলেন, "এটা একেবারে ভুল ব্যাখা । এই ধরনের ভূতুড়ে ঘটনা যুক্তিহীন । তদন্ত করলেই সত্যিটা বেরিয়ে আসবে । আমরাও যাব, ছাত্রীদের সঙ্গে দেখা করে তাঁদের বোঝাব ।"