ETV Bharat / state

জামুড়িয়ায় 4 জনকে পিটিয়ে খুন - খুন

জামুড়িয়ায় চারজনকে পিটিয়ে খুনের অভিযোগ স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে । তাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

4 beaten to death
4 beaten to death
author img

By

Published : Nov 13, 2020, 9:12 AM IST

Updated : Nov 13, 2020, 9:47 AM IST

জামুড়িয়া, 13 নভেম্বর : জামুড়িয়ার শিবপুর এলাকায় চারজনকে পিটিয়ে খুন । সরকারি দেশি মদের দোকানের তিন কর্মীকে ঘুমন্ত অবস্থায় কাঠ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল সাধু মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বাধা দিতে গেলে আর একজনকেও পিটিয়ে মারা হয় বলে অভিযোগ । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

মৃতদের মধ্যে অম্বুজ মণ্ডল(40), প্রশান্ত সাহা(56), সুবোধ বাউড়ি (60) ওই মদের দোকানে কাজ করতেন । ঘটনাটি দেখে বাধা দিতে গেলে কালিয়া ভুঁইঞা(60) নামে আরও একজনকে পিটিয়ে মারা হয় । তিনি সেখানে মেয়ের বাড়ি এসেছিলেন ।

মদের দোকানের ম্যানেজার ধীমান মণ্ডল বলেন, "রাত বারোটার পর তিন জন কর্মী যখন ঘুমাচ্ছিল তখন এলাকারই সাধু মাঝি দোকানে এসে তাঁদের বাঁশ ও শাল কাঠ দিয়ে পিটিয়ে খুন করে । এরপর কালিয়া ভুঁইঞা বাধা দিতে এলে তাঁকেও পিটিয়ে খুন করে ।"

চারজনকে পিটিয়ে খুনের অভিযোগ

এরপর জামুড়িয়া থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গিয়েছে, দিন কয়েক আগে অভিযুক্তের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযুক্ত সাধু মাঝিকে গ্রেপ্তার করেছে জামুড়িয়া থানার পুলিশ ।

জামুড়িয়া, 13 নভেম্বর : জামুড়িয়ার শিবপুর এলাকায় চারজনকে পিটিয়ে খুন । সরকারি দেশি মদের দোকানের তিন কর্মীকে ঘুমন্ত অবস্থায় কাঠ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল সাধু মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে । বাধা দিতে গেলে আর একজনকেও পিটিয়ে মারা হয় বলে অভিযোগ । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

মৃতদের মধ্যে অম্বুজ মণ্ডল(40), প্রশান্ত সাহা(56), সুবোধ বাউড়ি (60) ওই মদের দোকানে কাজ করতেন । ঘটনাটি দেখে বাধা দিতে গেলে কালিয়া ভুঁইঞা(60) নামে আরও একজনকে পিটিয়ে মারা হয় । তিনি সেখানে মেয়ের বাড়ি এসেছিলেন ।

মদের দোকানের ম্যানেজার ধীমান মণ্ডল বলেন, "রাত বারোটার পর তিন জন কর্মী যখন ঘুমাচ্ছিল তখন এলাকারই সাধু মাঝি দোকানে এসে তাঁদের বাঁশ ও শাল কাঠ দিয়ে পিটিয়ে খুন করে । এরপর কালিয়া ভুঁইঞা বাধা দিতে এলে তাঁকেও পিটিয়ে খুন করে ।"

চারজনকে পিটিয়ে খুনের অভিযোগ

এরপর জামুড়িয়া থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । জানা গিয়েছে, দিন কয়েক আগে অভিযুক্তের বিরুদ্ধে জামুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল । অভিযুক্ত সাধু মাঝিকে গ্রেপ্তার করেছে জামুড়িয়া থানার পুলিশ ।

Last Updated : Nov 13, 2020, 9:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.