ETV Bharat / state

Asansol District Hospital : আসানসোল জেলা হাসপাতালে চালু সিটি স্ক্যান ইউনিট

author img

By

Published : Nov 14, 2021, 12:21 PM IST

2011 সালে রাজ্যে পালাবদলের পরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন হাসপাতালকে সুপার স্পেশালিটি হসপিটাল হিসেবে গড়ে তোলা হবে ৷ এক দশক পর তাঁর ঘোষণা মতোই আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট ।

Asansol
আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট

আসানসোল, 14 নভেম্বর : আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট । আজ এসএসকেএম হাসপাতালের চিফ রেডিওলজিস্ট উৎপলেন্দু দাস এই ইউনিট পরিদর্শন করেন ৷ তাঁর ছাড়পত্রেই আসানসোল জেলা হাসপাতালে পাকাপাকিভাবে শুরু হয়ে গেল সিটি স্ক্যান ইউনিট । তিনি জানান, "বিভিন্ন হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট শুরু হয়েছে। আসানসোল জেলা হাসপাতালে এই প্রথমবার শুরু হল । এখানে সিটি স্ক্যান করতে রোগীদের কোনও খরচ হবে না ।" পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল বা PPP মডেলে চলবে এই ইউনিট ।

রাজ্যে পরিবর্তনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালের তকমা দিয়েছিলেন । তারপর থেকেই ক্রমশ উন্নতি হয়েছে এই হাসপাতালের । একদিকে যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, তেমনি ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট-সহ অন্যান্য নানা আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত হয়েছে এই হাসপাতাল । এই হাসপাতালের উপরে শুধুমাত্র আসানসোল শহর নয়, পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া-বাঁকুড়া জেলার প্রান্তিক অঞ্চলের বহু মানুষ ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার মানুষজন নির্ভরশীল । প্রতিদিন প্রচুর মানুষের চিকিৎসা হয় এই হাসপাতালে ।

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

2012 সাল থেকেই এই হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট বসানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস । কিন্তু নানান জটিলতায় এতদিন সিটি স্ক্যান ইউনিট বসানো যায়নি । হাসপাতালের নিচের একটি ঘরে এই ইউনিট শুরু হয়েছে । পিপিপি মডেলে চলা এই ইউনিটের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার ইনচার্জ স্বপন পান্ডা জানিয়েছেন, "সম্পূর্ণ বিনামূল্যেই জেলা হাসপাতালের রোগীদের এই সিটি স্ক্যান করা হবে ।" হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল । রোগীদের আমরা এবার অনেক বেশি পরিষেবা দিতে পারব ।"

আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট

সিটি স্ক্যান করাতে রানিগঞ্জ থেকে আসা এক রোগীর আত্মীয় শিবানী মণ্ডল বলেন, "আমাদের মতো পরিবারের লোকেরা বাইরে টাকার জন্য সিটি স্ক্যান করাতে সমস্যায় পড়ত । জেলা হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় আমরা খুব উপকৃত হব ।’’

আসানসোল, 14 নভেম্বর : আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট । আজ এসএসকেএম হাসপাতালের চিফ রেডিওলজিস্ট উৎপলেন্দু দাস এই ইউনিট পরিদর্শন করেন ৷ তাঁর ছাড়পত্রেই আসানসোল জেলা হাসপাতালে পাকাপাকিভাবে শুরু হয়ে গেল সিটি স্ক্যান ইউনিট । তিনি জানান, "বিভিন্ন হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট শুরু হয়েছে। আসানসোল জেলা হাসপাতালে এই প্রথমবার শুরু হল । এখানে সিটি স্ক্যান করতে রোগীদের কোনও খরচ হবে না ।" পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেল বা PPP মডেলে চলবে এই ইউনিট ।

রাজ্যে পরিবর্তনের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল মহকুমা হাসপাতালকে জেলা হাসপাতালের তকমা দিয়েছিলেন । তারপর থেকেই ক্রমশ উন্নতি হয়েছে এই হাসপাতালের । একদিকে যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, তেমনি ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট-সহ অন্যান্য নানা আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত হয়েছে এই হাসপাতাল । এই হাসপাতালের উপরে শুধুমাত্র আসানসোল শহর নয়, পশ্চিম বর্ধমান জেলা এবং পুরুলিয়া-বাঁকুড়া জেলার প্রান্তিক অঞ্চলের বহু মানুষ ও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকার মানুষজন নির্ভরশীল । প্রতিদিন প্রচুর মানুষের চিকিৎসা হয় এই হাসপাতালে ।

আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণ বাগে আনতে বন্ধ স্কুল, বাড়ি থেকে সরকারি কাজের ফরমান

2012 সাল থেকেই এই হাসপাতালে সিটি স্ক্যান ইউনিট বসানোর চেষ্টা চলছিল বলে জানিয়েছেন হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস । কিন্তু নানান জটিলতায় এতদিন সিটি স্ক্যান ইউনিট বসানো যায়নি । হাসপাতালের নিচের একটি ঘরে এই ইউনিট শুরু হয়েছে । পিপিপি মডেলে চলা এই ইউনিটের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার ইনচার্জ স্বপন পান্ডা জানিয়েছেন, "সম্পূর্ণ বিনামূল্যেই জেলা হাসপাতালের রোগীদের এই সিটি স্ক্যান করা হবে ।" হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল । রোগীদের আমরা এবার অনেক বেশি পরিষেবা দিতে পারব ।"

আসানসোল জেলা হাসপাতালে শুরু হল বিনামূল্যে সিটি স্ক্যান ইউনিট

সিটি স্ক্যান করাতে রানিগঞ্জ থেকে আসা এক রোগীর আত্মীয় শিবানী মণ্ডল বলেন, "আমাদের মতো পরিবারের লোকেরা বাইরে টাকার জন্য সিটি স্ক্যান করাতে সমস্যায় পড়ত । জেলা হাসপাতালে এই পরিষেবা চালু হওয়ায় আমরা খুব উপকৃত হব ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.