ETV Bharat / state

Fugitive Accused Arrested: হাসপাতালের জানলা দিয়ে পালাতক আসামি ফের পুলিশের জালে - Fugitive Accused Arrested

পালিয়ে ছিল হাসপাতালের জানলা দিয়ে ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷ ফের পুলিশের জালে সেই আসামি (Fugitive Accused Arrested) ৷

Fugitive Accused Arrested
Fugitive Accused Arrested
author img

By

Published : Nov 10, 2022, 9:30 PM IST

আসানসোল, 10 নভেম্বর: শারিরীক অসুস্থতার সুযোগ নিয়ে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital) বিশেষ আইসোলেশন ওয়ার্ডের জানলা দিয়ে পালিয়েছিল এক আসামি । পুলিশি তৎপরতায় বহু চেষ্টার পরে সেই আসামি ধরা পড়ল (Fugitive Accused Arrested) । আসামির নাম মন্দিল ভিবলোর । সে খুন-সহ ডাকাতি, চুরি ও অন্যান্য মামলায় অভিযুক্ত ।

গত 31 অক্টোবর রাতে পালিয়েছিল মন্দিল ভিবলোর । বুধবার আসানসোল স্টেশন থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে ৷ তার পক্স হওয়ার কারণে তাকে আসানসোল জেলা হাসপাতালে রাখা হয়েছিল । নিরাপত্তারক্ষীর গাফিলতির সুযোগ নিয়ে মন্দিল ভিবলোর পালায় জানলা টপকে।

আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল এস কুলদীপ বলেন, "সালানপুরের জেমারি এলাকার বাসিন্দা এই মন্দিল ভিবলোর । তার বিরুদ্ধে খুন এবং ডাকাতির মামলা আছে । এছাড়াও সালানপুর, কুলটি এলাকায় চুরির মামলাও আছে । আসামি পালিয়ে যাওয়ার পরেই তল্লাশি শুরু হয় । সিসিটিভি ফুটেজ দেখে তার গতি প্রকৃতি জানার চেষ্টা হয় ।"

আরও পড়ুন: দুর্গাপুর থেকে পলাতক আসামী ফের গ্রেফতার কুলটিতে

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, গিরিডি, দেওঘর এলাকায় লুকিয়ে ছিল আসামি । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছিল । বৃহস্পতিবার এস কুলদীপ বলেন, "বুধবার আমরা গোপন সূত্রে খবর পাই আসামি ধানবাদ থেকে ট্রেনে চেপেছে । আসানসোল স্টেশনে নামতে পারে ৷ এমন সন্দেহে সাদা পোশাকের পুলিশে ঘিরে ফেলা হয় আসানসোল স্টেশন চত্বর । ট্রেন থেকে আসামি নামতেই তাকে ধরে ফেলা হয় ।" আসামিকে ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে । পুনরায় জেলা হেফাজতে ফিরেছে আসামি ।

আসানসোল, 10 নভেম্বর: শারিরীক অসুস্থতার সুযোগ নিয়ে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital) বিশেষ আইসোলেশন ওয়ার্ডের জানলা দিয়ে পালিয়েছিল এক আসামি । পুলিশি তৎপরতায় বহু চেষ্টার পরে সেই আসামি ধরা পড়ল (Fugitive Accused Arrested) । আসামির নাম মন্দিল ভিবলোর । সে খুন-সহ ডাকাতি, চুরি ও অন্যান্য মামলায় অভিযুক্ত ।

গত 31 অক্টোবর রাতে পালিয়েছিল মন্দিল ভিবলোর । বুধবার আসানসোল স্টেশন থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে ৷ তার পক্স হওয়ার কারণে তাকে আসানসোল জেলা হাসপাতালে রাখা হয়েছিল । নিরাপত্তারক্ষীর গাফিলতির সুযোগ নিয়ে মন্দিল ভিবলোর পালায় জানলা টপকে।

আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি সেন্ট্রাল এস কুলদীপ বলেন, "সালানপুরের জেমারি এলাকার বাসিন্দা এই মন্দিল ভিবলোর । তার বিরুদ্ধে খুন এবং ডাকাতির মামলা আছে । এছাড়াও সালানপুর, কুলটি এলাকায় চুরির মামলাও আছে । আসামি পালিয়ে যাওয়ার পরেই তল্লাশি শুরু হয় । সিসিটিভি ফুটেজ দেখে তার গতি প্রকৃতি জানার চেষ্টা হয় ।"

আরও পড়ুন: দুর্গাপুর থেকে পলাতক আসামী ফের গ্রেফতার কুলটিতে

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, গিরিডি, দেওঘর এলাকায় লুকিয়ে ছিল আসামি । বেশ কয়েকটি দলে ভাগ হয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছিল । বৃহস্পতিবার এস কুলদীপ বলেন, "বুধবার আমরা গোপন সূত্রে খবর পাই আসামি ধানবাদ থেকে ট্রেনে চেপেছে । আসানসোল স্টেশনে নামতে পারে ৷ এমন সন্দেহে সাদা পোশাকের পুলিশে ঘিরে ফেলা হয় আসানসোল স্টেশন চত্বর । ট্রেন থেকে আসামি নামতেই তাকে ধরে ফেলা হয় ।" আসামিকে ইতিমধ্যেই কোর্টে তোলা হয়েছে । পুনরায় জেলা হেফাজতে ফিরেছে আসামি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.