দুর্গাপুর, 30 জুন : লোহার রডবোঝাই লরি ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি (CID) ৷ ধৃতদের নাম হাফিজউদ্দিন মাইতি, মজিবুর শেখ, ধর্মেন্দ্র সিং ও ইমরান ৷ তারা সকলেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা ৷ বুধবার অভিযুক্তদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক অভিযুক্তদের সকলকেই সাতদিনের সিআইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ৷
আরও পড়ুন : 2টি আগ্নেয়াস্ত্র ও 5 রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ী
সিআইডি সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ইন্দো-আমেরিকান মোড় এলাকায় একটি বেসরকারি কারখানা রয়েছে ৷ গত বছরের ফেব্রুয়ারি মাসে এই কারখানা থেকেই কলকাতায় লোহার রড সরবরাহ করা হচ্ছিল ৷ প্রায় 21 টন লোহার রড বোঝাই করে একটি লরি দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় ৷
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, ওই রডবোঝাই লরিটি তার গন্তব্যে পৌঁছতেই পারেনি ৷ তার আগে মাঝপথেই নিখোঁজ হয়ে যায় সেটি ৷ এরপর কারখানা কর্তৃপক্ষের তরফে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগ দায়েরের কয়েক মাস পর ঘটনার তদন্তভার নেয় সিআইডি ৷
তদন্তে নেমে প্রথমেই এক ব্যবসায়ীকে হলদিয়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ তাদের দাবি ছিল, লরি ছিনতাইয়ের ঘটনায় ওই ব্যক্তি জড়িত রয়েছেন ৷ তাঁর কাছ থেকে খোয়া যাওয়া 21 টন লোহার রডও উদ্ধার হয় ৷ পরবর্তীতে, চলতি বছরের শুরুতেই নিখোঁজ লরির চালক ও খালাসিকে সেই হলদিয়া থেকেই গ্রেফতার করা হয় ৷ তবে লরিটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি ৷
আরও পড়ুন : মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস, গ্রেফতার 3
এদিকে, এতদিন এই ঘটনায় মূল অভিযুক্ত হাফিজউদ্দিন বেপাত্তা ছিল ৷ তার খোঁজেই চারিদিকে তল্লাশি চালাচ্ছিল সিআইডি ৷ শেষমেশ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে হাফিজউদ্দিন-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ বুধবার ধৃতদের দুর্গাপুরের আদালতে পেশ করা হয় ৷