ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্যের - দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য

গতকাল রাত 10টা 40 নাগাদ দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় মৃত্যু হয় । কোরোনায় আক্রান্ত ছিলেন তিনি ৷

former member of durgapur municipality died in covid-19
কোরোনায় মৃত্যু দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্যের
author img

By

Published : Aug 29, 2020, 4:36 PM IST

দুর্গাপুর, 29 অগাস্ট : কোরোনা আক্রান্ত হয়ে চলে গেলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় । দুর্গাপুর ইস্পাত কারখানার বামপন্থী শ্রমিক সংগঠন CITU-র হাত ধরে শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন তিনি । তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া দুর্গাপুরে ৷ তিনি দীর্ঘদিন কিডনি ,উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন ৷ তাঁর কোরোনা রিপোর্টও পজ়িটিভ আসে ৷

দুর্গাপুরে বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রভাত চট্টোপাধ্যায়ের নাম । দুর্গাপুর নোটিফায়েড এরিয়া অথরিটি ভেঙে দিয়ে দুর্গাপুর নগর নিগম গঠিত হয় । দুর্গাপুর নগর নিগমের পূর্ত দপ্তরের মেয়র পরিষদ সদস্য হন প্রভাত চট্টোপাধ্যায় । সাফল্যের সঙ্গে তিনি দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ এর দায়িত্ব পালন করেন । তবে দীর্ঘদিন তিনি দলের সঙ্গে আর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না । দলীয় কাজকর্মে তাঁকে খুব বেশি দেখা যেত না । কয়েক বছর ধরে কিডনি ,উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন প্রভাত বাবু ৷ তিনি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি ছিলেন । সোয়াব পরীক্ষা করে কোরোনা রিপোর্টে পজ়িটিভ আসে ৷ গতকাল রাত দশটা 40 নাগাদ মৃত্যু হয় তাঁর ।

কয়েক বছর ধরেই বামপন্থী আন্দোলনে দেখা যায়নি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পরিষদ সদস্য প্রভাতবাবুকে । তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেননি । স্বল্পভাষী, হাসিখুশি মনের এই মানুষ দুর্গাপুর নগর নিগমের পূর্ত দপ্তরের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন । আবার দুর্গাপুর ইস্পাত কারখানার বামপন্থী শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান মনে রাখবে শহর দুর্গাপুর । কোরোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার কারণে CPI(M) পার্টির পক্ষ থেকে মরদেহ দলীয় কার্যালয়, CITU অফিস এবং দুর্গাপুর নগর নিগমে নিয়ে যাওয়া হবে না বলে জানানো হয়েছে ।

দুর্গাপুর, 29 অগাস্ট : কোরোনা আক্রান্ত হয়ে চলে গেলেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায় । দুর্গাপুর ইস্পাত কারখানার বামপন্থী শ্রমিক সংগঠন CITU-র হাত ধরে শ্রমিক আন্দোলনের পুরোধা ব্যক্তি ছিলেন তিনি । তাঁর চলে যাওয়ায় শোকের ছায়া দুর্গাপুরে ৷ তিনি দীর্ঘদিন কিডনি ,উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন ৷ তাঁর কোরোনা রিপোর্টও পজ়িটিভ আসে ৷

দুর্গাপুরে বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রভাত চট্টোপাধ্যায়ের নাম । দুর্গাপুর নোটিফায়েড এরিয়া অথরিটি ভেঙে দিয়ে দুর্গাপুর নগর নিগম গঠিত হয় । দুর্গাপুর নগর নিগমের পূর্ত দপ্তরের মেয়র পরিষদ সদস্য হন প্রভাত চট্টোপাধ্যায় । সাফল্যের সঙ্গে তিনি দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ এর দায়িত্ব পালন করেন । তবে দীর্ঘদিন তিনি দলের সঙ্গে আর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন না । দলীয় কাজকর্মে তাঁকে খুব বেশি দেখা যেত না । কয়েক বছর ধরে কিডনি ,উচ্চ রক্তচাপ জনিত অসুখে ভুগছিলেন প্রভাত বাবু ৷ তিনি দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারী সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি ছিলেন । সোয়াব পরীক্ষা করে কোরোনা রিপোর্টে পজ়িটিভ আসে ৷ গতকাল রাত দশটা 40 নাগাদ মৃত্যু হয় তাঁর ।

কয়েক বছর ধরেই বামপন্থী আন্দোলনে দেখা যায়নি দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পরিষদ সদস্য প্রভাতবাবুকে । তবে তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেননি । স্বল্পভাষী, হাসিখুশি মনের এই মানুষ দুর্গাপুর নগর নিগমের পূর্ত দপ্তরের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন । আবার দুর্গাপুর ইস্পাত কারখানার বামপন্থী শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান মনে রাখবে শহর দুর্গাপুর । কোরোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ার কারণে CPI(M) পার্টির পক্ষ থেকে মরদেহ দলীয় কার্যালয়, CITU অফিস এবং দুর্গাপুর নগর নিগমে নিয়ে যাওয়া হবে না বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.