দুবাই, 2 অক্টোবর: বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত দ্বিতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জের ৷ বোলারদের ব়্যাংকিংয়ে ফের শীর্ষে ফিরলেন ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরা ৷ সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সরিয়ে ফের আইসিসি ক্রমতালিকার মগডালে গুজরাত পেসার ৷ বুধবার প্রকাশিত নয়া ব়্য়াংকিংয়ে ব্য়াটিংয়ের ক্ষেত্রেও চমক রয়েছে ভারতের জন্য ৷ বাংলাদেশ সিরিজে ভালো পারফরম্য়ান্স করে প্রথম তিনে ঢুকে পড়লেন ওপেনার যশস্বী জয়সওয়াল ৷
সর্বশেষ টেস্ট ব়্যাংকিংয়ে বোলারদের মধ্যে দ্বিতীয়স্থানে ছিলেন বুমরা, অশ্বিন ছিলেন প্রথমস্থানে ৷ এদিন প্রকাশিত নয়া ব়্যাংকিংয়ে একে অপরের স্থান বদল করলেন ৷ কানপুর টেস্টের দু'ইনিংসে মিলিয়ে মোট 6 উইকেট নেন বুমরা ৷ যশস্বীর পাশাপাশি ব্য়াটারদের মধ্যে উল্লেখযোগ্য বিরাট কোহলির উত্থান ৷ বাংলাদেশ সিরিজের পর ছয় ধাপ উপরে উঠে আপাতত ছ'য়ে 'দ্য রানমেশিন' ৷ প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ঝোড়ো 47 রানের ইনিংস আসে বিরাটের ব্য়াটে ৷ অন্যদিকে ব়্যাংকিংয়ে দু'ধাপ উন্নতি করে তিন নম্বরে যশস্বী ৷ এক্ষেত্রে কানপুর টেস্টের জোড়া ইনিংসে অর্ধশতরান কাজে এসেছে ওপেনিং ব্য়াটারের জন্য ৷
কেরিয়ারে এখনও পর্যন্ত মাত্র 11টি টেস্ট খেলা জয়সওয়ালের ক্ষেত্রে এই উত্থান উল্লেখযোগ্য ৷ একই কথা প্রযোজ্য সিংহলী ব্যাটার কামিন্দু মেন্ডিসের ক্ষেত্রেও ৷ অভিষেকের পর টানা 8টি টেস্টে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়া ব্যাটার প্রথম দশে প্রবেশের দোরগোড়ায় ৷ আপাতত একাদশ স্থানে রয়েছেন তিনি ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া টেস্টে 182 রানের অপরাজিত ইনিংস খেলেন কামিন্দু ৷ ভারতীয়দের মধ্যে ব়্য়াংকিংয়ে প্রথম দশে রয়েছেন ঋষভ পন্তও ৷ ন'য়ে রয়েছেন তিনি ৷
Say hello to ICC Men's Number 1⃣ Test Bowler! 👋
— BCCI (@BCCI) October 2, 2024
Congratulations, Jasprit Bumrah! 👏👏@JaspritBumrah93 | #TeamIndia pic.twitter.com/DgTZi4eV26
অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে বুমরা, অশ্বিন ছাড়াও ছ'য়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা ৷ উল্লেখ্য, এই নিয়ে টেস্টে ক্রিকেটে দ্বিতীয়বার ব়্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করলেন বুমরা ৷ দেশের প্রথম জোরে বোলার হিসেবে চলতি বছর ফেব্রুয়ারিতেই শীর্ষে পৌঁছেছিলেন তিনি ৷ এর আগে দেশের জোরে বোলার হিসেবে আইসিসি টেস্ট ব়্যাংকিংয়ে সর্বাধিক দ্বিতীয়স্থানে পৌঁছেছিলেন কপিল দেব ৷