দুর্গাপুর, 24 সেপ্টেম্বর: কোলিয়ারি অঞ্চলে ফের মাথাচারা দিয়ে উঠছে কয়লা মাফিয়ারা ৷ গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে বেআইনি ডিপো থেকে 11 টন কয়লা-সহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷ রবিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে, 2 জনকে তিনদিনের পুলিশ হেফাজত এবং বাকি দু’জনকে 14 দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ৷ কয়লাপাচার-কাণ্ডে কেন্দ্রীয় সংস্থার তদন্ত শুরু হতেই কয়লা মাফিয়াদের বারবাড়ন্ত অনেকটা কমে গিয়েছিল ৷ কিন্তু, ফের চক্রগুলি সক্রিয় হয়ে উঠছে ৷
শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পারুলিয়া এলাকায় বেআইনি কয়লার ডিপোতে হানা দেয় ৷ সেখান থেকে তানোইর মল্লিক, বাবলু হেমব্রম, শেখ আজাদ এবং হোসেন খানকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ৷ সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় 11 টন কয়লা ৷ ধৃত বাবলু হেমব্রম দাবি করেন, সুদীপ টুডু ওরফে সুদীপ ঠাকুরের নেতৃত্বেই চলত তাঁদের এই কয়লার চোরাচালানের কারবার ৷ গত দু’মাস ধরে তারা এই কারবারের সঙ্গে জড়িত বলেও জানা গিয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর-ফরিদপুর ব্লক থেকে অবৈধভাবে ট্রাকে করে কয়লা নিয়ে এসে মজুদ করা হত পারুলিয়া এলাকায় ৷ তারপর সেখান থেকে রাতের অন্ধকারে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে পাচার হতো ৷ বিভিন্ন ইঁট ভাটা ও কারখানাতেও পৌঁছে যেত এই চোরাই কয়লা ৷ এই চক্রের সঙ্গে জড়িত দুর্গাপুরের বেশ কয়েকজন কয়লা মাফিয়ার নাম সামনে আসছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে ৷ ধৃত তানোইর মল্লিক, বাবলু হেমব্রমকে পুলিশি হেফাজতে নিয়ে মূল মাথাদের কাছ পর্যন্ত পৌঁছাতে চাইছে দুর্গাপুর পুলিশ ৷ ধৃত চারজনের মধ্যে দু’জনের বাড়ি বীরভূমে ৷
আরও পড়ুন: ডিপিএলে আসার আগেই উধাও 3 গাড়ি কয়লা, শুরু রাজনৈতিক তরজা
তবে কীভাবে রাতের অন্ধকারে দুর্গাপুর ফরিদপুর থানা এলাকা পার করে এই কয়লা দুর্গাপুর থানা এলাকায় আসত তা নিয়েও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ৷ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের তৃণমূলের এক অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সক্রিয় এক কর্মী দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বেআইনি বালি এবং বেআইনি কয়লা কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ ৷ তাঁরা বর্তমানে দুর্গাপুরের বাসিন্দা উঠে আসছে ৷ দুর্গাপুরের পারুলিয়াতে কয়লার যে ডিপো গড়ে উঠেছিল পুলিশের নজর এড়িয়ে, তার পিছনেও কি দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূলের কারো মদত ছিল ? সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷