ETV Bharat / state

Kulti Murder : কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

কুলটি থানার তুলসি হিড় এলাকায় পরেশ মারান্ডি নামে এক ব্যক্তিকে গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটল (former employee of ecl shot dead at kulti) । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ নিহত ব্যক্তি ইসিএলের প্রাক্তন কর্মী ৷

former employee of ecl shot dead at kulti
Kulti Murder : কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন
author img

By

Published : Jan 19, 2022, 4:15 PM IST

আসানসোল, 19 জানুয়ারি : 24 ঘণ্টার মধ্যে ফের আরেকটি খুনের ঘটনা আসানসোলে । কুলটি থানার তুলসি হিড় এলাকায় এক ব্যক্তিকে গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটল (former employee of ecl shot dead at kulti) । নিহত ব্যক্তির নাম পরেশ মারান্ডি (51)। তিনি প্রাক্তন ইসিএল কর্মী ।

তুলসি হিড় এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ সংলগ্ন একটি ঝুপড়ি দোকানে বসে ছিলেন পরেশ মারান্ডি । সেখানে এক ব্যক্তি এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে স্থানীয় সূত্রের খবর । তিনটি গুলি চালানো হয় । ঘটনাস্থলেই পরেশ মারান্ডির মৃত্যু হয় । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

জানা গিয়েছে, ইসিএল কর্মী ছিলেন পরেশ মারান্ডি । কিন্তু অনিয়মিত কাজে যাওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । পরিবারের সঙ্গেও তাঁর তেমন সম্পর্ক ছিল না । আলাদা থাকতেন পরেশ মারান্ডি । তুলসি হিড় এলাকায় একটি খেলার মাঠ রয়েছে । ওই খেলার মাঠের পাশেই অল্প জমিতে গাছ লাগিয়ে চাষ করতেন পরেশ মারান্ডি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।

সেই চাষাবাদ দেখাশোনা করতে মাঠের পাশে ওই ঝুপড়ি দোকানে রোজ এসে বসে থাকতেন পরশ মারান্ডি । আজও সকালে সেই রকমভাবে এসে বসেছিলেন । সেই সময় জনৈক যুবক এসে তাঁকে সামনে থেকে গুলি চালায় । তিনটি গুলির শব্দ পেয়েছিলেন বাসিন্দারা । বাসিন্দারা ছুটে এসে দেখেন টুপি এবং মাস্ক পরা এক যুবক ছুটে বেরিয়ে যাচ্ছে । তার হাতে বন্দুক ছিল । বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে বন্দুক তাক করে সে বাসিন্দাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

যুবককে চেনা যায়নি বলে বাসিন্দারা দাবি করেছেন । এরপর বাসিন্দারা পুলিশকে খবর দেন । পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পরেশ মারান্ডির । এরপর মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য । কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ।

আসানসোলে পরপর আদিবাসীদের ওপর আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি প্রার্থী অভিজিৎ আচার্য । তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি । ঘটনার তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি । তিনি বলেন "ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : Police vs Hospital over dead body : গোষ্ঠীদ্বন্দ্বে মৃত তৃণমূল কর্মী, হাসপাতাল থেকে দেহ তুলে নিয়ে গেল পুলিশ

আসানসোল, 19 জানুয়ারি : 24 ঘণ্টার মধ্যে ফের আরেকটি খুনের ঘটনা আসানসোলে । কুলটি থানার তুলসি হিড় এলাকায় এক ব্যক্তিকে গুলি চালিয়ে খুন করার ঘটনা ঘটল (former employee of ecl shot dead at kulti) । নিহত ব্যক্তির নাম পরেশ মারান্ডি (51)। তিনি প্রাক্তন ইসিএল কর্মী ।

তুলসি হিড় এলাকায় স্থানীয় একটি খেলার মাঠ সংলগ্ন একটি ঝুপড়ি দোকানে বসে ছিলেন পরেশ মারান্ডি । সেখানে এক ব্যক্তি এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বলে স্থানীয় সূত্রের খবর । তিনটি গুলি চালানো হয় । ঘটনাস্থলেই পরেশ মারান্ডির মৃত্যু হয় । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য ।

জানা গিয়েছে, ইসিএল কর্মী ছিলেন পরেশ মারান্ডি । কিন্তু অনিয়মিত কাজে যাওয়ার অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয় । পরিবারের সঙ্গেও তাঁর তেমন সম্পর্ক ছিল না । আলাদা থাকতেন পরেশ মারান্ডি । তুলসি হিড় এলাকায় একটি খেলার মাঠ রয়েছে । ওই খেলার মাঠের পাশেই অল্প জমিতে গাছ লাগিয়ে চাষ করতেন পরেশ মারান্ডি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।

সেই চাষাবাদ দেখাশোনা করতে মাঠের পাশে ওই ঝুপড়ি দোকানে রোজ এসে বসে থাকতেন পরশ মারান্ডি । আজও সকালে সেই রকমভাবে এসে বসেছিলেন । সেই সময় জনৈক যুবক এসে তাঁকে সামনে থেকে গুলি চালায় । তিনটি গুলির শব্দ পেয়েছিলেন বাসিন্দারা । বাসিন্দারা ছুটে এসে দেখেন টুপি এবং মাস্ক পরা এক যুবক ছুটে বেরিয়ে যাচ্ছে । তার হাতে বন্দুক ছিল । বাসিন্দারা বাধা দেওয়ার চেষ্টা করলে বন্দুক তাক করে সে বাসিন্দাদের ভয় দেখিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ।

কুলটিতে শুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন

যুবককে চেনা যায়নি বলে বাসিন্দারা দাবি করেছেন । এরপর বাসিন্দারা পুলিশকে খবর দেন । পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পরেশ মারান্ডির । এরপর মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য । কী কারণে এই ঘটনা তা এখনও জানা যায়নি ।

আসানসোলে পরপর আদিবাসীদের ওপর আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি প্রার্থী অভিজিৎ আচার্য । তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এখনও পর্যন্ত কোনও সূত্র পাওয়া যায়নি । ঘটনার তদন্তে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পশ্চিম) অভিষেক মোদি । তিনি বলেন "ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন : Police vs Hospital over dead body : গোষ্ঠীদ্বন্দ্বে মৃত তৃণমূল কর্মী, হাসপাতাল থেকে দেহ তুলে নিয়ে গেল পুলিশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.